RBI Suspended Bank – নিয়ম না মানায় ২টি ব্যাংক বন্ধ ও ৮টি ব্যাংককে জরিমানা করলো RBI, গ্রাহকের টাকা ঝাড়।

RBI Suspended Bank – ভারতের দশটি ব্যাঙ্কের উপর আসছে নির্দেশিকা, দেখে নিন তালিকা।

পেটিএমের পর এবার দেশের একাধিক সরকারি ব্যাঙ্কের উপর নামতে চলেছে আরবিআই এর কোপ (RBI Suspended Bank)। নিয়ম না মানায়, রিজার্ভ ব্যাংক এর আগে একাধিক নামি ব্যাঙ্ক বন্ধ করেছে। আর এবার একসাথে ১০টি ব্যাংকের উপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়ে দিলো।

এবারের নির্দেশিকাতে থাকা ব্যাঙ্ক গুলোর মধ্যে আপনার অ্যাকাউন্ট নেই তো! দেশের একাধিক রাজ্যের কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর আসতে চলেছে নির্দেশিকা (RBI Suspended Bank)। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মণিপুর, গুজরাট, হিমাচল ও উত্তরপ্রদেশের আটটি কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর ১২ লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে। যার ফলে এই ব্যাঙ্কগুলির সহকারীর ব্যাঙ্কগুলোকেও জরিমানা করেছে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বারাসাতের নবপল্লী সহকারী ব্যাঙ্ক (Nabapalli cooperative Bank) কে এই ব্যাঙ্কগুলির মধ্যে সবথেকে বেশি জরিমানা করেছে। বাকি রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশের জেলা সহকারী কেন্দ্রীয় ব্যাঙ্ক (jila sahakari Kendriya Bank maryadit),

মণিপুরের মণিপুর মহিলা সহকারী ব্যাঙ্ক(Manipur women’s cooperative bank), উত্তরপ্রদেশের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্ক (United India Co-Operative Bank)।

হিমাচলপ্রদেশের বঘাট আর্বান কো-অপারেটিভ (Baghat Urban Co-operative Bank) আর গুজরাটের নবনির্মাণ সহকারী ব্যাঙ্ককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ব্যাঙ্কগুলির প্রত্যেকেই একই জরিমানা করেছে।

আরও পড়ুন, ৩১শে মার্চের মধ্যে ব্যাংকে গিয়ে এই কাজটি করতে হবে, নইলে একাউন্ড ফ্রিজ হবে

Faiz Marcentile Co-operative ব্যাঙ্ককে সবথেকে কম জরিমানা (RBI Suspended Bank) করেছে। ঐ ব্যাঙ্কের কর্মকর্তা তার আত্মীয়কে লোন দেওয়ায় ২৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। কিছুদিন আগেই বেসরকারি ব্যাংক পেটিএম এর ক্ষেত্রে, বলা হয় নতুন কেউ আর অ্যাকাউন্ট খুলতে পারবেনা। আপনি দেখে নিন এখানে কোথাও আপনার বিনিয়োগ নেই তো!

এবার প্রশ্ন হচ্ছে, এত ব্যাংক বন্ধ হলে গ্রাহকের টাকার কি হবে? রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে আপনার যত টাকাই থাক না কেন, সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়ার আবেদন করতে পারেন।

তাই সাধারন মানুষ কে সাবধানে এবং ভেবে চিন্তে টাকা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনার কি মত? নিচে কমেন্ট করে জানাতে পারেন।

মাথায় হাত মধ্যবিত্তের, পহেলা এপ্রিল থেকে পোষ্ট অফিসে লেনদেনে দিতে হবে চার্জ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment