Madhyamik Result 2022 – এবছর মাধ্যমিকে পাশ নম্বর কত, কত নম্বর পেলে কোন গ্রেড ও ডিভিশন।

WB Madhyamik Result 2022 – কত পেলে কেমন গ্রেড, জানালো পর্ষদ

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ থেকে এবং চলেছিল ১৬ মার্চ পর্যন্ত (Madhyamik Result 2022). গত বছর অর্থাৎ ২০২১ সালে অতিমারীর বাড়বাড়ন্তের ফলে নেওয়া যায়নি মাধ্যমিক পরীক্ষা। এবছর অতিমারীর গ্রাফ একটু নামতেই নেওয়া হয়েছে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা। প্রতিবছরই মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। সুতরাং বোঝাই যাচ্ছে, ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি ছিল। এ বছর মাধ্যমিকে এবার ১৪৩৫ টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার ছিল। সাব ভেন্যু ছিল ২৭৫৯ টি। অর্থাৎ সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪ টি কেন্দ্রে আয়োজন করা হয় পরীক্ষার। Madhyamik Result 2022

এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, “গত বছর পরীক্ষা হয়নি। এনরোলমেন্ট হয়ে গিয়েছিল। এবার প্রায় ৫০ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে।” মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে প্রকাশ হয় ফলাফল। যেহেতু এটি জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে ফলাফল নিয়ে চাপা উদ্বেগ কাজ করে প্রায় সকল পরীক্ষার্থীর মধ্যে।

তবে অনেকেই এখনো পর্যন্ত নিশ্চিত নন ঠিক কত করে নম্বর পেলে পাশ করা যাবে প্রতিটি বিষয়ে।
পরীক্ষার মোট নম্বর: মোট ৭০০ নম্বরে নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষা।
পরীক্ষা কয়টি ভাগে ভাগ করা হয়: ২ টি। একটি হলো লিখিত, অপরটি হল মৌখিক পরীক্ষা।

পাশের জন্য প্রয়োজনীয় নম্বর: লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ১০০ নম্বর করে নেওয়া হয় প্রতিটি বিষয়ের পরীক্ষা। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ২৫ নম্বর পেতে হবে একজন পরীক্ষার্থীকে। Madhyamik Result 2022
শতাংশের ভিত্তিতে পাশ: প্রতিটি বিষয়ে ২৫ শতাংশ নম্বর পেলে তবেই করা যাবে পাস।

এবার দেখে নেওয়া যাক ডিভিশন অনুযায়ী কত নম্বর পেতে হয়।
১) ফার্স্ট ডিভিশন: ৭০০ এর মধ্যে ৪২০ নম্বর।
২) সেকেন্ড ডিভিশন: ৭০০ এর মধ্যে ৩০০ নম্বর।
৩) থার্ড ডিভিশন: ৭০০ এর মধ্যে ২১২ নম্বর।
Madhyamik Result 2022

এবার দেখে নেয়া যাক গ্রেট সিস্টেম অনুযায়ী কিভাবে দেওয়া হয় মাধ্যমিকের নম্বর:
১) মোট প্রাপ্ত নম্বর ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে হলে Remarks হয় Outstanding এবং গ্রেড হয় AA.
২) মোট প্রাপ্ত নম্বর ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে হলে Remarks হয় Excellent এবং গ্রেড হয় A+.
৩) মোট প্রাপ্ত নম্বর ৬০ থেকে ৬৯ শতাংশের মধ্যে হলে Remarks হয় Very Good এবং গ্রেড হয় A.
Madhyamik Result 2022

৪) মোট প্রাপ্ত নম্বর ৪৫ থেকে ৫৯ শতাংশের মধ্যে হলে Remarks হয় Good এবং গ্রেড হয় B+.
৫) মোট প্রাপ্ত নম্বর ৩৫ থেকে ৪৪ শতাংশের মধ্যে হলে Remarks হয় Satisfactory এবং গ্রেড হয় B.
৬) মোট প্রাপ্ত নম্বর ২৫ থেকে ৩৪ শতাংশের মধ্যে হলে Remarks হয় Marginal এবং গ্রেড হয় C.
৭) মোট প্রাপ্ত নম্বর ২৫ এর নিচে হলে Remarks হয় Disqualified এবং গ্রেড হয় D.

রেজাল্ট রিভিউ: পরীক্ষার্থীরা মোট প্রাপ্ত নম্বরের সন্তুষ্ট না হলে অবশ্যই খাতা পুনরায় দেখার জন্য আবেদন জানাতে পারেন।
১) সেক্ষেত্রে কম্পালসারি দুটি বিষয়ে ন্যূনতম C গ্রেড পেতে হবে।
২) এক্ষেত্রে পরীক্ষার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে সাথে রিভিউ করার ফি ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে জমা করতে হবে। Madhyamik Result 2022

৩) রিভিউ করার অ্যাপ্লিকেশনটি যদি অপূর্ণ থাকে অথবা কোন ভুল-ভ্রান্তি থাকে তবে পর্ষদ থেকে সেটি বাতিল হতে পারে।
৪) এই অ্যাপ্লিকেশনগুলি ঠিক থাকে সেগুলির পরবর্তী ফলাফল কিছুদিনের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা চেক করে নিতে পারেন। Madhyamik Result 2022
এইভাবে মেনে চলা হয় খাতা রিভিউয়ের সম্পূর্ণ প্রক্রিয়া।

এই বছর মাধ্যমিকে সবাই পাশ? এই মুহূর্তের বড় আপডেট।

যেহেতু আগের বছর পরীক্ষা হয়নি এবং এবছর অতিমারি আবহে স্কুলে ক্লাস করানো ছাড়াই নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে সঠিক প্রস্তুতি ছাড়াই অনেক পরীক্ষার্থী দিয়েছেন পরীক্ষা। তেমনি পরীক্ষকও অনেক খাতা চেক করার সময় দেখতে পেয়েছেন অনেক ভুল-ভ্রান্তি। Madhyamik Result 2022

তবে যেহেতু ক্লাস ঠিক করে করানো সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিভাবে নম্বর প্রদান করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন পরীক্ষার্থী অভিভাবক থেকে শুরু করে সকল সাধারণ মানুষ। অনেকেই চাইছেন যেহেতু ক্লাস হয়নি তাই সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক। এ বিষয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। এ বিষয়ে আরো জানতে EK24 News এর সঙ্গে থাকতে ভুলবেন না।
Written by Manisha Basak.

Scholarship 2022 – মেধাবীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে এল আরো একটি স্কলারশিপ, New Scholarship

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment