Cash Withdrawal Limit – ব্যাঙ্ক থেকে টাকা তোলায়, নিষেধাজ্ঞা আপনার অ্যাকাউন্ট নেই তো, সেই ব্যাঙ্কে?
মানুষের আয় থেকে ব্যায়ের পর যতটা বেঁচে থাকে, সেই টাকাটা ভবিষ্যতের জন্য সঞ্চয় (Cash Withdrawal Limit) করে থাকেন। আর সঞ্চয়ের জন্য মানুষ প্রথমে ব্যাংককেই বেছে নেয়। আর ধীরে ধীরে ব্যাংকে টাকা রাখা আরও কঠিন হয়ে উঠেছে। সেই সাথে গ্রাহকের নিজের সঞ্চয়ের টাকাও নিজের ইচ্ছেমতো তোলায় সীমা বেঁধে দিচ্ছে সরকার।
ভারতের চারটি ব্যাংকের ক্ষেত্রে Cash Withdrawal Limit নিয়ে নতুন নিয়ম কার্যকরী করা হয়েছে। ব্যাঙ্ক থেকে ১ টাকাও তোলা যাবে না, এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নেই তো! ব্যাঙ্কের নাম ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড। কড়া নিয়ম কার্যকরী করা হয়েছে RBI এর তরফ থেকে।
গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এর অধীনে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে বিভিন্ন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। যদিও ভারতের সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে এই নিয়মগুলির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিবর্তন (Cash Withdrawal Limit) করা হয়ে থাকে RBI এর তরফে।
তেমনভাবেই এবারে চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে RBI এর পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ম কার্যকরী করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের মতে এই নিয়মগুলির জন্য সুবিধার চেয়ে বেশি অসুবিধাই হতে চলেছে সাধারণ মানুষের। আজ আমরা আলোচনা করতে চলেছি, কোন কোন ব্যাংকের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হবে, কি কি নতুন নিয়ম কার্যকরী করা হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি-
কোন কোন ব্যাংকে এই নতুন নিয়ম চালু করা হবে:-
দিনের পর দিন সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমাগত মূল্যবৃদ্ধি বাড়ছে। দু’বছর ধরে করোনার জেরে ভারতজুড়ে লকডাউনের ভারতের অর্থনৈতিক পরিস্থিতির রীতিমতো টালমাটাল অবস্থা। এরূপ অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলো যাতে ডুবে না যায় তাই RBI এর তরফে চারটি ব্যাংকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই
চারটি ব্যাংক হলো:-
১. সাইবাবা জনতা সহকারী ব্যাংক।
২. দ্য সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
৩. সিউড়ি কো-অপারেটিভ ব্যাংক।
৪. বাহরাইচের ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
এছাড়াও Cash Withdrawal Limit এর এই তালিকায় রয়েছে মনসুখ মন্দাবিয়া ব্যাংক, বাবা রামদেব কো-অপারেটিভ ব্যাংক এবং উত্তরপ্রদেশের বিজানরে অবস্থিত ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
কোন নতুন নিয়ম জারি করা হয়েছে এই ব্যাংকগুলোর ওপর:-
এই চারটি ব্যাংকে যে সকল গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে এবার থেকে সেই সকল গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে খানিকটা হলেও সমস্যার সম্মুখীন হতে হবে।
RBI এর নতুন নিয়ম অনুসারে, সাইবাবা জনতা সহকারী ব্যাংক থেকে গ্রাহকরা একেবারে ২০ হাজার টাকার বেশি অংকের টাকা (Cash Withdrawal Limit) তুলতে পারবেন না।
রেশন কার্ড থাকলেও, এই কাজ না করলে, পাবেন না বিনামূল্যে চাল, গম।
অন্যদিকে দ্য সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর ক্ষেত্রে RBI এর নিয়ম অনুসারে গ্রাহকরা একেবারে ৫০ হাজার টাকার বেশি অঙ্কের টাকা তুলতে পারবেন না।
এছাড়াও তালিকায় যে ব্যাংকগুলি রয়েছে অর্থাৎ সিউড়ি কো-অপারেটিভ ব্যাংক, বাহরাইচের ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের, মনসুখ মন্দাবিয়া ব্যাংক, বাবা রামদেব কো-অপারেটিভ ব্যাংক এর ক্ষেত্রেও গ্রাহকরা RBI এর নিয়ম অনুসারে ১০ হাজার টাকার বেশি তুলতে (Cash Withdrawal Limit) পারবেন না।
অন্যদিকে ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে আরও কড়া নিয়ম কার্যকরী করা হয়েছে। এই ব্যাংকের গ্রাহকরা বর্তমানে ১ টাকাও তুলতে পারবেন এই ব্যাংক থেকে।
এই সমস্ত ব্যাংকগুলোর ওপর ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট এর অধীনে, আগামী ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সমবায় ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পৃথক একটি বিবৃতি জারি করার কথা ঘোষণা করা হয়েছে RBI এর পক্ষ থেকে।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট (Cash Withdrawal Limit) পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নতুন নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহিত করুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
“ব্যাংকে লিংক নেই, পরে আসুন” অজুহাত দিলেই চাকরী যাবে ব্যাংক কর্মীর, কড়া নির্দেশ রিজার্ভ ব্যাংকের।