Personal Loan – একাউন্টে টাকা না থাকলেও 5 মিনিটে 5 লাখ টাকা তুলুন। কিভাবে আবেদন করবেন জেনে নিন।

আপদকালীন পরিস্থিতিতে টাকার দরকার সকলেই হয়। আর সেই কথা মনে রেখে একাধিক ব্যাংক সংস্থা Instant Personal Loan form Aadhaar Card বা আধার কার্ড দিয়ে ৫ মিনিটে লোন দেওয়ার ঘোষণা করেছে। অর্থাৎ আপনার সেভিংস একাউন্টে টাকা না থাকলেও লোনের আবেদন করলে সাথে সাথে টাকা পেয়ে যাবেন।

Instant Personal Loan form Aadhaar Card

জীবনে অর্থের অভাব কখন হয় বলা যায় না। রোজগার করলেও আমাদের অনেককেই টাকা ধার করতে হয় নানা প্রয়োজনে। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। এগুলোর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যা করতে খানিকটা সময় লেগে যায়। কিন্তু এমন কোনো পরিস্থিতি হল যখন আপনার জরুরী ভিত্তিতে টাকা প্রয়োজন তখন লোন কোত্থেকে পাবেন, একবারও ভেবেছেন কি? এবার থেকে আর এই চিন্তা করতে হবে না। আধার কার্ড সঙ্গে থাকলেই ইমারজেন্সি ভিত্তিতে যখন তখন লোন নিতে পারবেন আপনি। মাত্র ৫ মিনিটেই স্যাংশন হয়ে যাবে আপনার লোন। তাও আবার একদম কম সুদে। কিভাবে পাবেন এই সুবিধা? জানতে হলে বিস্তারিত পড়ুন।

Adhaar Card Loan

ভারতের সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় এক নথি। এর বিশাল গুরুত্বের জন্য বর্তমানে ব্যাংক একাউন্ট থেকে শুরু করে রেশন সব ক্ষেত্রেই আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষ এতে হয়রানি বোধ করলেও আধার লিঙ্কের যে কত বড় উপকারিতা তা আপনারা জানেন না। যেমন ধরুন আপনার ব্যাংক একাউন্ট এর সঙ্গে যদি আধার কার্ড সংযুক্ত থাকে, তবে আপনি পাঁচ মিনিটের মধ্যে যেকোনো ধরনের লোন ব্যাংক থেকে পেতে পারেন। এই লোন একদম সহজ শর্ত এবং কম সুদে Instant Personal Loan আপনাকে দেবে ব্যাংক। কিভাবে এটি পাবেন জেনে নিন।

কোন কোন ব্যাংক আধার লোন দেয়?

দেশের সমস্ত ব্যাংকে কিন্তু আধার কার্ড দেখিয়ে এই লোনের সুবিধা পাওয়া যায় না। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে বিশেষ কয়েকটি ব্যাংককে নির্বাচন করেছে। যেগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং অন্যান্য কয়েকটি।

আধার লোন নেওয়ার কি শর্ত রয়েছে?

  • ব্যাংক থেকে আধার কার্ডের মাধ্যমে লোন নিতে গেলে প্রথমে একজন গ্রাহকের বয়স হতে হবে ২১ বছরের বেশি।
  • যাদের ব্যাংকের সঙ্গে আধার নম্বর সংযুক্ত নেই তারা এই ধরনের সুবিধা পাবেন না।
  • আধার ও প্যান কার্ড প্রয়োজনীয় নথি হিসেবে অবশ্যই সঙ্গে রাখতে হবে।
  • পূর্বে নেওয়া কোনো লোন যদি এখনো গ্রাহক শোধ না করে থাকেন তবে এই আধার লোন পাবেন না।
  • এই লোন নেওয়ার জন্য ঋণগ্রহীতার সিবিল স্কোর ৭৫০ এর বেশি হতে হবে।

Instant Personal Loan interest rate

Bank NameInterest rate
SBI Personal Loan11.15% to 15.30%
HDFC Personal Loan10.50% to 15.50%
Axis Bank interest rate10.49% to 15.50%
PNB Personal Loan interest rate10.40% to 17.95%
Bandhan Bank11.55% to 15.75%

Instant Personal Loan Apply Online

আরও পড়ুন,হঠাৎ টাকার প্রয়োজন হলে 5 মিনিটেই টাকা পাবেন। সরস্বতী পুজোয় বড় ঘোষণা।

আধার লোনের আবেদন পদ্ধতি

১. ব্যাংক থেকে Instant Personal Loan নিতে গেলে, প্রথমেই ভিজিট করতে হবে উপরের নির্দিষ্ট যেকোনো একটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ওয়েবসাইটে এসে নিজের মোবাইল নম্বর বসান।
৩. ফোনে পাওয়া ওটিপিটি এন্টার করে Log In বাটনে ক্লিক করুন।
৪. লগ ইন হওয়ার পর হোম পেজ খুলবে। এখানে ‘Personal Loan’ অপশনে ক্লিক করুন।
৫. এরপর লোনের জন্য আবেদন ফর্ম আসবে। যেখানে নির্দিষ্ট কিছু তথ্য যেমন আপনার নাম, ঠিকানা, আধার ও প্যান নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর সহ আরো বেশ কিছু তথ্য এন্টার করুন। কত টাকা ঋণ নিতে চান সেটাও উল্লেখ করতে হবে।

Ayushman Bharat Card (আয়ুষ্মান ভারত কার্ড)

৬. তারপর Submit বাটনে ক্লিক করলে পরের পেজ খুলে যাবে। এখানে আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করণ হবে। প্রক্রিয়াকরণ শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন।
৭. ব্যাংক যদি আপনাকে লোন পাওয়ার যোগ্য মনে করে, তবে আপনার ফোনে একটি এসএমএস পাঠানো হবে। এর মাধ্যমে আপনি ব্যাংক মারফত লোন পাওয়ার confirmation পাবেন।
৭. অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই ব্যাংক আপনার ব্যাংক একাউন্টে লোনের টাকা ঢুকিয়ে দেবে। আধার কার্ড দেখিয়ে আপনার ইমার্জেন্সি লোন পাওয়ার কাজ শেষ।

আরও পড়ুন, আপনার টাকার দরকার আছে? আধার কার্ড চালু থাকলেই পাবেন।।

লোন ও অর্থনৈতিক বিষয়ে আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আপনাদের কোনও প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
এছাড়া ব্যাবসা ও টাকাপয়সার তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

1 thought on “Personal Loan – একাউন্টে টাকা না থাকলেও 5 মিনিটে 5 লাখ টাকা তুলুন। কিভাবে আবেদন করবেন জেনে নিন।”

Leave a Comment