Vehicle Insurance: ২৫ শতাংশ লাফিয়ে বাড়ছে বাইক ও গাড়ি ইন্সুরেন্স এর খরচ। নতুন ও পুরনো গাড়ি চালকদের মাথায় হাত

গাড়ি বা বাইক চালকদের জন্য এবার বিরাট বড় ধাক্কা! বাড়তে চলেছে যেকোনো গাড়ি ইন্সুরেন্স প্রিমিয়াম (Vehicle Insurance Premium). এরপরে এক ধাক্কায় খরচ বেড়ে যাবে দ্বিগুণ বা তিনগুণের সমান। মোটর ভেহিকেল আইন (Motor Vehicle Act) অনুসারে, প্রত্যেকটি গাড়ি বা বাইকের ফাস্ট পার্টি বা থার্ড পার্টি ইন্সুরেন্স (Car Insurance) থাকা বাধ্যতামূলক। যার ফলে গাড়ি বা বাইক থাকলেই গুনতে হবে বর্ধিত প্রিমিয়াম (Car Insurance Premium) এর টাকা। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই ২০ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে ইন্সুরেন্স এর প্রিমিয়াম। বিস্তারিত জেনে নিন এখনই।

Motor Vehicle Insurance Premium Hike

মোটর ভেহিকেল আইন (Motor Vehicle Act) অনুসারে, প্রত্যেকটি গাড়ি বা বাইকের ইন্সুরেন্স থাকা বাধ্যতামূলক। এরপরে ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম (Insurance Renewal) বৃদ্ধি পেলে কোনভাবেই গাড়ির মালিকরা এড়িয়ে যেতে পারবেন না। সম্প্রতি আইআরডিএআই (IRDAI) এর তরফে গাড়ি এবং বাইক সব ক্ষেত্রেই থার্ড পার্টি প্রিমিয়াম বাড়িয়ে দেওয়ার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে এক ধাক্কায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে গাড়ি ইন্সুরেন্স প্রিমিয়াম। কিন্তু হঠাৎ করে কেন এমন প্রিমিয়াম বাড়ানো হচ্ছে?

গাড়ি ইন্সুরেন্স প্রিমিয়াম কেন বানানো হচ্ছে? 🧐

সম্প্রতি যেকোনো গাড়ি বা বাইক মেন্টেন করার খরচ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গাড়ির পার্টস এর দাম ও প্রচুর বেড়েছে। যার জেরে এবারে বাড়তে চলেছে টু হুইলার বা ফোর হুইলারের ইনসিওরেন্সের খরচও। রিপোর্ট জানাচ্ছে, ২০২১ সালের পর থেকে মোটর ভেহিকেল ইন্স্যুরেন্সের (Motor Vehicle Insurance Renewal) কোন খরচ বাড়েনি। অথচ এই সময়ের মধ্যে বেড়ে গিয়েছে দুর্ঘটনার মাত্রা। যার ফলে সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে ইন্সুরেন্স ক্লেমের হার এবং বীমা সংস্থাগুলির খরচ।

আরও পড়ুন, কম দামে ইন্সুরেন্স ও লোন দিচ্ছে এই সরকারি ব্যাংক।

গাড়ির ইন্সুরেন্সের সাথে অনেক সময় হাসপাতালের খরচও বহন করতে হয়। এখানে থাকে একাধিক অতিরিক্ত খরচ। এরপরে স্বাভাবিকভাবেই, বীমা সংস্থা (Insurance Company) গুলির খরচ পরিকল্পনার তুলনায় অনেক বেশি হারে বেড়ে গিয়েছে।

বিভিন্ন রিপোর্ট থেকে এই বিষয়ে স্পষ্ট ধারণা করা যাচ্ছে যে, গোটা দেশজুড়ে মূল্যবৃদ্ধি ৬ থেকে ৭ শতাংশ হারে বৃদ্ধি পেলেও চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ ১৩ থেকে ১৪ শতাংশ। এর ফলে বীমা সংস্থাগুলির কাছে প্রিমিয়াম বাড়ানো ছাড়া আর কোন উপায় বর্তমানে নেই। এই কারণেই বাড়তে পারে সমস্ত গাড়ির খরচ।

গাড়ি, বাইক ও মোবাইলে দুর্দান্ত ডিস্কাউন্ট চলছে এখানে।

কবে থেকে এই প্রস্তাব লাগু হতে পারে?

দেশের সমস্ত ধরনের গাড়ি অর্থাৎ দুই চাকা (Two Wheeler Bike Insurance) এবং চার চাকা (Four Wheeler Car Insurance) গাড়ির ক্ষেত্রে এই নিয়ম লাগু হতে পারে। যেখানে একেবারে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ইন্সুরেন্স প্রিমিয়ামের খরচ বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এই প্রস্তাব যদি অ্যাপ্রুভ করা হয়, তাহলে এই বছর আগষ্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই গাড়ির খরচ বেড়ে যেতে পারে গাড়ির বিমার খরচ।

সাধারণ মানুষের উপর প্রভাব

গাড়ি ইন্সুরেন্স এর প্রিমিয়াম বৃদ্ধি পাওয়ায় সমস্ত গাড়ির খরচ বেড়ে যাবে। যার ফলে মধ্যবিত্তের পকেটে চাপ পড়বে। সূত্রের খবর অনুয়ায়ী, আগস্ট থেকে এই খরচ বাড়তে পারে।

শেয়ার করুন: Sharing is Caring!