দেশের সমস্ত সাধারণ মানুষকে ব্যাংকমুখী করতে সেভিংস একাউন্টে সমস্ত সরকারি ব্যাংকের সেভিংস একাউন্ট নিয়ে (Zero Balance Savings Account) ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI এর নতুন উদ্যোগ। বেসিক সেভিংস অ্যাকাউন্টে পাবেন বিনামূল্যে প্রচুর সুবিধা। যা এই প্রথম সমস্ত গ্রাহকদের দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI), সাধারণ মানুষকে ব্যাংকিংয়ের প্রতি উৎসাহিত করতে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে। কি কি সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন।
Zero Balance Savings Account and Basic Savings Account
মোদী সরকার ক্ষমতায় এসে চালু করে প্রধানমন্ত্রী জনধন যোজনা তথা PMJDY. যার ফলে কোটি জটি মানুষের Zero Balance Bank Account এর সুবিধা দেওয়া হয়। ঠিক তেমনই এবার বেসিক সেভিংস অ্যাকাউন্ট (Basic Savings Account) খোলার ঘোষণা করা হয়েছে। যেটিতে একাউন্ট করতে পারলেই, একাধিক সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো ব্যাংকিং ব্যবস্থায় আরও বেশি মানুষকে যুক্ত করা। এবার অন্তত ২ কোটি মানুষকে এই পরিষেবা দিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়াকে আরও মজবুত করতে চায়, কেনদ্র সরকার।
বেসিক সেভিংস অ্যাকাউন্টে কি কি সুবিধা পাবেন?
সম্প্রতি প্রকাশিত একটি খসড়ায় এই সুবিধাগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য এবং গ্রাহকবান্ধব করবে। এটি বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য সুখবর।
ন্যূনতম ব্যালান্সের বাধ্যবাধকতা নেই
RBI এর নতুন প্রস্তাব অনুযায়ী, বেসিক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স বা Monthly Average Balance রাখার কোনো শর্ত থাকবে না। এর ফলে গ্রাহকরা কোনো জরিমানার ভয় ছাড়াই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া, চেকবইয়ের জন্য কোনো অতিরিক্ত খরচ দিতে হবে না। বছরে কমপক্ষে ২৫টি পাতার চেকবই বিনামূল্যে পাওয়া যাবে। এটিএম কার্ড ছাড়াও অন্যান্য উপায়ে টাকা উত্তোলনের ক্ষেত্রেও কোনো চার্জ লাগবে না। এই সুবিধাগুলো গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ করবে।
বিনামূল্যে ডিজিটাল ব্যাংকিং সেবা
ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো এখন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। গ্রাহকরা বিনা খরচে অনলাইন লেনদেন করতে পারবেন। এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য কোনো বার্ষিক ফি দিতে হবে না। কার্ড ইস্যু বা নবীকরণের ক্ষেত্রেও কোনো চার্জ লাগবে না। এই সুবিধাগুলো গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি আকৃষ্ট করবে। RBI এর এই উদ্যোগ ডিজিটাল ভারতের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।
Zero Balance Savings Account vs Basic Saving Account
জিরো ব্যালেন্স সেভিংস একাউন্টে একাউন্ট ব্যালেন্স (Zero Balance Savings Accoun) কম থাকলেও কোনও ফাইন কাটে না, যেটি প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্গত। তবে এতে চেক বই, এটিএম কার্ড ও অন্য পরিষেবায় টাকা কাটে। কিন্তু বেসিক সেভিংস একাউন্টে কোনও বাড়তি খরচ নেই। ATM Card, বছরে ২৫ পাতা Check Book, মোবাইল ব্যাংকিং সব ফ্রি।
আরও পড়ুন, ব্যাংক একাউন্ট থাকলে, এই প্রকল্পে টাকা পাবেন। ক্লিক করে দেখুন।
আগের নিয়মে পরিবর্তনের প্রয়োজনীয়তা
২০১৯ সালে RBI বেসিক সেভিংস অ্যাকাউন্ট (Basic Savings Account) সংক্রান্ত শেষ নির্দেশিকা জারি করেছিল। সময়ের সঙ্গে আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মগুলো পর্যালোচনার প্রয়োজন হয়ে পড়েছে। আরও বেশি মানুষ যাতে ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হন, সেজন্য নতুন সুবিধা যোগ করা হচ্ছে। পূর্বে চেকবই বা কার্ডের জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হতো। নতুন নিয়মে এই খরচগুলো বাদ দেওয়া হয়েছে।
লেনদেনের সীমা ও অনলাইন সেবা
বর্তমান নিয়মে, বেসিক সেভিংস অ্যাকাউন্ট (BSBDA Account) থেকে মাসে চারবার বিনামূল্যে টাকা তোলা যায়। এটিএম বা অন্যান্য উপায়ে টাকা উত্তোলন এই সীমার মধ্যে পড়ে। নতুন খসড়ায় বলা হয়েছে, ইউপিআই, আরটিজিএস, এনইএফটি, বা আইএমপিএস-এর মাধ্যমে লেনদেন এই চারবারের সীমায় গণনা করা হবে না। এই অনলাইন লেনদেনগুলোর জন্য জাতীয় পেমেন্ট কর্পোরেশন বা সরকারের নিয়ম প্রযোজ্য হবে। গ্রাহকরা বিনামূল্যে পাশবই বা মাসিক স্টেটমেন্ট পাবেন। এই সেবাগুলো কাগজে বা ইমেলের মাধ্যমে দেওয়া হবে।
আরও পড়ুন, এবার থেকে পার্সোনাল লোনের EMI না দিলে আধার কার্ড ও মোবাইল ফোন লক হয়ে যাবে। নতুন নিয়ম জেনে নিন
একাধিক অ্যাকাউন্ট খোলার নিষেধাজ্ঞা
নতুন নিয়মে একজন গ্রাহক শুধুমাত্র একটি বেসিক সেভিংস অ্যাকাউন্ট (BSBDA Account) খুলতে পারবেন। একই ব্যাংকে বা অন্য ব্যাংকে এই ধরনের দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা যাবে না। তবে, টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো বাধা নেই। যদি কারও আগে থেকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে বেসিক অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে পুরোনোটি বন্ধ করতে হবে। গ্রাহক চাইলে পুরোনো অ্যাকাউন্টটিকে বেসিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন। এই নিয়ম ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনবে।
আরও পড়ুন, এই প্রকল্পে টাকা দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। একবার দেখে নিন।
গ্রাহকদের জন্য সুখবর ও ভবিষ্যৎ প্রভাব
RBI-এর এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য ব্যাংকিংকে আরও আকর্ষণীয় করবে। বিনামূল্যে সেবাগুলো গ্রাহকদের আর্থিক চাপ কমাবে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নআয়ের মানুষ এতে উপকৃত হবেন। ডিজিটাল লেনদেনের প্রতি উৎসাহ বাড়বে। এই পদক্ষেপ ভারতের আর্থিক অন্তর্ভুক্তি লক্ষ্যকে শক্তিশালী করবে। ব্যাংকিং সেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।