RBI Rules – আইন ভঙ্গের অভিযোগে ৫ টি ব্যাংক কে কড়া শাস্তি। লেনদেন বন্ধ। মহা চিন্তায় কোটি গ্রাহক।

রিজার্ভ ব্যাংকের নিয়ম বা RBI Rules না মানায়, RBI এর আর্থিক জরিমানার শিকার কিছু ব্যাংক। যার ফলে প্রচুর গ্রাহকেরা হতে পারেন বিপদের সম্মুখীন। এমনটাই আশংকা করছেন একাধিক মহল থেকে। কোন কোন ব্যাঙ্ক নিয়ম মানে নি, কি কারনে এই জরিমানা। এর প্রভাবে ব্যাংকের কি ক্ষতি হতে পারে। সর্বোপরি গ্রাহকের জমানো টাকার উপর কোনও প্রভাব পড়বে কিনা, একনজরে দেখে নিন।

5 Bank were punished for not obeying RBI rules or law.

RBI এর আর্থিক জরিমানার শিকার হল চারটি সমবায় ব্যাঙ্ক (Co-operative bank) এবং একটি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (Non Banking Finiancial Company). এই প্রতিটি ব্যাংকেই মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানা গেছে ।

কোন কোন ব্যাঙ্ক কে জরিমানা করা হলো?

এই সমবায় ব্যাঙ্কগুলি হলঃ
নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড,
মেহসানা আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড,
সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড,
পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড।

আর নন ব্যাংকিং প্রতিষ্ঠানটি (NBFC) হলো স্যাপারস ফিনান্স অ্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড।

কি কারনে এই জরিমানা?

উল্লেখ্য ,UCB তে জালিয়াতি, মনিটরিং এবং রিপোর্টিং মেকানিজমের পরিবর্তন’ এবং ‘রক্ষণাবেক্ষণ’ সংক্রান্ত বিষয়ে রিজার্ভ ব্যাংকের এর কোন নির্দেশিকা তথা RBI Rules না মানার জন্য নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৪৮.৩০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

কত টাকা জরিমানা করা হয়েছে?

এর পাশাপাশি, ‘ডিপোজিটে সুদের হার’ এর উপর রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বা RBI Rules না মানায় মেহসানা আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকেও ছেড়ে দেয়া হয়নি । তাদেরকেও ১৫ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ব্যাঙ্ক এমন সব ট্রাস্টের সেভিংস অ্যাকাউন্ট খুলেছে যাঁদের কোনভাবেই আয় আয়কর আইন ১৯৬১ (Income Tax Rules 1961) এর অধীনে আয়কর প্রদান থেকে ছাড় দেওয়া হয়নি।

সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড রিজার্ভ ব্যাঙ্কের ‘বোর্ড অফ ডিরেক্টরস UCB এর নির্দেশিকা না মানায় তাদেরকেও ২ লাখ টাকার জরিমানার মুখে পড়তে হয়েছে ।
অন্যদিকে, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেডকে খুব সামান্য হলেও ২৫ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ‘বোর্ড অফ ডিরেক্টরস – ইউসিবি’ সংক্রান্ত নির্দেশিকা এবং RBI Rules না মানার জন্যই এই জরিমানা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, JIO Phone – মাত্র ১২৫ টাকায় 5G মোবাইল ফোন দিচ্ছে Jio. দুর্দান্ত ফিচার্সের সঙ্গে আরও আকর্ষণীয় অফার।

পাশাপাশি Reserve Bank of India তথা দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড ,ব্যাঙ্কিং নিয়মের (RBI Rules on Banking) বিপরীতে গিয়ে পরিচালকদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের ঋণের পরিমাণ বাড়িয়েছে।

আরও পড়ুন, রাতারাতি কোটিপতি হতে চান! তাহলে আজই জেনে নিন লটারি জেতার গোপন কিছু ট্রিক্স।

অধিগ্রহণ বা হস্তান্তরের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের ‘পূর্বানুমোদন পাওয়ার প্রয়োজনীয়তা’ সংক্রান্ত নির্দেশিকা না মানার জন্য নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান স্যাপারস ফিনান্স অ্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

গ্রাহকের টাকার কি হবে?

ব্যাংক গুলির বিরুদ্ধে RBI শুধু যে এই অভিযোগ এনেছে তা কিন্তু নয়। প্রযোজ্য রিটার্ন সংক্রান্ত নির্দেশিকাও আরবিআই- তে জমা বলেও জানা গেছে। তবে ব্যাংক গুলিকে আর্থিক জরিমানা করা হলেও এই আর্থিক জরিমানার কারণে গ্রাহকদের কোনও অসুবিধার মুখে পড়তে হবে না বলে আশ্বস্ত করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এর তরফ থেকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment