নারী হোক কিংবা পুরুষ জীবনে বাঁচতে গেলে অর্থের দরকার তো সকলেরই হয়। আর এই জন্য অনেকেই Business Idea বা ব্যবসার আইডিয়া নিয়ে খোঁজ খবর করছেন। আর অর্থ ছাড়া দুনিয়া অচল। তাই অর্থ রোজগারের জন্য আমরা সকলেই কোন না কোন কাজ করে থাকি। কেউ চাকরি করি বা কেউ ব্যবসা। কিন্তু চাকরি তো আর বললেই হয় না বা ব্যবসা করতেও দরকার একটা বিরাট পরিমাণের পুঁজির।
New Unique Business Idea 2024.
তবে আজ আমরা আপনাদের দিতে চলেছি এমন কিছু দুর্দান্ত ব্যবসার টিপস (Business Idea) যে গুলি শুরু করতে আপনাদের এক পয়সাও বিনিয়োগ করতে হবে না। উল্টে আপনার এত লাভ হবে যে চাকরির কথা ভুলেই যাবেন। কি ভাবছেন! ভুল শুনছেন অথবা মিথ্যা বলছি? না একদমই না। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়লেই জানতে পারবেন এই সব দুর্দান্ত কাজের টিপস সম্পর্কে।
Business Idea Benefits
১. এই কাজ গুলো যে কেউই করতে পারেন, পড়ুয়া ছাত্র ছাত্রীরা বা গৃহবধরা থেকে শুরু করে চাকরিজীবিরাও। কারণ এই কাজ গুলো করার জন্য কোন পুঁজির দরকার নেই।
২. কাজ করার জন্য আপনাকে বাইরেও যেতে হবে না। কেবল মাত্র নিজের একটি স্মার্ট ফোন থাকলেই আপনি এই কাজ গুলি করতে পারবেন।
৩. দিনে মাত্র ২-৩ ঘন্টা কাজ করলেই এখানে হবে অর্থাৎ আপনাকে বেশি সময়ও দিতে হবে না। যা চাকরিজীবিদের পক্ষে সুবিধাজনক।
Online Freelancing Business Idea
বর্তমানের যুগ হল ইন্টারনেটের যুগ। এই যুগে যদি একটি স্মার্ট ফোন বা কম্পিউটার থাকে আর তার সঙ্গে তাকে নেটওয়ার্ক সংযোগ, তবে ঘরে বসেই অত্যন্ত সহজে আপনি খুঁজে নিতে পারেন ছোট বড় বিভিন্ন কাজ। এরকম একটি দুর্দান্ত কাজ হল ফ্রিল্যান্সিং। বর্তমানে যা ভীষণ জনপ্রিয়। বিভিন্ন ওয়েবসাইট যেমন Freelancer.com, Upwork ইত্যাদি সাইট গুলি অনলাইনে ডেটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, কপি পেস্ট, ট্রান্সলেটর, কলিং ইত্যাদি কাজের জন্য ফ্রিল্যান্সারদের নিয়োগ করে থাকে।
এখানে আপনি বিভিন্ন প্রজেক্ট এর উপর কাজ করে সপ্তাহের শেষে বা মাসের শেষে ন্যূনতম ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। আপনার যদি নূন্যতম জ্ঞান থাকে কম্পিউটার সংক্রান্ত বিষয়ে তাহলেই আপনি এই সব কাজ করে লাখপতি হতে পারেন (Business Idea). আর এর ফলে আপনারাই নিজেদের বস। আপনাদের আর কেউ অর্ডার করতে পারবে না।
Freelancing Job Business Idea
আপনি যদি অ্যাকাউন্টেসিতে জ্ঞান রাখেন এবং ট্যালি জাতীয় কোনো সফটওয়্যারের কাজ জানা থাকে, তবে যেকোনো ফিন্যান্সিয়াল জব করে মোট টাকা ইনকাম করতে পারেন। এই কাজ গুলো আপনি বাড়িতে বসেই করতে পারেন। কর দাতাদের আয়কর ফাইল (Income Tax File) জমা করা, ছোটো ছোটো সংস্থারপে রোল করা, আর্থিক প্ল্যান বানানো ইত্যাদি কাজ রয়েছে এক্ষেত্রে (CA Business Idea).
Youtube Vlogging Business Idea
ব্লগিং আজ কালকার দুনিয়ার একটি জনপ্রিয় ও ট্রেন্ডিং পেশা। আপনি যদি লেখায় পারদর্শী হন তবে ব্লগিং অবশ্যই করা উচিত। যে কোনো ধরনের ব্লগিং ওয়েবসাইট উদাহরণ হিসেবে Google Blogger, Google News এ আপনি চ্যানেল খুলতে পারেন। এরপর বিভিন্ন জিনিসের উপর আর্টিকেল লিখে ছাড়তে পারেন। আপনার লেখা যত বেশি ভিউ হবে তত ইনকাম বাড়বে।
ব্লগিং এর পরিবর্তে ইউটিউব চ্যানেল (Youtube Channel) খুলেও বিভিন্ন কন্টেন্ট এর উপর ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। এই কাজকে ব্লগিং বলে। এখানেও ভিউসের ওপর ভিত্তি করেই টাকা আসে। এছাড়াও আপনারা কোন জিনিসের ওপরে নিজেদের ভিডিও বানাচ্ছেন সেই জিনিসের ওপরেও আপনাদের ইনকাম নির্ভর করছে।
Online Survey Business Idea
বিশেষ কিছু ওয়েবসাইট যেমন Panel Station, Rakuten ইত্যাদির মাধ্যমে মার্কেটিং সার্ভে গ্রহণ করা হয়ে থাকে। ব্যবসায়ীরা এই সমস্ত ওয়েবসাইট মারফত কাস্টমারদের সার্ভে গ্রহণ করে নিজেদের প্রোডাক্ট কে আরো উন্নত মানের করে তুলতে পারেন। আর এই সার্ভে করার দরুণ সেই সমস্ত ওয়েবসাইট তার ইউজারদের প্রদান করে থাকে বিশেষ আকর্ষণীয় মূল্যের অর্থ (Business Idea).
এই অর্থ আপনারা গিফট কার্ড অথবা সরাসরি টাকার মাধ্যমে প্রত্যহার করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে এর মধ্যে যে কোন একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরই আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারেন। বিনা পরিশ্রমে এই ব্যবসার (Business) মাধ্যমে আপনারা ভালো টাকা রোজগার করতে পারবেন।
Photography Business Idea
ফটোগ্রাফির পেশা বরাবরই চালু রয়েছে। অনেকেরই শখ থাকে বড় হয়ে নাম করা ফটোগ্রাফার হবার। তবে প্রফেশনাল ফটোগ্রাফার দের মতো না হলেও আপনি যদি একটু আধটু ফটোগ্রাফি করতে জানেন, তাহলেও লাভ আছে। বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বা ফাংশন বা এরকম জায়গায় ছবি তোলার জন্য ছোট খাটো ফটোগ্রাফারদের বিশেষ চাহিদা থাকে (Small Business Idea).
আপনি যদি দক্ষ হন তবে এই রকম অনেক জায়গা থেকে ডাক পাবেন এবং ফটোগ্রাফি করে মোটা টাকা ইনকাম করতে পারবেন। আর ওপরে উল্লেখিত সকল Business Idea বা ব্যবসার আইডিয়ার মধ্যে আপনার কোনটা ভালো লাগলো বা আপনারা কোন ব্যবসাটি করতে চাইছেন ভবিষ্যতে? সেই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.
10 গুন মুনাফা নিশ্চিত। বাড়িতে বসে ব্যবসার আইডিয়া। ইচ্ছে থাকলেই উপায় হয়।