Fixed Deposit Interest Rate – ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস না ব্যাংক কোথায় টাকা রাখলে লাভ বেশি।

নতুন বছরের শুরুতে যারা সঞ্চয় (Fixed Deposit Interest Rate) এবং বিনিয়োগ নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো টাকাটা কোথায় বিনিয়োগ করবেন? প্রথমেই বলি দীর্ঘ মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আমাদের পরামর্শ সরকারী প্রকল্পে বিনিয়োগ করা। আর তার মধ্যে অন্যতম পোষ্ট অফিস এবং ব্যাঙ্ক। আমাদের এই প্রতিবেদনের মূল বিষয় হলো কোথায় টাকা রাখলে বেশী সুদ পাবেন, পোষ্ট অফিস না ব্যাঙ্কে? আসুন নতুন বছরের নতুন সুদের হারে হিসাবটা দেখে নেওয়া যাক।

প্রথমে দেশের অন্যতম ব্যাঙ্ক স্টেট বাঙ্কের সুদের হার এবং পোষ্ট অফিসের সুদের হার উল্লেখ করে তুলনা করা যাক, কোন প্রকল্পে বেশী লাভ। (Fixed Deposit Interest Rate)

State bank Of India – স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এবং রেকারিং এর সুদের হার (Fixed Deposit Interest Rate)

২ কোটি টাকার কম বিনিয়োগে সুদের হার (Fixed Deposit Interest Rate)

* ৭ দিন থেকে ৪৫ দিন – সুদের পরিমাণ ২.৯ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৩.৪ শতাংশ।

* ৪৬ দিন থেকে ১৭৯ দিন – সুদের পরিমাণ ৩.৯ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৪.৪ শতাংশ।

* ১৮০ দিন থেকে ২১০ দিন – সুদের পরিমাণ ৪.৪ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৪.৯ শতাংশ। (Fixed Deposit Interest Rate)

* ২১১ দিন থেকে ১ বছর – সুদের পরিমাণ ৪.৪ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৪.৯ শতাংশ।

* ১ বছর থেকে ২ বছর – সুদের পরিমাণ ৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৫.৫ শতাংশ।

* ২ বছর থেকে ৩ বছর – সুদের পরিমাণ ৫.১ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৫.৬ শতাংশ।

* ৩ বছর থেকে ৫ বছর – সুদের পরিমাণ ৫.৩ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৫.৮ শতাংশ। (Fixed Deposit Interest Rate)

* ৫ বছর থেকে ১০ বছর – সুদের পরিমাণ ৫.৪ শতাংশ এবং সিনিয়র সিটিজেন ৬.২ শতাংশ।

Post Office – পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং রেকারিং এর সুদের হার (Fixed Deposit Interest Rate)

* ১ বছরের জন্য পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ৫.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

* ২ বছরের জন্য পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ৫.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

* ৩ বছরের জন্য পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ৫.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

* ৫ বছরের জন্য পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ৬.৭০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

* ৫ বছরের জন্য পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে ৫.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

নতুন বছরে NSC, PPF, GPF, Provident Fund, SSY, RD, KVP প্রকল্পে সুদের হার কত হলো,জানতে এখানে ক্লিক করুন,

সুতরাং হিসাব করলে দেখা যাচ্ছে ব্যাঙ্কের তুলনায় পোষ্ট অফিসের সুদের হার অপেক্ষাকৃত বেশী। এছাড়াও পোষ্ট অফিসে মিনিমাম ব্যালান্স সহ বিভিন্ন মেন্টেনেন্স চার্জ কম। এবার আপনিই সিদ্ধান্ত নেবেন কোনটিতে আপনার বেশী লাভ। আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। (Fixed Deposit Interest Rate)

Earn Money Online – কোনও টাকা না খরচ করে অনলাইনে ইনকাম করতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment