শিক্ষার্থীরা দেশের ও দশের ভবিষ্যৎ এই জন্য তাদের পড়াশুনার জন্য রাজ্য সরকারের তরফে একাধিক সরকারি স্কলারশিপ বা আর্থিক বৃত্তি প্রদান করা হয়। আজকের এই প্রতিবেদনে এমন কিছু সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি। যেখানে আবেদন করলেই আপনি পড়াশোনার খরচ পেতে পারেন।
এইটা শাশ্বত সত্য যে বর্তমানের যুগে টাকা পয়সা ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। অনেক সময় অসীম মেধা থাকা সত্ত্বেও টাকার অভাবে অনেককে পড়াশুনা মাঝ পথেই ছেড়ে দিতে হয় এবং দেশের ভবিষ্যতেরা অশিক্ষার গভীর সাগরে তলিয়ে যাচ্ছে, এই কারণের জন্যই রাজ্য সরকারের তরফে এই সকল সরকারি স্কলারশিপ এর ঘোষণা করা হয়েছিল।
পশ্চিমবঙ্গের সেরা ৫ সরকারি স্কলারশিপ ২০২৩
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
রাজ্য সরকারের উদ্যোগে সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য এই সরকারি স্কলারশিপ প্রোগ্রাম শুরু করা হয়েছিল। এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের উচ্চমাধ্যমিক থেকে গবেষণাস্তর পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়ে থাকে। আবেদনকারীকে এই আবেদন করার সময় কিছু নির্দিষ্ট শর্ত অবশ্যই মেনে চলতে হবে। আপনি যেই বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত সেখান থেকেই এই আবেদন আপনি করতে পারবেন। প্রতিমাসে এর মাধ্যমে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। সময়ের সাথে এই বৃত্তির পরিমাণ কম বা বেশি হতে পারে। আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপ
এই স্কলারশিপে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে রাজ্যের সকল দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার জন্য মাসিক আর্থিক সাহায্য প্রদান করা হয়। মাধ্যমিক পরীক্ষার পর থেকে উচ্চমাধ্যমিক ও কলেজের পরীক্ষা পর্যন্ত আবেদন করা যাবে। এই আবেদনের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট নাম্বার পেতে হবে। অনেকে বিভ্রান্ত হওয়ার আগে জানিয়ে রাখি যে, উত্তরকন্যা স্কলারশিপ উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য এবং নবান্ন স্কলারশিপ দক্ষিণবঙ্গের পড়ুয়াদের জন্য। কিন্তু নাম আলাদা হলেও এটি একই স্কলারশিপ। এর অন্তর্গত এককালীন ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। আবেদনের সময় ও কোর্সের ওপর এই আর্থিক সাহায্যের পরিমাণ কোন বা বেশি হতে পারে। নিজেদের বিদ্যালয়ে গিয়ে আপনারা এই আবেদন করতে পারবেন।
ঐক্যশ্রী স্কলারশিপ
এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য। এই সরকারি স্কলারশিপে আবেদনের জন্যও সকল উত্তীর্ণ আবেদনকারী পড়ুয়াদের কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে। এই ঐক্যশ্রী (Aikyashree Scholarship) মাধ্যমে ১,১০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত সকল পড়ুয়ারা পাবে। রাজ্যের সকল সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবে। কিন্তু এই স্কলারশিপে আবেদনের আগে সকলকে মনে রাখতে হবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজারের বেশী হলে চলবে না।
ওয়েসিস স্কলারশিপ
পশ্চিমবঙ্গের সকল SC, ST, OBC পড়ুয়াদের জন্য ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship) এর সুবিধা করা হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ নয় প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আপনারা এর মাধ্যমে ১২ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই স্কলারশিপ সমাজে পিছিয়ে পরা মানুষদের জন্য নিয়ে এসেছে যার মাধ্যমে তারা শিক্ষার মূল স্রোতে ফিরে আসতে পারে।
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল
এটি একটি কেন্দ্রীয় সরকারি (Government Of India) অধীনস্থ স্কলারশিপ পোর্টাল, NVP (National Scholarship Portal) এর মাধ্যমে আপনারা নিজেদের যোগ্যতা ও শ্রেণী অনুসারে বিভিন্ন আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। যেমন – সক্ষম, প্রগতি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, মেরিট কাম মিনস এই সকল কিছুর জন্য আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষের কম হতে হবে এবং বার্ষিক পরীক্ষায় কম করে ৬০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।