Top Headlines Today

চাঁদে জলের অস্তিত্ব, চন্দ্রযান-2 চাঁদে হাইড্রোক্সিল ও জলের অনুর সন্ধান দিলো। প্রকাশিত হলো WBMSC শিক্ষক নিয়োগের ফলাফল। মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্পের আওতায় এবার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র গুলো। বৈদ্যুতিক টু হুইলারে এবার লাগবে না রোড পারমিট, চিন্তাভাবনা চলছে। রাজ্যের কোভিড বিধি 30 আগস্ট পর্যন্ত বাড়লো, সূত্র নবান্ন। আধারকার্ড সংশোধনের জন্য মেগা সেন্টার খুলতে চলেছে কলকাতা পুরসভায়। আগামী দুদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আত্মনির্ভর বঙ্গ: এবার থেকে শুধুমাত্র রাজ্যের তৈরী কাপড়েই পড়ুয়াদের স্কুল ড্রেস দেবে রাজ্য। রাজ্যে রাত 11 থেকে নাইট কার্ফু জারি। মহরমের ছুটি 20 আগস্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment