Axis Bank Recruitment 2024 – আবার পশ্চিমবঙ্গে নতুন করে অ্যাক্সিস ব্যাংকে চাকরির সুযোগ। সরাসরি কিভাবে আবেদন করবেন?

অনেকেই রয়েছেন যারা স্বপ্ন দেখেন ব্যাংকে চাকরি করার। আর সেই সুযোগ দিচ্ছে Axis Bank Recruitment 2024 বা অ্যাক্সিস ব্যাংক। একথা সকলেই জানেন যে Axis Bank ভারতের অন্যতম প্রাইভেট সেক্টর ব্যাংক। এবং এই ব্যাংকের পরিষেবা ও সুযোগ সুবিধা এক কোথায় আধুনিক ও সকলের প্রিয়। তাই যারা একটি নির্দিষ্ট স্থায়ী চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। অ্যাক্সিস ব্যাংকে চাকরি পেলে কার্যত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সরকারি চাকরির মতই পাওয়া যায়।

Axis Bank Recruitment 2024

আর এবার একসাথে প্রচুর শূন্যপদে নিয়োগ হবে এই Axis Bank Recruitment 2024 এর মাধ্যমে। আর আজ এই বিপুল সংখ্যক শূন্যপদ নিয়ে অ্যাক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কিভাবে আবেদন করবেন, আবেদনের আগে কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে ইন্টারভিউ দিতে যাবেন, যোগ্যতা, কি কি নথি লাগবে সমস্ত কিছু জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।

এই বিজ্ঞপ্তি অনুসারে Axis Bank এ পুরুষ মহিলা নির্বিশেষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার যে কেউ নিম্নলিখিত পদ গুলিতে নির্দ্বিধায় আবেদন করতে পারবেন। আর বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়াতে কোনও লিখিত পরীক্ষা বা MCQ পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ হবে। তাই অ্যাক্সিস ব্যাংকে চাকরির ইন্টারভিউ কিভাবে হবে, এবং কিভাবে প্রস্তুত হবেন, জেনে নেওয়া জরুরী। এবং Axis Bank Recruitment এর এই পদ গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? আবেদন প্রক্রিয়ায় বা কি হবে? ইত্যাদি বিষয় আবেদন করার আগে বিস্তারিত জেনে নিন।

Axis Bank Recruitment 2024 Apply Online

অ্যাক্সিস ব্যাংক (Axis Bank) এর পক্ষ থেকে জানানো হয়েছে অফিস এক্সিকিউটিভ এবং ব্যাক অফিস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও যোগ্যতা অনুসারে আরও অনেক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে যারা চাকরি খুজছেন তাদের জন্য খুব বেশি কিছু করতে হবে না। নিচে উল্লিখিত মেইল আইডি কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের বায়োডাটা পাঠিয়ে দিলেই আবেদন করা যাবে এই পোস্টে।

How to apply

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য উল্লেখিত ইমেল এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।
এই চাকরিতে ইন্টারভিউ কিভাবে হয়, কিভাবে প্রস্তুতি নেবেন ও কিভাবে আবেদন করবেন জানতে হলে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেনঃ 9038312253 অথবা 8336998030 নম্বরে।
অথবা ইমেইল করুনঃ bank.hrdept@gmail.com.

Axis Bank Recruitment 2024 Vacancy Post

  • Data Entry Operator (DEO).
  • Branch Banking Executive.
  • Customer Service Officer.
  • KYC Varification.

Eligibility, Qualification and Documents

Axis Bank Recruitment চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েট। কম্পিউটারের নলেজ থাকা আবশ্যক।
শূন্যপদ (Vacancy) – ১৩৭ টি শূন্যপদ
বয়সসীমা (Age Limit) – ১৮ বছর থেকে ৩২ বছর
মাসিক বেতন (Salary)- শুরুতে ১২,৩০০/- টাকা থেকে ২৩,৬০০/- টাকা।


ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় নথিপত্র গুলি অবশ্যই নিয়ে যেতে হবে।
Birth Certificate,
Aadhaar Card,
Voter ID Card,
Education Qualification,
Computer Course Certificate,
Biodata.
এই সকল নথি আবশ্যক। এগুলো ছাড়া আবেদন করতে পারবেন না।

Axis Bank Recruitment Interview Timing

জানা যাচ্ছে মুখোমুখি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এখানে প্রশিক্ষণেরও সু বন্দোবস্ত রয়েছে। ইন্টারভিউয়ের দিন অবশ্যই উল্লিখিত ডকুমেন্টস গুলি আনতে হবে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ নেয়া হবে। প্রার্থীকে ফরমাল পোশাকে আসতে হবে। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কোথায় ইন্টারভিউ হবে তা জানতে পূর্বে উল্লেখিত নম্বরে ফোন করতে হবে বা ইমেল করে জেনে নিতে পারবেন।
9038312253 অথবা 8336998030 নম্বরে।

আরও পড়ুন, LIC তে চাকরির বিজ্ঞপ্তি। LIC Assistant পদে 7000 জন কর্মী নিয়োগ।

Axis Bank Recruitment 2024 বা পশ্চিমবঙ্গে অ্যাক্সিস ব্যাংকে চাকরির জন্য আবেদন করার আগে আপনারা আগের থেকে সব কিছু জেনে নিয়ে তবেই আবেদন করবেন। উল্লেখিত সকল নথিপত্র সহযোগে আপনারা আবেদন করুন। যোগ্যতা অনুসারে বেতন এবং নিয়োগের পোস্ট নির্ধারণ করা হবে। EK24 News এই ইন্টারভিউ বা নিয়োগের সঙ্গে সম্পর্কিত নয়। কেন্দ্র সরকারের National Career Service Portal এর বিজ্ঞপ্তি অনুসারে এই প্রতিবেদন বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। চাকরি সংক্রান্ত আরও তথ্য পেতে EK24 News ফলো করুন। এছাড়া আরও চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment