দীর্ঘ ১০ বছর ধরে নানা রকম ঝুট ঝামেলার জেরে কার্যত থমকে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) প্রক্রিয়া। এর ওপর কয়েক দিন আগেই আবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে বাতিল হয়েছে SSC ২৬০০০ জনের চাকরি। যদিও সেই মামলা আপাতত সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারাধীন।
West Bengal Teacher Recruitment in NCSM Scheme.
যাই হোক এই পরিস্থিতিতে রাজ্যে নতুন করে আদৌ কবে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) হবে, সেই নিয়ে যথেষ্ট আশঙ্কা ছিল সকলেরই মনে। কিন্তু এবার সরকারি চাকরি না হলেও পুনরায় আশার আলো দেখলেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। এক বিশেষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের জেলায় জেলায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
নারী পুরুষ নির্বিশেষে যে কোনো প্রার্থী উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই যেখানে আবেদন জানাতে পারেন। আরও একটি বড় কথা হলো যে এখানে কোন রকম পরীক্ষা হবে না। শুধু একটি ইন্টারভিউর উপর ভিত্তি করে বাছাই করা হবে প্রার্থীদের। চাকরি পাওয়ার পর রয়েছে মাসিক মোটা বেতন এবং বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা। এই চাকরিতে যোগ্যতা কি লাগবে? কিভাবে নিয়োগ হবে? নিয়োগের (Teacher Recruitment) পর বেতন কত দেওয়া হবে? সে সব বিষয় দেখে নেওয়া যাক।
কোন কোন পদে নিয়োগ হবে?
ন্যাশনাল কম্পিউটার স্বাক্ষরতা মিশন (National Computer Saksharta Mission) অধীনে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। মূলত চাকরির পরীক্ষার বিভিন্ন সাবজেক্ট জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, অ্যারিথমেটিক, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি পড়ানোর জন্য বিভিন্ন কোচিং সেন্টার গুলোকে প্রশিক্ষকদের নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের অজস্র রেশন কার্ড বাতিল! তালিকা দেখুন ও Ration Card বাঁচাতে চাইলে আজই এই কাজ করুন।
এছাড়াও পুলিশ, আর্মি ইত্যাদি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফিজিক্যাল টেস্টের ট্রেনিং এর জন্য ও ট্রেনারদের নিয়োগ করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। মোট কত গুলো শূন্য পদে নিয়োগ (Teacher Recruitment) করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি এখনো। খুব শীঘ্রই এই নিয়ে পূর্নাঙ্গ বিজ্ঞপ্তি জারি হতে পারে। আর তার আগে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে আপনাদের আগের থেকে জেনে নেওয়া উচিত।
প্রয়োজনীয় যোগ্যতা
- অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- তিনি যে সাবজেক্ট পড়ানোর জন্য আবেদন জানাবেন সেই বিষয়ে দক্ষ হতে হবে।
- আগে এই ধরনের কাজে অভিজ্ঞতা থাকলে তাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া ও বেতন
কোন লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যাচাই করে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে চাকরিতে। যারা এখানে চাকরি পাবেন তাদেরকে আকর্ষণীয় হারে বেতন (Salary) প্রদান করা হবে প্রতি মাসে। এছাড়াও বার্ষিক বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য।
আবার পশ্চিমবঙ্গে নতুন করে অ্যাক্সিস ব্যাংকে চাকরির সুযোগ। সরাসরি কিভাবে আবেদন করবেন?
কিভাবে আবেদন করবেন?
এই চাকরির জন্য যারা আগ্রহী তাদেরকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। এই জন্য একটি কভার লেটার সমেত নিজের বায়োডাটা ইমেইল করে পাঠাতে হবে নিচে দেওয়া ইমেইল আইডিতে। তাহলেই আবেদন সম্পূর্ণ হবে।
Email ID – pragati_berhampur@yahoo.com এই চাকরির জন্য আবেদন জানানো যাবে ২৭ মে ২০২৪ তারিখ পর্যন্ত। আরো নানা রকম খুঁটিনাটি জানতে হলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে সরাসরি জেনে নিতে পারেন। Mobile No – 863733183, 9123906966.
Written by Nabadip Saha.
আরও পড়ুন, আধার কার্ড আপডেট কিভাবে করবেন? আধার কার্ড আপডেট লাস্ট ডেট জেনে নিন