পড়ুয়াদের জন্য একটি মন ভালো করা ঘোষণা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার শুরু করেছে আরো একটি স্কলারশিপের (NSDL Scholarship) আবেদন প্রক্রিয়া। এখানে আবেদন করলেই নগদ ৩ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ থাকছে পড়ুয়াদের হাতে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে যে কোন উচ্চ শিক্ষার শিক্ষার্থী এখানে আবেদন করে টাকা পেতে পারেন। কি যোগ্যতায় আবেদন করা যাবে? কিভাবে আবেদন করবেন? ইত্যাদি জেনে নিন সবিস্তারে।
NSDL Scholarship Online Apply Process.
ভারত সরকারের প্রদত্ত স্কলারশিপ গুলির (Scholarship Scholar) মধ্যে একটি উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় শিক্ষা সহযোগী স্কলারশিপ। কেন্দ্রীয় সংস্থা National Security Depository Limited (NSDL) মারফত এই স্কলারশিপটি (NSDL Scholarship) পরিচালিত হয়। এটি কেন্দ্রের e-Governance প্রোগ্রামের অন্তর্ভুক্ত। যে সকল ছেলে মেয়েরা টাকার অভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর বাধ্য হয়ে পড়া শোনা ছেড়ে দেয়, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্যই এই স্কলারশিপের সূচনা।
প্রতিবছর এই NSDL Scholarship টাকা পেয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী উপকৃত হয়। এই বছরও এই সবে এর আবেদন শুরু হয়েছে। আবেদন করার আগে জেনে নিন স্কলারশিপের খুঁটিনাটি। আর এই স্কলারশিপের আবেদন সম্পর্কে আগের থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা আবেদন করুন। আর এই সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় আজই জেনে নিন।
NSDL Scholarship Apply Qualification
- এখানে আবেদনের জন্য একজন প্রার্থীকে সরকার স্বীকৃত কোন স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।
- যে কোন উচ্চশিক্ষার প্রার্থী সমানভাবে আবেদনের যোগ্য।
- নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে ছাত্র ছাত্রীদের।
- এখানে আবেদনকারী সকল প্রার্থীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকার নিচে।
- এই নিয়ম পালন করলে তবেই তারা এর সুবিধা পাবেন।
How Much Money You Will Get In NSDL Scholarship
১. অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হয় ২৫০০ টাকা।
২. মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় ৩০০০ টাকা।
৩. একাদশ এবং উচ্চ মাধ্যমিক পাশেদের দেওয়া হয় ৩৫০০ টাকা।
৪. যেকোনো UG কোর্স যেমন BA, B,Sc, B. Com, BBA, BMS (Post Matric Scholarship) ইত্যাদিতে পড়ুয়াদের দেওয়া হয় ১২০০০ টাকা বৃত্তি।
৪. আর PG কোর্স যেমন MA, M. Sc, M. Com, MBA এর শিক্ষার্থীদের দেওয়া হয় ১২০০০ টাকা।
NSDL Scholarship Apply Important Documents
১. আধার কার্ড, ভোটার কার্ড।
২. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
৩. একটি ইনকাম সার্টিফিকেট।
৪. সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৫. রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৬. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
৭. জাতিগত শংসাপত্র।
৮. দরকার হলে আরও কোন নথি আপনার কাছ থেকে চাওয়া হতে পারে।
NSDL Scholarship Online Apply Process
১. প্রথমে Vidyasaarathi এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. তারপর নতুন হলে New Registration ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে লাগবে ফোন নাম্বার, ইমেইল আইডি, নিজের নাম এবং একটি পাসওয়ার্ড।
৩. এরপর Apply বাটনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে স্কলারশিপের জন্য।
৪. সবশেষে উপরের সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
৫. প্রয়োজনে প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশনের একটি করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন।
দুর্দান্ত স্কলারশিপ শুরু হল পড়ুয়াদের জন্য। প্রতিমাসে 7800 টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে।
NSDL Scholarship Apply Last Date
এই NSDL Scholarship জন্য আবেদনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য Vidysarathi অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। অন্যান্য কোনো বিষয়ে কারোর যদি কোয়্যারি থাকে, তো বিদ্যাসারথীর অফিসিয়াল ইমেইল আইডি vidyasaarathi@proteantech.in তে Email করতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই আবেদন শীঘ্রই করে ফেলুন।
Written by Nabadip Saha.
হোলি উপলক্ষে পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ শুরু। কারা পাবে? কিভাবে আবেদন করবেন?