PMGKAY: জুলাই মাসে রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে ৫ কেজি চাল-গম দিচ্ছে। ৮০ কোটি গ্রাহক পাবেন

সমগ্র ভারতবর্ষের মানুষদের প্রতি মাসে খাদ্য সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY Ration Card) শুরু করা হয়। দুর্দান্ত এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে দুর্বল পরিবার গুলিকে প্রত্যেক মাসে খাদ্যশস্য সরবরাহ করে থাকে দেশের খাদ্য দপ্তর। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫ কেজি চাল গম এবং মাসিক একাধিক জিনিসপত্র সম্পূর্ণরূপে বিনামূল্যে পেয়ে থাকেন গ্রাহকেরা। দেশের দরিদ্র পরিবারগুলির খাদ্য সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড-১৯ মহামারীর সময় ২০২০ সালের ২৬ মার্চ এই প্রকল্পটি চালু করা হয়েছিল। তাহলে আসুন, দুর্দান্ত এই প্রকল্পের সুযোগ সুবিধা গুলি একবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)

গোটা বিশ্বের মধ্যে অন্নতম জনবহুল দেশ ভারতবর্ষ। আর এই দেশে বিপুল সংখ্যক দরিদ্র মানুষের বসবাস। এই সমস্ত মানুষের অন্ন সুরক্ষা দেওয়ার জন্য শুরু করা হয়েছিল PMGKAY প্রকল্প। ভারতবর্ষের প্রায় ৮১.৩৫ কোটি মানুষ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে খাদ্য সুরক্ষা পেয়ে থাকেন। দরিদ্র পরিবার গুলিকেই অন্তদয় অন্ন যোজনা (AAY) প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ৫ কেজি গম বা চাল দেওয়া হয়। করোনা অতি মারির সময়কালে দেশের মানুষদের হাতে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তখন থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে আসছেন দেশের উপভোক্তারা।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুসারে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতায় রেশন কার্ড হোল্ডাররা ২০২৯ সাল পর্যন্ত প্রতিমাসের রেশন কার্ডের মাধ্যমে ৫ কেজি চাল বা গম নিতে পারবেন। এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক তাদের প্রতিমাসের অন্ন সংস্থানটুকু করতে পারছেন। গোটা বিশ্বের মধ্যে খাদ্য সুরক্ষা যোজনা গুলির মধ্যে অন্নতম ভারতবর্ষের এই প্রকল্প।

কারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন?

PMGKAY বা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে মূলত দেশের দরিদ্রতর পরিবারের মানুষেরা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। এর জন্য অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা গুলি পূরণ করতে হয় উপভোক্তাকে-

  • আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
  •  আবেদনকারীর কাছে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড থাকতে হবে।
  • গ্রামীণ এলাকার দরিদ্রতম পরিবার, যেমন ভূমিহীন কৃষি শ্রমিক, প্রান্তিক কৃষক, গ্রামীণ কারিগর (কুমোর,চর্মকার, তাঁতি, কামার, ছুতোর ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষেরা এই প্রকল্পে আবেদন জানাতে পারেন।
  • শহরে বসবাসকারী মানুষদের মধ্যে বস্তিবাসী, দিনমজুর (কুলি, রিকশাচালক, ফল-ফুল বিক্রেতা, সর্পবিশারদ, ছেঁড়া কাপড় কুড়োন যাঁরা, মুচি, দুস্থ) এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • মূলত ভারতবর্ষের NFSA 2013 এর অন্তর্ভুক্ত যোগ্য পরিবারগুলিকে এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন, এইমাসে লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষকবন্ধুর টাকা অনেকেই পাবেন না। টাকা কিভাবে পাবেন জেনে নিন

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আবেদনের জন্য নিম্নলিখিত সমস্ত নদীপত্র থাকতে হবে আবেদনকারীর কাছে। এই নথিপত্র গুলি হল-

✅আবেদনকারী এবং তার পরিবারের সক্রিয় AAY বা PHH Ration Card,
✅পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড,
✅BPL সার্টিফিকেট বা বার্ষিক আয়ের সার্টিফিকেট,
✅আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর ইত্যাদি।

জুলাই মাসে রেশনে ফ্রিতে কি কি পাবেন, তালিকা দেখে নিন।

আবেদন পদ্ধতি

যে সকল উপভোক্তার কাছে ইতিমধ্যেই NFSA-এর অধীনে রেশন কার্ড রয়েছে, তাদের PMGKAY এর অধীনে বিনামূল্যে রেশন পেতে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ, যদি আপনার AAY বা PHH রেশন কার্ড থাকে, তাহলে এই প্রকল্পে আবেদনের জন্য আলাদা করে যোগ্যতা প্রমাণ করার দরকার পড়বে না। এক্ষেত্রে যদি আপনার অথবা আপনার পরিবারের কাছে বৈধ রেশন কার্ড না থাকে, তাহলে নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন জানাতে হবে।

রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী গরিব-কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে আবেদনের জন্য অনলাইন অথবা অফলাইন এর মধ্যে যেকোনো একটি মাধ্যম বেছে নিতে পারেন।

📌অনলাইনে আবেদন

✅ নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন জানাতে রাজ্যের খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
✅ ‘নতুন রেশন কার্ড আবেদন’ এর জন্য প্রয়োজনীয় অপশন বেছে নিয়ে অনলাইনেই আবেদন জানাতে পারবেন।
✅ আবেদনপত্রে ব্যক্তিগত বিবরণ, আয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করুন।
✅ প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিন।
✅ সবশেষে আবেদনের সম্পূর্ণ নিয়মগুলি দেখে নিয়ে ভালোভাবে আবেদন পত্র মিলিয়ে জমা করে দিন।

📌অফলাইনে আবেদন

অফলাইন মাধ্যমে এই প্রকল্পে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে ইচ্ছুক উপভোক্তাকে নিকটতম খাদ্য ও নাগরিক সরবরাহ অফিস বা রেশন ডিলারের সাথে যোগাযোগ করতে হবে। সে ক্ষেত্রে সরাসরি রেশন ডিলার আপনার জন্য নতুন আবেদন পত্র দেবে। সেই আবেদন পত্রটি সঠিক তথ্যের সঙ্গে হাতে কলমে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলির সঙ্গে রেশন দোকানেই জমা করে দিতে হবে।

আরও পড়ুন, বাড়ি বসেই টাকা আয় করার দারুন সুযোগ। সবচেয়ে সহজ কাজ

উপসংহার

বর্তমানে ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের ৮০ কোটিরও বেশি মানুষের অন্ন সংস্থান সম্ভব হচ্ছে। IMF রিপোর্ট অনুসারে, দেশের বিপুল পরিমাণ দরিদ্র মানুষদের পাশে আসার আলো হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প। এক কথায়, গোটা বিশ্বের মধ্যে ভারত সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প একটি নজির তৈরি করেছে।

শেয়ার করুন: Sharing is Caring!