Bank Crisis: খোয়া গেল এই ২ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা। চিন্তায় কোটি কোটি গ্রাহক। কাদের ক্ষতি হয়ে গেল?

ভারতীয় রিজার্ভ ব্যাংক ও ভারতের শেয়ার বাজারে গত কয়েকদিন ধরে টানাপোড়েন বা Bank Crisis চলছিল। এর মধ্যেই দেশের বৃহত্তম দুই বেসরকারি ব্যাংক HDFC Bank ও ICICI Bank এর মার্কেট ক্যাপে বড়সড় ক্ষতি হয়েছে। যার ফলে এই দুই ব্যাংকের গ্রাহকদের মধ্যেও অস্থিরতা দেখা দিয়েছে। এত বড় আর্থিক ক্ষতির কারন ও কি কি ক্ষতি হতে পারে, জেনে নিন।

বাজারে অস্থিরতা, ICICI ও HDFC ব্যাংকের বড় ধাক্কা

৬ জুন থেকে ১৭ জুনের মধ্যে মোট ৮টি ট্রেডিং সেশনে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ৩.৩৫% কমেছে। ফলে, ব্যাঙ্কটির মোট ৪৭,০৭৫ কোটি টাকার মার্কেট ক্যাপ কমে গেছে। বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্কের মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে ১৪,৭৮,০০০ কোটি টাকায়। ১ দিনের মধ্যেই শেয়ারের দাম ১,৯৯৫ টাকা থেকে দাম ক্রমাগত কমতে শুরু করে ১,৯২৮.১০ টাকায় নেমে যায়।

শুধু HDFC Bank Crisis ই নয়, আরও অনেক সংস্থার ক্ষতি হয়েছে। আর সেই তালিকায় রয়েছে বড় বড় নাম। এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাঙ্কই একমাত্র ক্ষতিগ্রস্ত নয়। এই সময়ে আরও বেশ কয়েকটি বড় সংস্থার মার্কেট ক্যাপে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল:

যেসমস্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হয়েছে

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
  • ভারতী এয়ারটেল
  • আইসিআইসিআই ব্যাঙ্ক
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • এলআইসি
  • বাজাজ ফাইন্যান্স
  • হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড

বাজারের মন্দার মধ্যেও যাদের লাভ হয়েছে

যদিও বাজারে অস্থিরতা চলছে, তবুও কিছু সংস্থা এই সময়ে ভালো ফল করেছে। টিসিএস এবং ইনফোসিসের মার্কেট ক্যাপ এই সময়ে হাজার হাজার কোটি টাকা বেড়েছে।

আরও পড়ুন, সবচেয়ে সহজে ব্যাংক থেকে ১ লক্ষ টাকা কিভাবে পাবেন? জেনে নিন

গ্রাহকদের কি করণীয়?

এই ক্ষতির কারণে আপাতত গ্রাহকদের আমানতে প্রভাব পড়বে না। তবে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন, তাদের NAV কমতে পারে। তবে সেভিংস একাউন্ট বা Fixed Deposit এর উপর Bank Crisis এর কোনও প্রভাব পড়বে না।

অবসর জীবনে বাড়ি বসে পাবেন 8 কোটি টাকা। কোথায় বিনিয়োগ করবেন?

বিনিয়োগের আগে সতর্কতা

বিনিয়োগের আগে সবসময় যথাযথ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা জরুরি। বাজারে বিনিয়োগের সঙ্গে ঝুঁকি জড়িত। তাই, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত নথি ভালোভাবে পড়ে নিন। এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য ও শিক্ষার উদ্দেশ্যে। বিনিয়োগের পরামর্শ নয়। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বাজারের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন এবং প্রয়োজনীয় নথি যাচাই করে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!