Aikyashree Scholarship: প্রথম শ্রেণী থেকে কলেজ পড়ুয়া, সবার একাউন্টে টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন ঐক্যশ্রী স্কলারশিপে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত একাধিক স্কলারশিপ প্রকল্পগুলির মধ্যে অন্যতম ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship). পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই যথেষ্ট পরিমাণে মেধাবী হয়ে থাকেন। সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যই এই দুর্দান্ত স্কলারশিপ প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। তবে এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়ের (Minority) ছাত্রছাত্রীদের। অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ইত্যাদি সম্প্রদায়ের মধ্যে যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা রয়েছে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে গত ২৫ জুন থেকে আবেদন জানানো যাচ্ছে।

Aikyashree Scholarship 2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সংখ্যালঘু মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ এ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত হয় এবং উচ্চশিক্ষা (Higher Education) গ্রহণ করে, তার জন্যই এই স্কলারশিপ (Minority Scholarships) প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার (WB Govt.)। রাজ্যের সংখ্যা লঘু উন্নয়ন ও অর্থনিগম (WBMDFC) দ্বারা এই স্কলারশিপ পরিচালনা করা হয়। তাহলে চলুন, আর বেশি দেরি না করে স্কলারশিপ এ আবেদনের যোগ্যতা গুলি মিলিয়ে দেখে নেওয়া যাক।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের যোগ্যতা

  • আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • এই স্কলারশিপে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবেন।
  • তাই অবশ্যই আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ইত্যাদি সম্প্রদায় থেকে হতে হবে।
  • আবেদনকারী ছাত্র বা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকা বা তার কম হতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপের শ্রেণীবিভাগ

পশ্চিমবঙ্গ রাজ্যে এই স্কলারশিপ মূলত দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। প্রাথমিক ভাগ- প্রি মেট্রিক স্কলারশিপ (Pre-matric Scholarship), যেখানে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারে। অপরদিকে দ্বিতীয় ভাগ- পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post-matric Scholarship), যেখানে একাদশ শ্রেণী থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবে।

ছাত্র-ছাত্রীদের যোগ্যতা অনুসারে ঐক্যশ্রী স্কলারশিপের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বিভাগটিকে আবারও দুটি ভাগে ভাগ করা হয়েছে-

১) ঐক্যশ্রী স্কলারশিপ: যে সমস্ত ছাত্রছাত্রীরা পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের কম নম্বর পেয়েছেন তাদের জন্য এই স্কলারশিপে আবেদনের সুযোগ থাকছে।

২) ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM): পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলে এই স্কলারশিপের বিভাগটিতে আবেদন জানানো যাবে।

আরও পড়ুন, SC ST OBC পড়ুয়াদের টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন এখানে

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ রাজ্যের ঐক্যশ্রী স্কলারশিপ এ সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই জানানো জানানো যায়। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই বছরের আবেদন আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত চলবে। তাই ইচ্ছুক এবং যোগ্য ছাত্র-ছাত্রীদের এই সময়সীমার মধ্যেই আবেদনটি সেরে ফেলতে হবে। আবেদনের জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের নিম্নলিখিত ধাপগুলির অবলম্বন করে আবেদন জানাতে হবে।

১) অনলাইনে এই স্কলারশিপ এ আবেদন জানানোর জন্য wbmdfcscholarship.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে।

২) একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে বিস্তারিত আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে নিতে হবে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে সেটি নিজের স্কুল বা কলেজে গিয়ে জমা করতে হবে।

৩) যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ রিনিউয়াল করবেন, তাদেরকে নতুন করে আবেদন জানাতে হবে না। যোগ্য ছাত্রছাত্রীরা এসএমএসের মাধ্যমে সরাসরি সরকারি কনফার্মেশন পেয়ে যাবেন। প্রথম শ্রেণি বা নতুন কোন স্কুলে নতুন শ্রেণীতে ভর্তি হলে কিংবা কলেজে ভর্তি হলে নতুন করে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন

উপসংহার

পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ ঐক্যশ্রী স্কলারশিপ প্রোগ্রাম। এখনো পর্যন্ত বিপুল পরিমাণে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে সহায়তা পেয়ে চলেছেন। তাই যোগ্য ছাত্রছাত্রীরা এই বছরের জন্য আর অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব এই মেধাবৃত্তি প্রকল্পে আবেদন সেরে ফেলুন।

শেয়ার করুন: Sharing is Caring!