মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় ৭০ টির উপর জনমুখি নতুন প্রকল্প চালু করে ফেলেছে। রাজ্যের কোটি কোটি মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধে পেয়ে চলেছেন। আবার নতুন প্রকল্পের মাধ্যমে মেয়ে ও মহিলাদের স্বাবলম্বী করে রোজগারের সুযোগ করে দিলো পশ্চিমবঙ্গ সরকার।
ভোটব্যাঙ্ক ভরতে রাজ্যের মহিলাদেরকেই বেশি প্রাধান্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বলছেন স্বয়ং নিন্দুকেরা। আর প্রমান স্বরুপ দেখিয়েছেন, ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। আর সেই সুবিধা পাচ্ছেন কোটি কোটি মহিলারা। নিন্দুকেরা যাই বলুক, নগদ টাকা কিম্বা সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ।
এই প্রকল্পের আওয়ায় মহিলারা মাসে ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১০০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা পান। কিন্তু বর্তমানে বাজার অগ্নি মূল্য, তাই ৫০০- ১০০০ টাকায় কিছুই হয় না প্রায়। সেই কথা চিন্তা করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন।
স্বনির্ভর বাংলা নতুন প্রকল্প
এবার লক্ষীর ভান্ডারের পাশাপাশি আরও একধাপ এগিয়ে রাজ্যের প্রান্তিক মহিলাদের ঘরে বসে সহজ পদ্ধতিতে আয়ের পথ সুগম করতে উদ্যোগী হল রাজ্য সরকার । এই নতুন প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলাদের স্বনির্ভর করে তোলা। গ্রামীণ সমস্ত বিবাহিত এবং অবিবাহিত মহিলারা যারা কোনো চাকরি বা কাজের সঙ্গে যুক্ত নন, তারা সরকারের এই নতুন উদ্যোগে সামিল হবার জন্য উপযুক্ত। কি এই নতুন প্রকল্প, কিভাবে আবেদন করবেন, জেনে নিন।
নতুন প্রকল্পের লক্ষ্যঃ
মূলত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পাবেন বিনামুল্যে প্রশিক্ষণের সুযোগ। পাশাপাশি প্রশিক্ষণ শেষে ওই প্রশিক্ষিত মহিলাকে মজুরির বিনিময়ে কাজের সুযোগ করে দেবে সরকারই । পশ্চিমবঙ্গ সরকারের রেশম খাদি এবং পল্লী শিল্প সমিতির উদ্যোগে রাজ্যের গ্রামীণ বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা চরকার মাধ্যমে মসলিন সুতো কাটা থেকে শুরু করে বস্ত্র তৈরীর প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণরত মহিলাকে মজুরি বাবদ লাচ্ছি পিছু ৯ টাকা ৩০ পয়সা করে দেওয়া হবে সরকারি তরফে । এছাড়াও প্রশিক্ষণ শেষে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের অধীনে একাধিক কর্ম সংস্থানের সুযোগ পাবেন প্রশিক্ষিত মহিলারা। আর কেউ যদি বাড়িতে বসে কাজ করতে চান, তবে সেই সুবিধাও পাবেন। অর্থাৎ ঘর ও বাচ্চা সামলানোর পাশাপাশি বাংলার মায়েরা রোজগারের সুযোগ পাবেন।
এই যোজনায় পরিবারে সকলে পাবে ৬ হাজার টাকা, কিভাবে আবেদন করবেন জানুন।
এই প্রকল্পে আবেদনের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যেমন:
১. আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে।
৩. আবেদনকারী মহিলাকে সম্পূর্ণ বেকার হতে হবে।
আরও পড়ুন, রাজ্যের মহিলাদের সাবলম্বী করতে রাজ্য সরকারের আরেকটি নয়া প্রকল্প।
৪. পারিবারিক আয় বেশ কম হতে হবে।
৫. স্থানীয় পঞ্চায়েত অথবা ব্লক অফিস থেকে প্রকল্পের আবেদন পত্র সংগ্রহ করতে হবে ।
৬. আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী মহিলাকে প্রশিক্ষণের জন্য ডেকে নেওয়া হবে । তাহলে আর দেরী না করে সত্ত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী ব্লক অফিস বা পঞ্চায়েতে।
Written by Antara Banerjee.
ফোন ধরলেই একাউন্ট ফাঁকা, ব্যাংক জালিয়াতির নতুন ফাঁদ, সতর্ক করলো RBI.