অনেক দাবীদাওয়া এবং অনেক অপেক্ষার পর দীর্ঘ কুড়ি মাস পর রাজ্যে খুলেছে স্কুল (School Reopen)। যদিও নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হলেও আগামী মাস থেকে সমস্ত ক্লাস চালু করার চিন্তাভাবনা রয়েছে শিক্ষা দপ্তরের। এবং সেই মতে প্রাইমারী ও আপার প্রাইমারী স্কুলে স্যানিটাইজেশন এবং বাকী প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২রা জানুয়ারী থেকে ক্লাস চালু করার সিক্ষান্ত ও নেওয়া হয়েছে একপ্রকার। কিন্তু স্কুল খোলার পর ও উপস্থিতি সন্তোষজনক নয়। আর এতদিনে তার কয়েকটি কারন খুজে পেল প্রশাসন। তার জেরেই করা নির্দেশ এলো শিক্ষা দপ্তর থেকে।
রিপোর্ট বলছে, দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় উপস্থিতির হার স্বাভাবিক করানোর জন্য যথেষ্ট বেগ পেতে হচ্ছে, শিক্ষক তথা প্রশাসনের। অনেক স্কুলে শিক্ষকেরাই বাড়ী বাড়ী গিয়ে পড়ুয়াদের স্কুলে ফেরাতে চেষ্টা করছেন। অন্যদিকে আরেকটি তথ্য সামনে এসেছে যে, স্কুল টাইমে টিউশনি পড়ছে একটা বড় অংশের পড়ুয়া। যার জেরেও স্কুলে আসছে না পড়ুয়াদের একাংশ।School Reopen
সংবাদসুত্রে জানা গেছে, এই খবর পেতেই নড়েচরে বসলো প্রশাসন। শিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, স্কুল টাইমে টিউশনি পড়ানো যাবে না। বরং পড়ুয়াদের স্কুলে যেতে উৎসাহ দিতে বলা হচ্ছে গৃহশিক্ষকদের। ক্যালকাটা নিউজের একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে স্কুল টাইমে অনেক পড়ুয়ারাই টিউশনিতে যাচ্ছে।(School Reopen)
আরও পড়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাজেশন ডাউনলোড লিঙ্ক, ক্লিক করুন
স্কুল টাইমে টিউশনি পড়লে কার্যত স্কুলে আসার একপ্রকার অনীহা তৈরি হচ্ছে পড়ুয়াদের। এই ব্যাপারে একটি লিখিত অর্ডার ও প্রকাশ করা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে। বিস্তারিত আপডেট আসছে।School Reopen