গত পরশু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) সময়সূচী প্রকাশ করেছে, এবং তার সাথে উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল (WBCHSE) ও উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষার সূচী প্রকাশ করেছে। সিদ্ধান্ত হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে নিজের স্কুলে এবং মাধ্যমিক পরীক্ষা হবে বরাবরের মতো অন্য স্কুলে। আর এক রাজ্যে দুই নিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে খোদ রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসস।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি স্কুলশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও দপ্তরের সচিবকে চিঠি পাঠিয়ে বলেছেন, কোভিড এখনও পুরোপুরি নির্মূল হয়নি। এই কারণে উচ্চমাধ্যমিকের মতো মাধ্যমিকও হোম সেন্টারেই নেওয়া হোক।
প্রধান শিক্ষকদের সংগঠনের দাবি, পর্ষদ এবং সংসদ এই রকম পরিস্থিতিতে দু’রকম পদ্ধতি অবলম্বন করতে পারে না। তাঁদের প্রশ্ন, হোম সেন্টারে সংসদ পরীক্ষা নিতে পারলে পর্ষদ কেন পারবে না। সংসদ স্কুলগুলোর উপর উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়া বা না নেওয়ার বিষয়টি ছেড়ে দিলেও পর্ষদ মাধ্যমিক টেস্ট নেওয়ার কথা বলেছে, একই রাজ্যে দুই নিয়ম কার্যত অমূলক।
উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর নম্বর বিভাজন দেখুন
Must Read, ছুটির মধ্যেই শিক্ষকদের স্কুলে আসার নির্দেশ
অন্যদিকে অভিভাবকদের মতে উচ্চমাধ্যমিকের চেয়ে মাধ্যমিকের পড়ুয়া বেশি এবং তারা অপেক্ষাকৃত কম বয়সি। তাই এই পরিস্থিতিতে তাদের ও বাড়ির কাছে সেন্টার করা জরুরী। অনেক গ্রামাঞ্চলে কয়েক কিলোমিটার দূরে পরীক্ষার হল পড়ে, কিন্তু নিজের স্কুলে পরীক্ষা হলে সেটা বাড়ির কাছেই হবে। অতিমারী আবহে অনেক দূর পাবলিক যানবাহনে পরীক্ষা দিতে যাওয়া অপেক্ষাকৃত বেশি রিস্কের। একই সাথে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা ও চাইছে পরীক্ষা হোক নিজের স্কুলে।
অন্যদিকে শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে অধিকাংশ পড়ুয়ারা যখন চাইছেন মাধ্যমিক পরীক্ষা হোক নিজের স্কুলে, এই বিষয়ে পুনঃবিবেচনা করুক বোর্ড এবং দ্রুত সেই সিদ্ধান্ত ও জানিয়ে দিক। আপনাদের কি মনে হয়, মাধ্যমিক পরীক্ষা কি নিজের স্কুলে হওয়া উচিত? নিচে স্ক্রোল করে কমেন্ট করে জানাতে পারেন।
আরো পড়ুন, পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা