শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড – ঘ্রেপ্তার, উদ্ধার লক্ষাধিক টাকা

ধীরে ধীরে আরও জটিল হচ্ছে শিক্ষক দুর্নীতির জাল। নিয়োগ পুরসভায় টেন্ডার দুর্নীতি কাণ্ডে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্সনাল অ্যাসিস্ট্যান্ট রামশঙ্কর মহান্তিকে গ্রেপ্তার করল পুলিস। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে শ্যামাপ্রসাদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে পোস্ট অফিসের আটটি অ্যাকাউন্ট এবং চারটি জমির দলিল পাওয়া গিয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ২০লক্ষ টাকা। পুলিস সূত্রে জানা গিয়েছে, সবকটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন পুরসভার এক অ্যাকাউন্টেন্টকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর মাধ্যমে পুরসভার লাল ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিস শ্যামাপ্রসাদের বিপুল সম্পত্তির হদিশ পায়। গত কয়েক বছরে তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, শহরের কালিন্দী এলাকার বাসিন্দা রামশঙ্কর মহান্তি প্রথম দিকে টুকটাক ঠিকাদারির কাজ করতেন। পরে শ্যামাপ্রসাদের আস্থা অর্জন করায় তাঁকে পার্সনাল অ্যাসিস্ট্যান্ট পদে বসান। কয়েকদিন আগে বিভিন্ন ব্যাঙ্কে শ্যামাপ্রসাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট স্টাডি করে তদন্তকারীরা দেখেন, অধিকাংশ অ্যাকাউন্টে টাকা জমা ও তোলার কাজ করেছেন রামশঙ্কর। তখনই তাঁর উপর পুলিসের নজর পড়ে। শুক্রবার দিনভর তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। জানা যায়, শ্যামাপ্রসাদের যাবতীয় আর্থিক লেনদেন তাঁর মাধ্যমেই হতো। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় অসঙ্গতি পাওয়ায় শনিবার পুলিস গ্রেপ্তার করে। তাঁকে জেরা করে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিস।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment