Online Part Time Jobs – মোবাইলে মাত্র 1 ঘন্টা ইংরাজি আর্টিকেল পড়ে প্রতিমাসে প্রচুর টাকা আয় করুন।

বর্তমানে প্রায় সকলেই প্রতিদিন প্রচুর সময় অনলাইনে মোবাইলের পেছনে ব্যয় করেন। এই সময়টাকে কাজে লাগিয়ে Online Part Time Jobs বা অনলাইনে উপরি ইনকাম করতে পারেন। বর্তমানে সংসারের খরচ চালাতে সকলেরই প্রায় হিমসিম খেতে হয়। এক উপার্জনে সংসারের খরচ চালিয়ে সঞ্চয় করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তার উপর ছেলে মেয়ের শখ পূরণ না করতে পারলে, নিজেরি খারাপ লাগে।

Online Part Time Jobs work from home

আবার অনেকেই আছেন যারা পড়াশোনা করছেন, কিম্বা গৃহিণী, বা ছোট ব্যবসা করেন, কিন্তু কাজ বা অবসরের পাশাপাশি বাড়তি রোজগার করতে চান। তবে বর্তমানে অনলাইনে জালিয়াতি বৃদ্ধি পাওয়ায় সঠিক যায়গা খুঁজে পাচ্ছেন না। তাদের সকল সমস্যার সমাধান করতে পারে এই Online Part Time Jobs বা ঘরে বসে রোজগার করার উপায়টি।

Online Part Time Jobs Opportunities

নারী হোক কিংবা পুরুষ জীবনে বাঁচতে গেলে অর্থের দরকার তো সকলেরই হয়। অর্থ ছাড়া দুনিয়া অচল। তাই অর্থ রোজগারের জন্য আমরা সকলেই কোন না কোন কাজ করে থাকি। কেউ চাকরি করি বা কেউ ব্যবসা। কিন্তু চাকরি তো আর বললেই হয় না বা ব্যবসা করতেও দরকার একটা বিরাট পরিমাণের পুঁজির। তবে আজ আমরা আপনাদের দিতে চলেছি এমন কাজের খোঁজ যেখানে এক পয়সাও বিনিয়োগ করতে হবে না, না আছে কোনো পরিশ্রম।

ঘরে বসে ফাঁকা সময়ে কেবল ইমেইল পড়তে হবে। তাহলেই মাসের শেষে আয় হবে ১ লাখ টাকা পর্যন্ত। কি ভাবছেন! ভুল শুনছেন অথবা মিথ্যা বলছি? না একদমই না। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়লেই জানতে পারবেন এই সব দুর্দান্ত Online Part Time Jobs কাজের টিপস সম্পর্কে।

  • ইমেইল পড়ার কাজ
  • মেসেজ পড়ার কাজ
  • রিভিউ দেওয়ার কাজ
  • প্রতিবেদন লেখার কাজ
  • নিউজ পোর্টালে কাজ

Online Part time jobs working from home

অনলাইন ইমেইল রিডিং এর কাজঃ
বর্তমানের যুগ হল ইন্টারনেটের যুগ। এই যুগে যদি একটি স্মার্ট ফোন বা কম্পিউটার থাকে আর তার সঙ্গে তাকে নেটওয়ার্ক সংযোগ, তবে ঘরে বসেই অত্যন্ত সহজে আপনি খুঁজে নিতে পারেন ছোট বড় বিভিন্ন কাজ। এরকম একটি দুর্দান্ত কাজ হল অনলাইন ইমেইল চেক করা ও পড়া। বর্তমানে এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলি শুধু মাত্র লোককে দিয়ে ইমেইল পড়ানোর জন্য তাদের অর্থ প্রদান করে।

স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব

কেবল দরকার একটি স্মার্টফোন। আপনি আপনার সময়মতো দিনে অন্তত ১ ঘন্টা কাজ করতে পারেন। তাহলেও আপনার ন্যূনতম আয় ৩০০০ টাকার কম হবেনা। এই কোম্পানি গুলি মাঝেমধ্যেই কাজের জন্য লোক নিয়োগ করে। আপনারাও চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন। এমনই Online Part Time Jobs কিছু ওয়েবসাইট সম্পর্কে নীচে জানানো হল।

১) Paisalive.com
এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে অনলাইন ইমেইল রিডিং এর কাজ করে অনেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। এইজন্য ওয়েবসাইটে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললেই পাওয়া যায় ৯৯ টাকা। আপনি রেফারালের মাধ্যমেও টাকা রোজগার করতে পারেন। যদি ২০ জনের অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে ২০ টাকা আপনি পাবেন নিজের একাউন্টে। এরপর মূল কাজ, ইমেইল রিডিং। এই সাইটটি প্রতি ইমেইল পড়ার জন্য দেয় ২৫ পয়সা থেকে ৫ টাকা করে। ১৫ দিন‌ পর পর চেক মাধ্যমে অর্থ প্রত্যাহার করা যায়।

২) Matrixmail.com
এই ওয়েবসাইটেরও যথেষ্ট নাম রয়েছে। এখানে অনলাইনে ইমেইল পড়ার কাজ‌ করে মাসে ২৫ থেকে ৫০ ডলার পর্যন্ত আয় করা যায়। দিনে এক ঘন্টা কাজ করলেও এখানে ৩০০০ টাকা কমসে কম আয় হবে। রেকর্ড অনুযায়ী, এই কোম্পানি ২০০২ সাল থেকে কাজ করছে। আর এখনো পর্যন্ত অনেক মানুষকেই আয়ের সুযোগ করে দিয়েছে। তাহলে দেরি না করে এখনি একটি অ্যাকাউন্ট খুলুন।

৩) Senderearning.com
এই Online Part Time Jobs ওয়েবসাইট থেকেও যথেষ্ট ভালো ইনকাম করা যায়। এখানে একটি ইমেইল পড়ার জন্য ১ ডলার পর্যন্ত দেয় কোম্পানি। তবে এখানে একটি শর্ত রয়েছে। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর নিয়মিত তা ভিজিট করতে হয়। তবেই রোজগার চলতে থাকে। ব্যবহারকারী যদি ৬ মাস নিজের একাউন্ট না অ্যাক্সেস করেন তবে সেটি বন্ধ হয়ে যায়।

৪) EK24 News এ কাজঃ
আমাদের নিউজ পোর্টালেও লোক নেওয়া হচ্ছে।
1. কন্টেন্ট রাইটার
2. এডিটর
3. ম্যানেজার
4. ভিডিও এডিটর (মোবাইলের মাধ্যমে)
প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই যেকোনো নিউজ পোর্টালে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করতে হলে mailforbusiness4@gmail.com এ নিজের সিভি পাঠান, এবং আগে কোথায় কাজ করেছেন, তার বিবরণ দেবেন, উপরোক্ত কোন পদের জন্য আবেদন করেছেন সেটা উল্লেখ করবেন। নিচের এই ফরম্যাটে আবেদন না করলে আবেদন পত্র বাতিল হবে।

  • নাম
  • পূর্ণ ঠিকানা
  • মোবাইল নম্বর
  • জন্মতারিখ
  • সর্বোচ্চ ডিগ্রি
  • আবেদনকৃত পদের নাম
  • অভিজ্ঞতা ও কাজের বিবরণ (স্যাম্পল দিলে ভালো হয়)
  • প্রত্যাশিত বেতন

আরও পড়ুন, নতুন করে রাজ্যে সরকারী চাকরির বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন।

Online Part Time Jobs for

এবার প্রশ্ন হচ্ছে এই কাজ গুলো কারা করতে পারেন?
উপরের প্রথম তিনটি কাজ করার জন্য বিশেষ কোনও যোগ্যতার প্রয়োজন হয়না। যাদের কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক জ্ঞান রয়েছে, এবং যারা ইংরাজি পড়তে পারেন, তারা অতি সহজেই এই কাজটি করতে পারেন। তবে রেসিস্ট্রেসন করার আগে সমস্ত নিয়ম কানুন জেনে নেবেন। এবং নিজের ব্যাংক একাউন্ট তথ্য দেবার আগে যাচাই করে নেবেন।
EK24 News এ কাজ করার জন্য উপরের তথ্য অনুযায়ী আবেদন করুন।
Written by, Nabadip Saha.

আরও পড়ুন, মোবাইল ফোন থাকলেই লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে Google. নতুন পদ্ধতি জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment