Fixed Deposit Interest Rate – বিনিয়োগ করার আগে দেখে নিন কোন ব্যাঙ্কে সুদের হার কত?

নতুন বছরের শুরুতে, কিম্বা বছর শুরুর আগে সেভিংস এর জমানো টাকা অনেকেই ফিক্সড করে রাখতে চান (Fixed Deposit Interest Rate)। তবে বিনিয়োগ করার আগে দেখে নেওয়া ভালো কোন ব্যাঙ্কে কি সুবিধা, কোন ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট কত (Fixed Deposit Interest Rate)? আজকাল অনেক জায়গায় আপনি লোভনীয় রেট পেতে পারেন, তবে সুরক্ষার কথাটাও মাথায় রাখা জরুরী। নোটবন্দির পরবর্তী অবস্থা এবং অতিমারী এই জোড়া ফলায় অর্থনৈতিক এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে অনেকটাই ধাক্কা খেয়েছে। তাই জেনে বুঝে ইনভেস্ট করা ভালো। এই আর্টিকেলে আমরা দেশের প্রথম সারীর কয়েকটি ব্যাঙ্কের সুদের হার উল্লেখ করবো। এই ব্যাঙ্ক গুলোতে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।

Fixed Deposit Interest Rate in SBI (স্টেট ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট)

২ কোটি টাকার কম এফডি-তে স্টেট ব্যাঙ্কের সংশোধিত রেট ৮ জানুয়ারি ২০২১ থেকে লাগু করা হয়েছে ৷ সিনিয়ার সিটিজেনদের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট দেওয়া যায় ৷ (Fixed Deposit Interest Rate)
7 দিন থেকে 45 দিন – 2.9%
46 দিন থেকে 179 দিন – 3.9%
180 দিন থেকে 210 দিন – 4.4%
211 দিন থেকে 1 বছরের কম – 4.4%
1 বছর থেকে দুই বছরের কম – 5%
2 বছর থেকে ৩ বছরের কম- 5.1%
3 বছর থেকে ৫ বছরের কম- 5.3%
5 বছর থেকে কিন্তু ১০ বছরের কম- 5.4%

Punjab & Sind Bank Fixed Deposit Interest Rate (পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক)

কোভিডের ন্যূনতম একটি মাত্র টিকা নিলেই স্থায়ী আমানতে অতিরিক্ত সুদ পাবেন গ্রাহকরা। বর্তমানে FD তে যে সুদ (Fixed Deposit Interest) পাওয়া যায় তার উপরে এবার অতিরিক্ত ০.১৫% সুদ মিলবে। সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও নয়া প্রকল্পের আওতায় পড়বেন বলে জানিয়েছে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এই স্কীমের নাম দিয়েছে PSB Swasth Bharat TD Scheme.

PSB Fixed Deposit Interest Rate

৭ দিন – ১৪ দিন, ১৫ দিন – ৩০ দিন, ৩১ দিন – ৪৫ দিন: ৩%
46 দিন – ৯০ দিন: ৩.৭%
৯১ দিন – ১২০ দিন, ১২১ দিন – ১৫০ দিন, ১৫১ দিন – ১৭৯ দিন: ৩.৯%
১৮০ দিন – ২৬৯ দিন: ৪.৪৫%
২৭০ দিন – ৩৬৪ দিন: ৪.৫%
১ বছর – ২ বছর: ৫.০৫%
২ বছরের বেশি: ৫.১৫%
৩ বছর – ৫ বছর, ৫ বছরের বেশি – ১০ বছর: ৫.৩%

ভ্যাক্সিন সার্টিফিকেট থাকলে এই হারের থেকে ০.১৫% বেশী সুদ পাওয়া যাবে এবং সিনিয়র সিটিজেন ০.৫০% বেশী সুদ পাবেন।

আরও পড়ুন, পোস্ট অফিসে দিনে মাত্র ৬ টাকা দিয়ে মাসে ৯ হাজার টাকা পেনশন পেবেন, ক্লিক করুন

HDFC Fixed Deposit Interest Rate (HDFC ব্যাঙ্কের এফডি রেট)

সম্প্রতি HDFC ব্যাঙ্ক এফডি তে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে ৷ ব্যাঙ্ক তাদের সুদের হার ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানোর ঘোষাণা করা হয়েছে এবং সংশোধিত হার ১ ডিসেম্বর ২০২১ থেকে লাগু করা হয়েছে ৷ বয়স্ক নাগরিক এই হারের চেয়ে ০.৫০% বেশী সুদ পাবেন।

  • 7 থেকে 14 দিন- 2.50%
  • 15 থেকে 29 দিন- 2.50%
  • 30 থেকে 45 দিন- 3.00%
  • 46 থেকে 60 দিন- 3.00%
  • 61 থেকে 90 দিন- 3.00%
  • 91 দিন से 6 মাস- 3.50%
  • 6 মাস 1 দিন থেকে 9 মাস- 4.40%
  • 9 মাস 1 দিন < 1 বছর- 4.40%
  • 1 বছরের জন্য- 4.90 %
  • 1 বছর 1 দিন থেকে 2 বছর – 5.00%
  • 2 বছর 1 দিন থেকে 3 বছর- 5.15%
  • 3 বছর 1 দিন থেকে 5 বছর- 5.35%
  • 5 বছর 1 দিন থেকে 10 বছর- 5.50%

AXIS bank Fixed Deposit interest rates (অ্যাক্সিস ব্যাঙ্ক এফডি রেট)

7 দিন থেকে 29 দিন পর্যন্ত – 2.50%
30 দিন থেকে 89 দিন – 3%
3 মাস থেকে 179 দিন – 3.5%
6 মাস থেকে 364 দিন – 4.4%
1 বছর < 1 বছর 5 দিন – 5.10%
1 বছর 5 দিন < 1 বছর 11 দিন – 5.15%
1 বছর 11 দিন < 13 মাস – 5.20%
13 মাস < 18 মাস – 5.10%
18 মাস < 2 বছর – 5.25%
2 বছর < 30 মাস – 5.40%
30 মাস < 3 বছর – 5.40%
3 বছর < 5 বছর – 5.40%
5 বছর থেকে 10 বছর – 5.75%
সিনিয়র সিটিজেন ০.৫০% বেশী সুদ পাবেন।

ICICI Bank Fixed Deposit Interest Rates (ICICI ব্যাঙ্কের এফডি রেট)

7 থেকে 29 দিন – 2.50%
30 থেকে 90 দিন – 3%
91 থেকে 184 দিন – 3.5%
185 দিন থেকে < ১ বছর – 4.4%
1 বছর থেকে 18 মাস – 4.9%
18 মাস ১ দিন থেকে 2 বছর পর্যন্ত – 5%
2 বছর 1 দিন থেকে 3 বছর পর্যন্ত – 5.15%
3 বছর 1 দিন থেকে 5 বছর পর্যন্ত – 5.35%
5 বছর 1 দিন থেকে 10 বছর পর্যন্ত – 5.50%
সিনিয়র সিটিজেন ০.৫০% বেশী সুদ পাবেন।

আরও পড়ুন, পোষ্ট অফিসে এককালীন ৫০ হাজার রাখলে পাবেন তিন লাখ, ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment