Madhyamik Exam 2022 – মাধ্যমিক পরীক্ষার এক দিন আগে পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা পর্ষদের।

Madhyamik Exam 2022 – মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা।

নির্ধারিত সূচী মেনেই আগামী সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)। দুপুর বারোটা থেকে তিনটে অবধি পরীক্ষা হবে। আর মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একগুচ্ছ নিয়ম জারি করলো। এক নজরে দেখে নেওয়া যাক, কি কি মেনে চলতে হবে।

পরীক্ষা শুরুর সাথে সাথে কেই বাথরুমে যেতে পারবে না। দুপুর ১টা ৪৫ এর পর পরীক্ষার্থীরা বাথরুমে যেতে পারবে। তবে একই সাথে একই হলের দুই জন একসাথে বাইরে যেতে পারবে না। একজন হলে ঢোকার পর অন্য জন বাথরুমে যেতে পারবে।

শুধুমাত্র (Madhyamik Exam 2022) প্রথমদিন অভিভাবক পরীক্ষার হলে বসিয়ে দিয়ে আসতে পারবে। অন্য দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ব্যাতীত অন্য কেউ ঢুকতে পারবে না। পরীক্ষা শেষ হলেও অবিভাবকেরা স্কুলের ভেতরে ঢুকতে পারবেন না।

কেউ চাইলে ১ ঘন্টা ৪৫ মিনিট পর খাতা জমা দিতে পারবে । কিন্তু তাকে প্রশ্নপত্র দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ে পরীক্ষা (Madhyamik Exam 2022) শেষ হওয়ার পর তাকে প্রশ্নপত্র দেওয়া হবে। পরীক্ষা শেষ হওয়ার আধঘণ্টা আগে জানালা বন্ধ করে খাতা জমা নিতে হবে।

কোনো শিক্ষকের ছেলেমেয়ে বা আত্মীয় পরীক্ষার্থী হলেও তাকে স্কুলে আসতে হবে, কিন্তু তিনি পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেনা। অর্থাৎ তিনি কোনও পরীক্ষার (Madhyamik Exam 2022) ডিউটি দিতে পারবেন না।

প্রত্যেকটি ভাষার উত্তরপত্রের জন্য আলাদা আলাদা রংয়ের প্যাকেট হবে। ইংরাজীর জন্য সবুজ, নেপালীর জন্য লাল, ওড়িয়ার কমলা, ঊর্দুর মেরুন ও হিন্দির খাতা নীল রংয়ের প্যাকেটে। Madhyamik Exam 2022

প্রত্যেকটা জেলার সুবিধার্থে রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিকে ২৪টি এলাকায় ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগে একজন করে কনভেনর থাকেন সাধারণভাবে। এছাড়াও যেভাবে সেন্টার ইনচার্জ, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, পর্ষদ প্রতিনিধিরা থাকবেন। শুধুমাত্র এই পদাধিকারীরাই ফোন রাখতে পারবেন।

মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

অন্য কোনও শিক্ষক পরীক্ষা চলাকালীন ফোন ব্যাবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর আগেই ফোন জমা দিতে হবে। প্রশাসন ঠিক করেছে পার্শ্বশিক্ষক, ও চুক্তিভিত্তিক শিক্ষকরা পরীক্ষার (Madhyamik Exam 2022) ডিউটি দেবেন না।

সঠিকভাবে অ্যাডমিট দেখে রোল এবং রেজিস্ট্রেশনের নাম্বার, পরীক্ষার্থীর সমস্ত ডিটেলস লিখতে হবে এবং পরীক্ষক চেক করে তারপর স্বাক্ষর করবেন। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট অতিরিক্ত সময় দিতে হবে। পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে নিয়ে ঢুকতে পারবেনা।

শিক্ষকেরাও পরীক্ষার হলে কোনও রকম ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিতে পারবেন না। আর এবার পরীক্ষা নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে প্রশাসন। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে একাধিক ব্যাবস্থা করেছে শিক্ষা দপ্তর। পরবর্তী আপডেট আসছে।

আরও পড়ুন, রিচার্জের দাম কমালো জিও, কত রিচার্জ করতে হবে দেখুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment