Minimum Balance in Savings Account – দ্বিগুন হারে বেড়ে গেলো ব্যাংকের খরচ।
প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম (Minimum Balance in Savings Account)। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রোল ও গ্যাসের দাম। আর ঠিক তার উল্টো দিকে ছুটছে কর্মসংস্থান। সাধারন মানুষের রুজি রোজগার কমে গেছে। তার মধ্য দিয়ে কিছু টাকা জমিয়ে একটা ব্যাংক একাউন্ট খুলেছেন অনেকেই।
কারন গ্যাসের ভর্তুকির টাকা, সন্তানের স্কলারশীপের টাকা, কিম্বা লক্ষ্মীর ভাণ্ডারের হাত খরচের টাকা সেই তো ব্যাঙ্কেই ঢুকবে। তাই ব্যাঙ্ক একাউন্ট না থাকলে চলবে কি করে! কিন্তু রান্নাঘরের জিনিসপত্রের দাম বাড়ার সাথে তাল মিলিয়ে এবার ব্যাংক একাউন্টেও মূল্যবৃদ্ধির ছোয়া (Minimum Balance in Savings Account)।
এবার থেকে ব্যাংক একাউন্ট চালু রাখতে হলে এবার থেকে গুনতে হবে আরো বেশি টাকা। নইলে একাউন্টে যা আছে তা ও চলে যাবে। নিম্ন ও মধ্যবিত্তের মাথায় হাত। আগামী ১৫ই জানুয়ারী থেকে ব্যাংকের নয়া নিয়ম, এবার থেকে সেভিংস একাউন্টে মিনিমাম ৩০০০ টাকা রাখতে হবে। কারেন্ট একাউন্টে ১০০০০ টাকা রাখতে হবে। নইলে জরিমানা হবে। আগে জরিমানার পরিমান যা ছিলো তা ও দ্বিগুন বাড়িয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, খরচ বেড়েছে আরো কয়েকটি পরিষেবার ক্ষেত্রে (Minimum Balance in Savings Account)।
Minimum Balance in Pnb Savings Account:
গত দুদিন আগে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আগামী ১৫ই জানুয়ারী থেকে, গ্রামাঞ্চলের সেভিংস একাউন্টে কমপক্ষে ২০০০ টাকা এবং শহর অঞ্চলের সেভিংস একাউন্টে কমপক্ষে ৩০০০ টাকা রাখতে হবে। এবং কারেন্ট একাউন্টে কমপক্ষে ১০০০০ টাকা রাখতে হবে। নইলে প্রতি মাসে ৪০০ টাকা করে জরিমানা নেওয়া হবে (Minimum Balance in Savings Account)।
এছাড়াও বেড়েছে লকার চালানোর খরচ। ব্যাংকের তরফ থেকে জানানো হয়ছে, পিএনবি আগে যেখানে ফ্রিতে লকার ভিজিট করতে দিত বছরে ১৫ বার ,সেটি এখন ১৫ জানুয়ারির পর থেকে কমে হচ্ছে বছরে শুধুমাত্র ১২ বার । এবং আগেই যে নিয়ম ছিল নিয়মের থেকে ডিজিট বেশি হলে প্রত্যেক বার ১০০ টাকা করে লাগবে সেটি এখনও রয়েছে অর্থাৎ এখন ১৬ তম বার এর পরিবর্তে ১৩ তম বার থেকেই লকার ভিজিটের জন্য গ্রাহককে গুনতে হবে অতিরিক্ত খরচ (Minimum Balance in Savings Account)।
এছাড়াও ছোট আকারের লকারের জন্য গ্রামীণ এলাকায় আগে দিতে হত এক হাজার টাকা সেটি এবার থেকে দিতে হবে ১,২৫০ টাকা ৷ শহরাঞ্চলের ব্যাংকের ছোট লকারের জন্য দিতে হবে ২,০০০ টাকা (১,৫০০ টাকা থেকে বাড়িয়ে এই মূল্য ধার্য করা হয়েছে)৷ গ্রামীণ এলাকায় মাঝারি সাইজের লকারের জন্য ২ হাজার টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা হয়েছে৷ শহরাঞ্চলের ব্যাংকের ক্ষেত্রে এই লকারের চার্জ করা হয়েছে ৩,০০০ টাকা৷ (Minimum Balance in Savings Account)
অন্যদিকে কারেন্ট অ্যাকাউন্ট খোলার ১৪ দিন অথবা ১ বছরের মধ্যে বন্ধ করতে গেলে ৮০০ টাকা পর্যন্ত শুল্ক দিতে হবে৷ এছাড়াও পয়লা ফেব্রুয়ারি থেকে কোনও কিস্তির টাকা যথার্থ ফান্ড না থাকার কারণে কাটা না গেলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে৷ (Minimum Balance in Savings Account)
অর্থাৎ আপনার যদি অটোমেটিক ডেবিট সিস্টেম চালু থেকে, জমন লোন কিম্বা বাজাজ ফিনান্সের তাহলে যেদিন টাকা কাটার দিন, সেদিন ব্যালান্স না থাকলেও এবার থেকে বেশি করে ফাইন দিতে হবে। বর্তমানে এর জন্য ১০০ টাকা দিতে হয়৷ নতুন নিয়মে ২৫০ টাকা লাগবে। কেউ ডিমান্ড ড্রাফ্ট ক্যানসেল করলে ১৫০ টাকা বাড়তি শুল্ক দিতে হবে ৷ বর্তমানে দিতে হয় ১০০ টাকা (Minimum Balance in Savings Account)৷
অর্থাৎ সব দিক থেকে খরচ বাড়িয়ে দিলো এই ব্যাংক। এবং শোনা যাচ্ছে প্রতেকটি ব্যাংক এই পথে হেটে পরিষেবার খরচ বাড়াতে চলেছে। আপনাদের কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন। (Minimum Balance in Savings Account)