Bandhan Bank Loan – বন্ধন ব্যাংক লোন নিয়ে সুখবর। লোনের কিস্তির টাকা নিয়ে চিন্তার দিন শেষ।

আপনার কি টাকার দরকার? লোন নিতে চান? তবে জেনে রাখুন একটি সুখবর। Bandhan Bank Loan নিয়ে এসেছে আপনাদের জন্য এক দারুণ সুযোগ। সম্প্রতি বন্ধন ব্যাংক এর তরফে লোন নিলেই তার গ্রাহকদের দেওয়া হচ্ছে বিরাট অফার। সুদের হার থেকে শুরু করে টাকা পরিশোধের মেয়াদ এবং লোনের অন্যান্য টার্ম ও কন্ডিশনস এখন অনেক সহজতর করেছে এই ব্যাংক। যার কারণে বর্তমানে মালামাল হয়ে যাচ্ছেন বন্ধন ব্যাংকের একাউন্ট (Bandhan Bank Account) হোল্ডাররা।

Instant Online Bandhan Bank Loan Apply.

Bandhan Bank Loan এর জন্য আপনাকে ব্যাংকে গিয়ে লাইন দিতে হচ্ছে না। ঘরে বসে অনলাইনে আবেদন (Online Loan Apply) করুন এই লোনের। মাত্র ৫ মিনিটেই স্যাংশন হয়ে যাবে লোন আর সেই সঙ্গে পাবেন অনেক রকমের সুবিধাও। তাহলে আর কিসের অপেক্ষা করছেন? যদি আপনার বন্ধন ব্যাংকে একাউন্ট থাকে তবে এখনই এই অনলাইন লোনের (Online Bandhan Bank Loan) জন্য আবেদন করুন, আর পান ডবল লাভ।

Bandhan Bank Loan

দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট ব্যাংক হল বন্ধন ব্যাংক। এই ব্যাংক তার বিভিন্ন গ্রাহকদের জন্য এখনো অনেক রকম সুযোগ সুবিধা চালু করেছে। তার মধ্যেই একটি উল্লেখযোগ্য হল এই বন্ধন ব্যাংক অনলাইন লোন (Bandhan Bank Loan). এই লোনটি (Personal Loan) যে কোন প্রয়োজনে নেওয়া যেতে পারে, পড়াশোনা, বিবাহ, গাড়ি কেনা, চাকরি, ব্যবসা শুরু করা বা আগের ব্যবসা বাড়ানো এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রয়োজনে।

মাত্র ৫ মিনিটের মধ্যে পাওয়া যায় বন্ধন ব্যাংক এর এই অনলাইন লোন (Bandhan Bank Loan In Just 5 Minutes). তাই জরুরী ভিত্তিতে যদি আপনার টাকার দরকার হয় তাহলে সেরা অপশন হতে পারে এটি। আর এখনকার দিনে সকল মানুষেরা বড় কোন খরচা করতে হলে সকলেই ঋণ নিয়ে থাকেন। আর এই সকল মানুষদের Bandhan Bank Loan সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া উচিত।

Bandhan Bank Loan Interest Rate

যদি আপনি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ (Personal Loan) দেন, তবে মাসিক ১৫.৯০ শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে। ১২ মাস থেকে ৩৬ মাসের মেয়াদে এই লোন শোধ করতে হয়। বাড়ি তৈরির লোন এবং বিবাহ লোন নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ ১২ শতাংশ। তবে এক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে ১৫ বছর পর্যন্ত করা হয়েছে এখন। ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ Processing Fees সহ GST দিতে হয় গ্রাহকদের।

Online Bandhan Bank Loan Benefits

১. এই লোন পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে ব্যাংকে লাইন দিতে হবে না। ঘরে বসেই অনলাইনে আবেদন করুন আর পেয়ে যান লোন।
২. Bandhan Bank Loan জন্য আবেদন করতে গেলে কোনো কোল্যাটেরাল লাগেনা।
৩. আবেদন করার মাত্র দুদিনের মধ্যে লোন পাস (Loan) করিয়ে আপনার একাউন্টে টাকা ঢুকিয়ে দেবে ব্যাংক।
৪. সুবিধা অনুযায়ী গ্রাহকরা এই অনলাইন লোন সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত মেয়াদে পরিশোধ করার সুযোগ পান।
৫. বিপদে আপদে বা অন্যান্য জরুরি প্রয়োজনে নগদ 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মেলে এখান থেকে।

Who Will Get Bandhan Bank Loan

১. বেকার যুবক, যুবতী, গৃহবধূ, ছোট বা মাঝারি ব্যবসায়ী সকলেই পেতে পারেন এই লোন।
২. কেবল বন্ধন ব্যাংক গ্ৰাহকরাই এর সুবিধা পাবেন।
৩. ঋন গ্রহীতার অবশ্যই কোনো একটি স্থায়ী রোজগারের উৎস থাকতে হবে।
৪. ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে থাকা গ্রাহক রাই এই লোনের আবেদন করতে পারেন।

Bandhan Bank Loan Apply Documents

১. Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License এর মধ্যে যে কোন একটি ফটো আইডেন্টিটি প্রুভ।
২. স্থায়ী ঠিকানার প্রমাণ।
৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. বন্ধন ব্যাংকের পাসবুকের (Bandhan Bank Passbook) প্রথম পাতার কপি।
৫. কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
৬. গত ২ বছরের আয়কর ফাইলের (Income Tax File) রশিদ।

How To Apply Online Bandhan Bank Loan

১. বন্ধন ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটটি www.bandhanbank.com ওপেন করুন।
২. হোম পেজের উপরের দিকে লেফট কর্নারে থ্রি লাইন চিহ্নে ক্লিক করতে হবে। দুটি অপশন আসবে Personal ও Business লোন। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি নির্বাচন করুন।
৩. যদি Personal Loan নির্বাচন করেন, তবে আরও কতক গুলি অপশন আসবে যেমন Home Loan , Car Loan, Gold Loan, Education Loan ইত্যাদি। যে কোন একটি বাছুন।

Savings Account - সেভিংস একাউন্ট

৪. এরপর লোনের আবেদনপত্র স্ক্রিনে আসবে।
৫. এখানে আপনাকে কিছু জিনিস নির্বাচন করতে হবে যেমন, নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি।
৬. Bandhan Bank Loan আবেদনের কাজ শেষ। Submit বাটনে ক্লিক করে আবেদন পত্র পাঠিয়ে দিন।
৭. কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটি কল আসবে বন্ধন ব্যাংকের থেকে।

বাড়ি বানানোর জন্য 30 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। আধার কার্ড থাকলে আবেদন করুন। EMI কত?

এই কলে আপনার ব্যক্তিগত ও লোন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হবে। সে গুলি সঠিকভাবে উত্তর দিন। যদি আপনি যোগ্য হন, তবেই এই Bandhan Bank Loan স্যাংশন হবে। এরপরেও যদি কোন বিষয় সন্দেহ থাকে বা কোন প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তবে নিচের হেল্পলাইন মারফত ব্যাংকের কাছ থেকে তা খোঁজ নিয়ে নিন। Toll Free No – 1800 258 8181. Email ID – customercare@bandhanbank.com. Address – DN 32, Sector V, Salt Lake City, Kolkata 700091.
Written by Nabadip Saha.

মাত্র 1000 টাকা জমিয়ে কোটিপতি হবেন আপনি। সঠিক জায়গায় বিনিয়োগ করলেই পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment