ব্যাপক সাফল্যে ব্যাপক ভিড়, করোনা উপেক্ষা করে রাত থেকে দুয়ারে সরকার এর ক্যাম্পের সামনে লাইন দিচ্ছেন মানুষ। ভিড়ের চাপে রাজ্যের একাধিক জেলায় পদপিষ্ট হয়েছেন মানুষ। মানা হচ্ছে না কোভিড প্রটোকল। বারবার নির্দেশ দেওয়ার পরও কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য না করেই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন ৮ দিনে দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন ছাড়িয়েছে কোটির গন্ডি। তবে ব্যাপক সাফল্যে ব্যাপক ভিড় দেখা দিয়েছে জায়গায় জায়গায়। বীরভূম থেকে হাওড়া,মালদহ সব জায়গাতেই সামনে এসেছে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা। রাজ্যের মুখ্যসচিব এর আগেও কড়া বার্তা দিয়েছেন, ফের গতকাল নবান্নতে দুয়ারে সরকার শিবিরের পর্যালোচনা বৈঠক বসে। সেখানেই জেলায় জেলায় ভিড়ের ছবি তুলে ধরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার প্রতি জেলায় ২ থেকে ৪ গুন বাড়ানো হবে শিবির সংখ্যা। শহরের ক্ষেত্রে বুথ ভিত্তিক কাউন্টার করার কথাও বলা হয়েছে।