চলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রক্রিয়া বা Polytechnic Counselling তথা JEXPO Counselling 2024. Polytechnic Admission বা এই কোর্সে ভর্তি হতে হলে আগে জানতে হবে কোন কলেজ ভালো এবং আপনার নম্বর বা Rank অনুযায়ী কোন কলেজে ভর্তি হওয়া উচিত।
JEXPO Counselling 2024 for Polytechnic Admission
বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন বুকে নিয়ে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রী। তবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে একদিকে যেমন মেধা লাগে, তেমনই অন্যদিকে দরকার একটি ভালো কলেজ। তবেই শিক্ষার্থী ভালোভাবে বিষয়টি শিখবে। এর সঙ্গে একটি ভালো কলেজে পড়লে প্লেসমেন্টের গ্যারান্টিও থাকে খানিকটা।
আজ আমরা এখানে আলোচনা করব পশ্চিমবঙ্গের সেরা ১০টি ইঞ্জিনিয়ারিং কলেজ (Top 10 Polytechnic Engenieering College in West Bengal) এর বিষয়ে। যেগুলোতে পড়লেই প্লেসমেন্টের সুযোগ আছে ১০০ শতাংশ। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে ভর্তির আবেদন শুরু হয়েছে। যারা এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার স্বপ্ন দেখছে তাদের অবশ্যই একবার প্রতিবেদনটি পড়া উচিত। নীচে কলেজগুলোর পূর্ণ তালিকা দেওয়া হল।
ভালো কলেজের সেরা ৫ টি গুণ
কোন ইঞ্জিনিয়ারিং কলেজ সেরা? কোথায় পড়লে ছাত্রছাত্রীদের কেরিয়ার বেশি মজবুত হবে? এজন্য বিশেষ ৫ টি বিষয়কে গুরুত্ব দিয়ে বাছা হয়েছে কলেজ গুলিকে।
- কলেজের শিক্ষার মান
- কলেজের পরিকাঠামো
- কলেজের লোকেশন
- কলেজের পরিবেশ
- প্লেসমেন্টের সুযোগ।
পশ্চিমবঙ্গের সেরা ১০ টি পলিটেকনিক কলেজ
উপরোক্ত ইন্ডিকেটরগুলির মাধ্যমে আমাদের পেজ পশ্চিমবঙ্গের বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ গুলিকে বেছে তালিকা তৈরি করেছে। প্রথম দশের মধ্যে থাকা কলেজগুলো হলো,
১. Acharyya Prafulla Chandra Ray Polytechnic
২. Birla Institute of Technology
৩. Ramakrishna Mission Shilpapitha
৪. Central Calcutta Polytechnic
৫. Jnan Chandra Ghosh Polytechnic
৬. Bipradas Pal Chowdhury Institute of Technology
৭. North Calcutta Polytechnic
৮. M.B.C. Institute of Engineering & Technology
৯. Purulia Polytechnic
১০. Asansol Polytechnic
এছাড়াও বাকি উল্লেখযোগ্য কলেজগুলির মধ্যে রয়েছে,
১. The Calcutta Technical School
২. K.G. Engineering Institute
৩. Hooghly Institute for Technology
৪. Meghnad Saha Institute of Technology
৫. Acharya Jagadish Chandra Bose institute
৬. Technique Polytechnic Institute
আরও পড়ুন, এই কোর্সে ভর্তি হলেই টাকা পাবেন, বিস্তারিত জেনে নিন।
আবেদন কিভাবে করবেন?
যে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে চান (Polytechnic counselling apply Online) সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের ভর্তির জন্য আবেদন করতে হবে।
লাস্ট ডেট কবে?
উপরোক্ত কলেজগুলোতে কবে আবেদন শুরু হচ্ছে? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? সেইসব বিষয় ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই। এজন্য নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তির নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার পড়ে নিন।
Written by Nabadip Saha.