Post Office Recruitment – নতুন করে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ।

মাধ্যমিক পাশে কোনো সরকারি চাকরি খুঁজছেন? তবে Post Office Recruitment বা পোস্ট অফিসে চাকরির সুযোগ পেতে চলেছেন সকলে। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ (India Post Department) ঘোষণা করেছে একাধিক শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করার কথা। যে কোনো মাধ্যমিক পাস বেকার নারী অথবা পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এখানে। নিয়োগ পাওয়া প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে নিজের জেলাতেই কাজের জন্য।

New Post Office Recruitment 2024.

সঙ্গে তারা পাবেন মাসিক মোটা বেতন, বোনাস, ও অন্যান্য সুবিধা। এত ভালো সুযোগ হাত ছাড়া করা কোন ভাবে উচিত কাজ হবে না। এখনই বিস্তারিত ভাবে জেনে আবেদন করে ফেলুন। আর এখনকার দিনে অনেকেই সরকারি চাকরির (Government Job) খোঁজ করেন, তারা এই Post Office Recruitment বা পোস্ট অফিসে চাকরির জন্য সকল তথ্য জেনে নিয়ে আবেদন করতে পারবেন।

Post Office Recruitment Vacancy

ভারতীয় ডাক বিভাগ গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের (Group D Post Office Recruitment) জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করছে। নন গেজেটেড স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। General, OBC, ST, SC প্রভৃতির জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। মোট ৫ টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে এখানে। 05 সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন (Post Office Recruitment Official Notification).

Post Office Recruitment Posting Area And Age

জম্মু ও কাশ্মীর সার্কেলের ৫ টি ডিভিশন শ্রীনগর, উধমপুর, বারামুল্লা, রাজৌরি এবং লাদাখ এর কয়েকটি পোস্ট অফিসের জন্য এই নিয়োগ প্রক্রিয়া করা হবে। সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সে বিশেষ ছাড় আছে। আর আগামীদিনে দেশের বাকি রাজ্য থেকেও এই নিয়োগ করা হবে বলে মনে করছেন অনেকে। OBC – 18 to 30 Years, SC, ST, PWD – 18 to 32 Years.

Post Office Recruitment Apply Qualification

১. সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার হতে হবে।
২. অবশ্যই চার চাকার হালকা ও ভারী গাড়ি চালাতে জানতে হবে।
৩. প্রার্থীদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং সমস্ত হতে হবে।
৪. মোটর মেকানিজমের জ্ঞান মানে প্রার্থীকে গাড়ির ছোটখাটো ত্রুটি সনাক্ত করতে এবং সংশোধন করতে সক্ষম হতে হবে।
৫. হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ার হিসেবে পূর্বে কাজ করে থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

Post Office Recruitment Apply Process

১. অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র টিকে প্রিন্ট করে নিন।
২. নিম্নলিখিত ডকুমেন্ট গুলির এক কপি করে জেরক্স করিয়ে নিন।
৩. নিজের হাতে সঠিক ভাবে আবেদনপত্র পূরণ করুন।
৪. আবেদনপত্রে ছবি হট গান এবং তার নিচে সিগনেচার করুন।

৫. প্রতিটি জেরক্স এর উপর একটি করে সেলফ অ্যাটেস্টেড করুন।
৬. আবেদন মূল্য হিসেবে একটি ১০০ টাকার চেক বা ডিমান্ড ড্রাফ্ট রেডি করে রাখুন।
৭. আবেদনপত্র, আবেদন মূল্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এক সঙ্গে একটি খামে ভড়ুন।
৮. অফিসিয়াল ঠিকানায় পাঠিয়ে দিন। খামের উপর উল্লেখ করে দেবেন যে পদের জন্য আবেদন করছেন তার নাম।

Post Office Recruitment Documents

১. এক কপি রঙিন এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ও সাথে নিজের সিগনেচার।
২. ফটো আইডি প্রুফ হিসেবে Aadhaar Card, Voter ID Card, Passport, Driving License ইত্যাদি।
৩. সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র সমূহ।
৪. আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

৫. জাতি গত শংসাপত্র (Caste Certificate).
৬. বয়সের প্রমানপত্র (Birth Certificate).
৭. গাড়ি চালানোর অভিজ্ঞতার প্রমাণ।
৭. পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ।

Civic Volunteer Recruitment (সিভিক ভলান্টিয়ার নিয়োগ)

Post Office Recruitment Selection Process

এখানে Post Office Recruitment জন্য কোন রকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। যারা আবেদনপত্র পাঠাবেন তাদেরকে ডাকা হবে ট্রেড টেস্ট, স্কিল টেস্ট, ড্রাইভিং টেস্টের জন্য। এই বিভাগে একটি নির্দিষ্ট পূর্ণমান থাকবে। প্রার্থীদের দক্ষতা অনুযায়ী তার মধ্যে নম্বর দেওয়া হবে। যারা যারা কোয়ালিফাইং নম্বর পাবেন তাদের হাতে উঠবে নিয়োগপত্র।

পশ্চিমবঙ্গে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। আকর্ষণীয় বেতন সঙ্গে সরকারি সুবিধা।

Post Office Recruitment Salary And Apply Last Date

প্রথমে কর্মীদের বেতন দেওয়া হবে ৫২০০ টাকা থেকে। পরে বাড়তে বাড়তে তা ২০০০০ টাকায় গিয়ে দাঁড়াবে। এক্ষেত্রে স্থায়ী পদেই চাকরি পাবেন প্রার্থীরা। তাই বেতন ছাড়াও বোনাস, DA, PF, Pension, Gratuity সহ অন্যান্য সুযোগ সুবিধা লাভ করবেন তারা। আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ১৭ ই ফেব্রুয়ারি ২০২৪ থেকে। এটি চলতে থাকবে আগামী ১৯ মার্চ ২০২৪ পর্যন্ত।
Written by Nabadip Saha.

দ্বিগুণ মুনাফা হবে বাড়িতে বসে। চাকরি খোঁজার দিন শেষ!

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment