শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবশেষে রাজ্যে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment)। এবার নতুন বছরের শুরুতেই শুরু হয়ে যাবে সেই বহু প্রতিক্ষিত শিক্ষক নিয়োগ, এমনটাই জানা যাচ্ছে। এদিন আপার প্রাইমারী (Upper Primary) শিক্ষক নিয়োগের আরেকটি মেধা তালিকা প্রকাশ করলো কমিশন। এবার আদালতের সবুজ সঙ্কেত মিললেই বছরের শুরুতেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এদিকে প্রাইমারী নিয়োগ নিয়ে ও ভালো খবর এসেছে।
কমিশন (WBSSC) সুত্রের খবর Upper Primary এর এটাই হয়তো শেষ মেরিট লিস্ট। এবার আদালতের অনুমোদন বাকি (WB Teacher Recruitment)। এবং চলতি মাসেই পরবর্তী শুনানির দিন কোনও অর্ডার আসতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছর ২০ জুলাই হাইকোর্টের (Culcutta High Court) ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রকাশিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ ফের নিতে হবে। আর যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁরা অভিযোগ জানালে তার শুনানি করতে হবে। ১০ আগস্ট সেই শুনানি শুরু হয়। ২৩ ডিসেম্বর তা শেষ হতে চলেছে।
সংসদ সুত্রের খবর, উচ্চ প্রাথমিকের অভিযোগকারী শিক্ষক পদপ্রার্থীদের চূড়ান্ত শুনানির তালিকাও শনিবার প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। আগামী ১৩ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে শুনানি হবে ২,২৭৫ জনের। আশা করা হচ্ছে, এরপরেই শুরু হতে পারে নিয়োগের পরবর্তী ধাপ। তবে, অবশ্যই আদালতের আদেশ অনুসারে। ২০২০ সালে ১১ ডিসেম্বর আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের (Upper Primary) মেধা তালিকা বাতিল হওয়ার এক বছর পরে, সেই ডিসেম্বরেই জটিলতা কাটার ইঙ্গিত মিলছে (WB Teacher Recruitment)।
তাহলে মোট সংখ্যাটা হলো, ২৩ ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে শুনানির সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৮,৩৬৪। আর এর আগে ১৪,৩৩৯টি শূন্যপদের জন্য ১৫,৪৩৬টি নামের তালিকা প্রকাশিত হয়েছিল। তবে, অভিযোগকারীদের শুনানি না হওয়ায় ওই প্রার্থীদের ইন্টারভিউ হয়ে গেলেও নিয়োগ করা সম্ভব হয়নি (WB Teacher Recruitment)।
আরও পড়ুন, টিউশনি পড়ানো নিয়ে রাজ্যে নতুন নিয়ম, সকলকে মানতে হবে
অন্যদিকে ২০১৪ সালের নন ইঙ্কলুডেড (Primary TET 2014) (Non Included) প্রার্থীদের আরেকটি নামের লিস্ট চলতি মাসেই প্রকাশিত হবে। সেই নামের লিস্ট প্রকাশিত হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আর সেদিক দিয়েও নতুন বছরের শুরুতেই তাদের হাতেও নিয়োগপত্র আসতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে। এদিকে ২০১৭ (Primary TET 2017) সালের প্রাথমিক টেট প্রার্থীদের রেজাল্ট প্রকাশের দাবী ক্রমশ জোরালো হচ্ছে। সেদিক দিয়ে সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেই নিয়েও রয়েছে বড় প্রশ্ন। অন্যদিকে নির্বাচনের বিধিনিষেধ আরো দেরী করে দেবে কিন, সেই দিকটাও ভাবাচ্ছে। তবে আপার প্রাইমারী এবং ২০১৪ সালের নিয়োগে নির্বাচন বাঁধা হবে না, কারন দুটোই আদালতের পর্যবেক্ষণে রয়েছে।