পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সংক্রান্ত (Gram Panchayat Recruitment) বড় আপডেট এসেছে। ২০২৩ ও ২০২৪ সালে যারা রেজিস্ট্রেশন করেছেন বা ২০২৫ সালে গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই প্রতিবেদন।
West Bengal Gram Panchayat Recruitment 2025
২০২৪ সালে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিলো। তবে OBC মামলার জন্য এই প্রক্রিয়ায় আর পরীক্ষা পর্যন্ত এগোয়নি। এরপর ২০২৫ সালের মার্চ মাসে আবার নিয়োগের কথা শোনা যায়। তবে ফের ওবিসি মামলার কারণে সেই নিয়োগ প্রক্রিয়াও পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে পুজোর ছুটির পরই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য ও শূন্যপদের বিবরণ, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি নিয়ে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। তবে অফিসিয়ালি কিছু জানা যায়নি। এখন পর্যন্ত নিয়োগ সংক্রান্ত যে সমস্ত তথ্য সামনে এসেছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
গ্রাম পঞ্চায়েত নিয়োগে শূন্যপদ
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, এই Gram Panchayat Recruitment Vacancy এর নিয়োগ মূলত তিনটি স্তরে হতে পারে।
- গ্রাম পঞ্চায়েতে সম্ভাব্য শূন্যপদ ৬১০২ টি
- পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ ৫৬৪ টি
- জেলা পরিষদে শূন্যপদ ৫৫০ টি
- মোট সম্ভাব্য শূন্যপদ ৬৬৫২ টি
- জেলাভিত্তিক শুন্যপদের সম্ভাব্য তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
বয়সসীমা
- জেনারেল (UR) : ১৮ থেকে ৪০
- OBC প্রার্থী ১৮ থেকে ৪৩
- SC/ST: ১৮ থেকে ৪৫
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বেতন |
| পঞ্চায়েত কর্মী | অষ্টম শ্রেণী পাশ | ১৭০০০ – ৪৩২০০ |
| গ্রূপ ডি | অষ্টম শ্রেণী পাশ | ১৭০০০ – ৪৩২০০ |
| পঞ্চায়েত সমিতি পিয়ন | অষ্টম শ্রেণী পাশ | ১৭০০০ – ৪৩২০০ |
| ক্যাশিয়ার | মাধ্যমিক | ২২৭০০ – ৫৮৫০০ |
| গ্রাম পঞ্চায়েত সহায়ক | মাধ্যমিক পাশ (কমপক্ষে ৫০% নম্বর) | ২১০০০ – ৫৪০০০ |
| একাউন্ট ক্লার্ক | মাধ্যমিক ও কম্পিউটার | ২২৭০০ – ৫৮৫০০ |
| ক্লার্ক কাম টাইপিস্ট | মাধ্যমিক ও কম্পিউটার ও টাইপিং | ২২৭০০ – ৫৮৫০০ |
| ডেটা এন্ট্রি অপারেটর | মাধ্যমিক ও কম্পিউটার ও টাইপিং | ২২৭০০ – ৫৮৫০০ |
| লোয়ার ডিভিশন ক্লার্ক | মাধ্যমিক ও কম্পিউটার ও টাইপিং | ২২৭০০ – ৫৮৫০০ |
| গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি | উচ্চমাধ্যমিক ও কম্পিউটার | ২২৭০০ – ৫৮৫০০ |
| স্টেনোগ্রাফার | স্নাতক ও কম্পিউটারে ডিপ্লোমা | ২৮৯০০ – ৭৪৫০০ |
| এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট | স্নাতক ও কম্পিউটার ডিপ্লোমা | ২৮৯০০ – ৭৪৫০০ |
| পঞ্চায়েত সমিতি একাউন্ট ক্লার্ক | কমার্সে স্নাতক ও কম্পিউটার ডিপ্লোমা | ২৪৭০০ – ৬৩৯০০ |
| নির্মাণ সহায়ক | সিভিল ইঞ্জিনিয়ার | ৩৫৮০০ – ৯২১০০ |
Gram Panchayat Recruitment নির্বাচন পদ্ধতি
শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রধানত ২টি ধাপে প্রার্থী নির্বাচন হতে পারে। লিখিত পরীক্ষায় ৮৫% নম্বর থাকবে এবং ইন্টারভিউতে ১৫% নম্বর থাকবে। কিছু পদের জন্য স্কিল টেস্ট ও কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ এর লিখিত পরীক্ষা MCQ Question এর উপর বেস করে হবে এবং OMR Sheet এ উত্তর দিতে হবে। বাংলা ও ইংরাজি দুটি ভাষায় এই প্রশ্ন হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে। তবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত হবে।
পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন
| পদের নাম | লিখিত পরীক্ষা | স্কিল টেস্ট | ইন্টারভিউ | মোট |
| পঞ্চায়েত কর্মী | ৪৩ | ৭ | ৫০ | |
| গ্রূপ ডি | ৪৩ | ৭ | ৫০ | |
| পঞ্চায়েত সমিতি পিয়ন | ৪৩ | ৭ | ৫০ | |
| ক্যাশিয়ার | ৮৫ | ১৫ | ১০০ | |
| গ্রাম পঞ্চায়েত সহায়ক | ৮৫ | ১৫ | ১০০ | |
| একাউন্ট ক্লার্ক | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| ক্লার্ক কাম টাইপিস্ট | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| ডেটা এন্ট্রি অপারেটর | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| লোয়ার ডিভিশন ক্লার্ক | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| স্টেনোগ্রাফার | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| পঞ্চায়েত সমিতি একাউন্ট ক্লার্ক | ৮৫ | ৫ | ১০ | ১০০ |
| নির্মাণ সহায়ক | ৮৫ | ১৫ | ১০০ |
গ্রাম পঞ্চায়েত সিলেবাস
Gram Panchayat Recruitment পরীক্ষা সাধারণত ৪টি বিষয়ের উপর প্রশ্ন হবে। ইংরাজি, বাংলা, গতিত ও সাধারণ জ্ঞান বা GK. তবে এই GK এর মধ্যেই সাম্প্রতিক ঘটনা, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপর প্রশ্ন হতে পারে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ এর ক্ষেত্রে ৫০ ও ১০০ মার্কের ভিত্তিতে প্রশ্ন হবে।
আরও পড়ুন, বেকার ছেলেমেয়েদের টাকা দিচ্ছে সরকার। এইভাবে আবেদন করুন।
গ্রাম পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে?
২০২৩ সালে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ (Gram Panchayat Recruitment) নিয়ে ঘোষণা হওয়ার পর ২০২৪ সালে রেজিস্ট্রেশন হয়েছে। তবে ওবিসি মামলার কারণে এই নিয়োগ আটকে যায়। এবার জানা যাচ্ছে পুজোর পরই নিয়োগ হতে পারে। তবে অফিসিয়াল কোনও খবর এখনও পাওয়া যায়নি। যতটা তথ্য পাওয়া গেছে, সমস্তটাই সামাজিক মাধ্যম, কয়েকটি বিশ্বস্ত কোচিং সেন্টার ও একাধিক সংবাদ মাধ্যমের ভিত্তিতে। তবে যারা এই পরীক্ষার প্রস্তুতি নিতে চান তারা পড়াশোনা শুরু করতেই পারেন। তবে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। নিয়মিত আপডেট পেতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন, ঘরে বসে এই কাজ করে টাকা রোজগার করুন। সম্পূর্ণ পদ্ধতি দেখে নিন
