Bandhan Bank Loan – বন্ধন ব্যাংক লোন নিয়ে বড় সুখবর। কিস্তির টাকা নিয়ে আর চাপ রইল না।

নতুন বছরে বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য চালু করা হলো দারুন অফার (Bandhan Bank Loan). স্বল্প সুদে মোটা টাকা ঋণ (Loan) দিচ্ছে এই ব্যাংক তার গ্রাহকদের। বেকার যুবক যুবতী, গৃহবধূ বা কোন ছোট ব্যবসায়ী সকলেই পাচ্ছেন এই লোনের সুবিধা। আপনাদের মধ্যে যদি কারোর নিজের ব্যবসা শুরু করার বা ব্যবসা বড় করার, এছাড়াও ঘর তৈরি অথবা বিবাহের জন্য টাকার দরকার থাকে, সেক্ষেত্রে বন্ধন ব্যাংক (Bandhan Bank Loan) আপনাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেওয়ার কথা জানিয়েছে।

Bandhan Bank Loan Interest Rate.

এমনিতেই এই ব্যাংক দেশের বিভিন্ন কর্পোরেট ব্যাংক গুলির (Bandhan Bank Loan) তালিকায় একটি উল্লেখযোগ্য স্থানে রয়েছে। কারণ এই ব্যাংকের বিভিন্ন স্কিম, সে গুলির মেয়াদ ও সুদের হার গ্রাহকদের পক্ষে যথেষ্ট সুবিধা জনক। তবে তার ওপর এই নতুন প্রকল্পের পর আরো বেশি লাভবান হতে চলেছেন এর গ্রাহকরা। আপনারও যদি বন্ধন ব্যাংকে একাউন্ট থেকে থাকে তবে আজই লাভ ওঠান এই সুযোগের।

Bandhan Bank Loan Details

বন্ধন ব্যাংক থেকে যে কোনো কাজের জন্য সহজ শর্তে লোন নেওয়া যেতে পারে। তাছাড়া অন্য কোনো ঋণ থাকলেও বন্ধন ব্যাংকে তা স্থানান্তর করা যায়। যদি আপনি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ (Personal Loan) দেন, তবে মাসিক ১৫.৯০ শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে। ১২ মাস থেকে ৩৬ মাসের মেয়াদে এই লোন শোধ করতে হয় (Bandhan Bank Loan).

বাড়ি তৈরির লোন (Home Loan) এবং বিবাহ লোন (Marraige Loan) নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ ১২ শতাংশ। তবে এক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে ১৫ বছর পর্যন্ত করা হয়েছে এখন। ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ (Loan) সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ প্রসেসিং চার্জ সহ GST দিতে হয় গ্রাহকদের। আর এই লোন সম্পর্কে আমরা আরও বিস্তারিত জেনে নিতে চলেছি।

Bandhan Bank Loan Apply Criteria

  • বন্ধন ব্যাংক এর তরফ থেকে এই অনলাইন লোন পাওয়ার জন্য একজন গ্রাহককে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
  • ঋণ গ্রহীতার বয়স হতে হবে ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।
  • ঋন গ্রহীতা কে অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর অর্থাৎ বেতনভুক শ্রেণীর কর্মী হয়ে থাকতে হবে।
  • বন্ধন ব্যাংকে অবশ্যই একটি একাউন্ট থাকতে হবে।

Bandhan Bank Loan Apply Documents

  1. পরিচয় পত্রের যে কোন একটি প্রমাণ যেমন, Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
  2. স্থায়ী ঠিকানার প্রমাণ।
  3. নিজের একটি রঙিন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
  4. কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
  5. বিগত দুই বছরের আয়কর জমা দেওয়ার রশিদ।
Loan (স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন)

Bandhan Bank Loan Apply Process

আপনি যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হন এবং এলোন নিতে চান তবে আজই নিকটবর্তী বন্ধন ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করুন। সেখানে আপনাকে লোন নেওয়ার জন্য একটি ফর্ম দেবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে এবং নিজের হাতে সিগনেচার করে ফেলুন। উপরোক্ত ডকুমেন্ট গুলি একসঙ্গে করে জমা দিয়ে দিন ব্যাংকের কাছে। আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই আপনার লোন স্যাংশন (Bandhan Bank Loan) করে দেবে ব্যাংক।

বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

এই সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য ব্যাংকের হেল্প লাইন মারফত জেনে নিন। টোল ফ্রি নম্বর – 1800 258 8181
ইমেল আইডি – customercare@bandhanbank.com ঠিকানা:- DN 32, Sector V, Salt Lake City, Kolkata 700091. এছাড়াও আপনারা যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে ভালো করে ভেবে নিয়ে এগবেন। কারণ এই ঋণ সময় মত না মিটলে ভবিষ্যতে অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে (Bandhan Bank Loan).
Written by Nabadip Saha.

প্রতিমাসে 3000 টাকা দেবে মোদী সরকার। এই কার্ড বানালেই। বাজেটের পর দারুণ সুখবর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment