Personal Loan – টাকার দরকার হলে, ফটাফট টাকা দিচ্ছে এই 5 টি ব্যাংক। ভারতের সেরা 5 পার্সোনাল লোন স্কিম।

জীবনে অর্থের অভাব কখন হয় বলা যায় না। আর এই কারণের জন্য আমাদের Personal Loan বা ব্যাক্তিগত ঋণ নিতে হয় ব্যাংক থেকে। বেশি রোজগার করলেও আমাদের অনেককেই টাকা ধার (Loan) করতে হয় নানা প্রয়োজনে। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাংক থেকে লোন (Bank Loan) নিয়ে থাকি। এই গুলোর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যা করতে খানিকটা সময় লেগে যায়।

Advertisement

Get Instant Personal Loan Online Apply.

কিন্তু এমন কোনো পরিস্থিতি হল যখন আপনার জরুরী ভিত্তিতে টাকা প্রয়োজন তখন লোন কোত্থেকে পাবেন, একবারও ভেবেছেন কি? কারোর কাছে হাত পাতলেও তো সহজে টাকা পাওয়া যাবে না। এক্ষেত্রে আপনি নিতে পারেন ব্যক্তিগত লোন (Instant Personal Loan). এটি আপনার যেকোনো ইমার্জেন্সির সময় অর্থের যোগান দেবে। কিন্তু কোন ব্যাংকে গেলে সহজে পাওয়া যাবে এই লোন? কোন ব্যাংকে সুযোগ সুবিধা বেশি ব্যক্তিগত ঋনের? সে বিষয়টি জেনে নেব আজ।

Advertisement

Top 5 Banks For Apply Personal Loan In India

বর্তমানে ভারতের এমন পাঁচটি ব্যাংক আছে যেখানে আপনি সহজেই ব্যক্তিগত ঋন (Personal Loan) পেতে পারেন। এমন নয় যে উল্লেখিত ব্যাংক গুলি ছাড়া আর অন্য কোন ব্যাংকে আপনারা ঋণ পাবেন না। কিন্তু দেশের মধ্যেই এই ব্যাংক গুলিতে বেশিরভাগ মানুষেরা আবেদন করেন। বেশিরভাগ ঋণগ্রহীতাদের কাছেই জনপ্রিয় এই ৫ ব্যাংকের নাম। সেই তালিকা আমরা দেখে নেব নিচে।

SBI Personal Loan

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের ২৫ হাজার টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দেয়। লোনের টাকা পরিশোধ করার মেয়াদ সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত থাকে। লোনের উপর সুদের হার কাটা হয় বার্ষিক ১০.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ পর্যন্ত হারে। লোনের টাকার ১.৫ শতাংশ চার্জ কাটা হয় প্রসেসিং এর জন্য। এসবিআই কুইক পার্সোনাল লোন (SBI Quick Personal Loan) পেতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হয়। সঙ্গে মাসিক ১৫ হাজার টাকা ন্যূনতম বেতন থাকতে হয়।

HDFC Bank Personal Loan

HDFC Bank ব্যক্তিগত ঋণ যথেষ্ট জনপ্রিয়। অনেকে এই ব্যাংককেই ব্যক্তিগত ঋণের সেরা প্রতিষ্ঠান মনে করেন। এইচডিএফসি ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন প্রদান করে তার গ্রাহকদের। লোন পরিষদের সর্বোচ্চ মেয়াদ থাকে ৬ বছর পর্যন্ত। প্রতি বছর এই লোনের জন্য আপনাকে সুদ দিতে হয় ১১ শতাংশ হারে। লোনের জন্য সর্বোচ্চ ৪৯৯৯ টাকা পর্যন্ত প্রসেসিং চার্জ নেওয়া হয়। যে কোনো ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তি মাসিক ২৫ হাজার টাকা বেতন থাকলেই এই লোনের জন্য আবেদন করতে পারেন।

Advertisement

Bajaj Finserv Personal Loan

বাজাজ ফিনসার্ভ ব্যাংকিং আপনি সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন। লোন পরিষদের মেয়াদ একই অর্থাৎ ছয় বছর। লোনের জন্য বার্ষিক ১৩ শতাংশ হারে সুদ দিতে হয় ঋণগ্রহীতাকে। প্রসেসিং চার্জ দেওয়া হয় ৪ শতাংশ পর্যন্ত। ১৮ বছরের বেশি বয়স যাদের এবং সঙ্গে মাসিক অন্তত ২২ হাজার টাকা বেতন আছে সেই সব ব্যক্তিরা বাজাজ ফিনসার্ভ থেকে এই ব্যক্তিগত লোন পেতে পারেন।

ICICI Bank Personal Loan

ICICI Bank পার্সোনাল লোন ২৩ বছর বয়সী থেকে ৫৮ বছর বয়সী ব্যক্তিরা পেতে পারেন। সর্বনিম্ন ৫০০০০ থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে ব্যাংক। লোনের জন্য সুদ দিতে হয় ১০.৫০ শতাংশ হারে। ১ বছর থেকে ৬ বছর পর্যন্ত সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করে দিতে হয় সুদে আসলে। ঋণ নিলে ২.৫ শতাংশ টাকা কাটা হয় প্রসেসিং ফি হিসেবে। মাসিক অন্তত ৩০ হাজার টাকা বেতন হলেই আইসিআইসিআই পার্সোনাল লোন পাওয়া যায়।

Kotak Mahindra Bank Personal Loan

এই ব্যাংকটিও দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য কর্পোরেট ব্যাংক (Corporate Bank). যদি আপনাকে আর্থিক সংকটের মুহূর্তে সহজ শর্তে Personal Loan প্রদান করে থাকে। 50000 থেকে 25 লাখ পর্যন্ত ঋনের সুবিধা মেলে এই ব্যাংকে। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ১ বছর থেকে ৫ বছর। বার্ষিক ১০.৯৯ শতাংশ হারে ব্যাংক সুদ কাটে লোনের ওপর। এছাড়াও লোন নেওয়ার সময় ৩ শতাংশ চার্জ ধার্য করা হয় লোন প্রসেসিং করার জন্য।

কোটাক পার্সোনাল লোন (Kotak Personal Loan) পেতে গেলে একজন ব্যক্তির অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হতে হয়। এর সঙ্গে থাকতে হয় প্রতি মাসে ৩০ হাজার টাকা স্থায়ী বেতন। যদিও ব্যাংক মারফত এই ন্যূনতম বেতনের সীমা মাঝে মধ্যেই পরিবর্তিত হয়। আর ঋণ নেওয়ার আগে সকল ধরণের ডকুমেন্ট আপনারা ভালো করে পরে নিয়ে তবেই আবেদন করবেন।

Bandhan Bank Loan (বন্ধন ব্যাংক লোন)

Personal Loan Online Apply Process

ব্যক্তিগত লোনের জন্য আবেদন অনলাইন অফলাইনে দুভাবেই করা যায়। অফলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার যে ব্যাংকে একাউন্ট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। যদি আপনার যোগ্যতা থাকে তবে ব্যাংকের তরফ থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম নিজের হাতে পূরণ করে তার সঙ্গে উপযুক্ত নথিপত্র যেমন পরিচয় ও ঠিকানার প্রমাণ Passport, Voter ID Card, Driving License, Aadhaar Card.

টাকার প্রয়োজন মেটাবে আধার কার্ড। মাত্র 5 মিনিটে সবচেয়ে কম সুদে অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করুন।

আগের ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, দুটি সর্বশেষ বেতন স্লিপ (Salary Slip), বর্তমান তারিখের বেতন শংসাপত্র সহ সর্বশেষ ফর্ম 16 শেষ ব্যবহারের প্রমাণ জমা করে দিন। এরপর আপনার লোন স্যাংশন হয়ে যাবে। অনলাইনে আবেদনের (Online Personal Loan Apply) ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একইভাবে ফরম এবং নথিপত্র জমা করুন।
Written by Nabadip Saha.

500 টাকার জাল নোট নিয়ে RBI এর সতর্কতা। আপনার কাছে নেই তো? আসল নোট কিভাবে চিনবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment