দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে সরকারী ও বেসরকারি স্কলারশিপের (Private Scholarship) ব্যাবস্থা রয়েছে। এই স্কলারশিপের (Government and Private Scholarship) মাধ্যমে আর্থিক সাহায্যের হাত এর আগে বহুবার বাড়িয়েছে সরকার ও একাধিক সংস্থা। বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship), উত্তর কন্যা (Uttarkanya Scholarship), ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) ইত্যাদি এর মাধ্যমে আর্থিক সুবিধা এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ে পেয়েছে। এবার আরো একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ এসে হাজির হলো এই তালিকায়।
HelpOne Fresh Private Scholarship 2024.
এই স্কলারশিপটি মূলত দেয় এক বেসরকারি সংস্থা। তবে Private Scholarship হলেও এখানে সরকারি স্কলারশিপের মতোই অনেক সুবিধা। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে মাত্র 35 শতাংশ নম্বর পেলেই করা যায় এই স্কলারশিপ এর আবেদন। আর এখানে প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেওয়া হয় নগদ ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য। চলতি শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তাদের অবশ্যই জেনে রাখা দরকার এই স্কলারশিপটি সম্পর্কে।
HelpOne Fresh Scholarship 2024
ইটন ইন্ডিয়া ফাউন্ডেশনের তত্বাবধানে এই HelpOne Fresh Scholarship দেওয়া হয় প্রতি বছর। রাজ্যের যে সকল ছেলে মেয়েরা টাকার অভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর বাধ্য হয়ে পড়া শোনা ছেড়ে দেয়, তাদের পাশে দাঁড়াতেই এই স্কলারশিপের আরম্ভ। মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপ এর সুবিধা পেতে পারেন। নিচে এতে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, ডকুমেন্টস, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো।
HelpOne Fresh Scholarship Apply Qualifications And Criteria
১. এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস করে থাকতে হবে।
২. নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে ছাত্র ছাত্রীদের।
৩. উচ্চ মাধ্যমিক, কলেজ, ইঞ্জিনিয়ারিং, নার্সিং সহ যে কোনো বিভাগে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করুক না কেন, এই স্কলারশিপ পেতে পারেন।
৪. এখানে আবেদনকারী সকল প্রার্থীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ৫ লক্ষ টাকার নিচে। তবেই তারা এর সুবিধা পাবেন (Private Scholarship).
৫. যে সকল সন্তানের পিতা, মাতা মারা গেছেন তাদের বৃত্তির পরিমান সাধারনের তুলনায় বেশী হবে।
HelpOne Fresh Scholarship Apply Documents
১. আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID Card).
২. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card).
৩. একটি ইনকাম সার্টিফিকেট।
৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
৫. রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৬. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
৭. জাতিগত শংসাপত্র।
HelpOne Fresh Private Scholarship Online Apply
১. প্রথমে Vidyasaarathi এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. তারপর নতুন হলে New Registration ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে লাগবে ফোন নাম্বার, ইমেইল আইডি, নিজের নাম এবং একটি পাসওয়ার্ড।
৩. এরপর Apply বাটনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে স্কলারশিপের জন্য।
৪. সবশেষে উপরের সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
৫. প্রয়োজনে প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশনের একটি করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন।
প্রতিমাসে 3000 টাকা দেবে কেন্দ্র সরকার। এই স্কলারশিপে আবেদন করুন।
HelpOne Fresh Private Scholarship Apply Last Date
এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর তা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। তাই যেসমস্ত প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক এবং উপযুক্ত তারা শীঘ্রই নিজেদের আবেদন সম্পূর্ণ করূন। স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে বিদ্যাসাগরের অফিসিয়াল ইমেইল আইডি vidyasaarathi@proteantech.in তে Email করতে পারেন।
Written by Nabadip Saha.
এই বছরের মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে কোন স্কলারশিপে আবেদন করবেন?