স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হলো, ফ্রেশ ও রিনিউয়ালের জন্য কি কি করতে হবে জেনে নিন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SVMCM স্কলারশিপে কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত জেনে নিন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SVMCM Scholarship একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করা হয়। এবার যারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে এই স্কলারশিপ এর জন্য আবেদন করবেন বা যারা ফের রিনিউয়াল এপ্লিকেশন করবেন, তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেই বিষয়েই বিস্তারিত জানানো হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে:

পশ্চিমবঙ্গের স্কুল কলেজের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন। মূলত আর্থিক কারনে যেন পড়াশোনার ক্ষতি না হয়, তার জন্যই প্রতি বছর এই স্কলারশিপ পড়ুয়াদের দেওয়া হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডকুমেন্ট

SVMCM Scholarship 2023 Status

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) এর জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের কি কি ডকুমেন্টস অনলাইনে লাগছে:

১. পূর্বের পরীক্ষার মার্কশিট:
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট PDF করে আপলোড করতে হবে।

২. নির্দিষ্ট কোর্সে ভর্তির রশিদ:
যে স্কুল বা কলেজে ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়েছে, তার প্রমাণস্বরূপ অ্যাডমিশন বা ফি পেমেন্টের কোনো রশিদ আপলোড করতে হবে।

৩. ব্যাংক ডিটেইলস:
যেহেতু ব্যাংক একাউন্টে স্কলারশিপ এর টাকা আসবে, তাই ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টের পাসবুকের প্রথম পেজ আপলোড করতে হবে। এর সঙ্গে ব্যাংক একাউন্টের তথ্য, নাম, IFSC, A/C No., MICR Code ফরম ফিলাপের সময় দিতে হবে।

৪. Income Certificate:
পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে। তার প্রমাণ হিসেবে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। SVMCM পোর্টালের ফর্ম‍্যাট অনুযায়ী প্রিন্ট করে সেটি ফিলাপ করে আপলোড করতে হবে।

পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে Joint BDO পদমর্যাদার উপরে কোনো সরকারি কর্মকর্তা বা অফিসারের দ্বারা সার্টিফিকেট নিতে হবে।
কর্পোরেশন/ পুরসভার Deputy Commissioner/Group A Gazetted Officer দ্বারা সার্টিফিকেট নিতে হবে।

৫. আবেদন ফরম ফিলাপ করার সময় আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড লাগবে।
৬. ছাত্র-ছাত্রীর মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক। Scholarship-এর Status Approval এবং অন্যান্য সময় লগইন করার জন্য মোবাইল নম্বর লাগবে। এছাড়াও নিজস্ব ইমেল আইডি ফরম ফিলাপের রেজিস্ট্রেশন এর সময় দিতে হবে।
৭. আবেদনের ফরম ফিলাপের সময় পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপলোড করতে হবে। ছাত্র-ছাত্রীর সই স্ক্যান করে আপলোড করতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল

যারা SVMCM- এর জন্য Application করবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে:
১. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় ৬০ নম্বর পেয়েছেন কিনা তার জন্য মার্কশিট আপলোড করতে হবে। (কলেজের ক্ষেত্রে ২ সেমিস্টারের মার্কশিট)
২. স্কুল বা কলেজে ভর্তির সময় টাকা পেমেন্টের রশিদ আপলোড করতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর renual application এর জন্য পড়ুয়ারা পোর্টালে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সমস্ত ডকুমেন্ট দেখে নিতে পারবে। ব্যাংক একাউন্টের নম্বর পরিবর্তন করতে চাইলে অনলাইন আবেদনের ক্ষেত্রে সেটাও করা সম্ভব হবে। তার জন্য আলাদা করে কিছু আপলোড করতে হবে না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment