Stock Market: ইরান-ইসরায়েল সংঘর্ষ থামতেই চাঙ্গা হলো শেয়ার মার্কেট। এই স্টক গুলি দুর্দান্ত পারফর্ম করছে

ইরান ইসরায়েল সংঘর্ষের ফলে আন্তর্জাতিক স্তরে স্টক মার্কেটের (Stock Market) উপর বিপুল পরিমাণে প্রভাব পড়েছিল। শুধুই যে স্টক মার্কেট তাই নয়, এই সময়ের মধ্যে হুরহুর করে বেড়েছে সোনার দাম। অবশেষে ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতির পর আবারো চাঙ্গা হল স্টক মার্কেট। ২৪ শে জুন, মঙ্গলবার দুর্দান্ত পারফরম্যান্স এসেছে বোম্বে স্টক মার্কেটের। এর পাশাপাশি দাম কমেছে সোনালী ধাতু ও তরলের। সংঘর্ষ বিরতির খবরে শেয়ার বাজার খোলার প্রায় সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের অ্যাসেট ছাড়িয়েছে ৪ লক্ষ কোটির ঘর। সুতরাং বাজারের এই উত্থানের সময়ে কোন স্টক গুলো ভাল পারফর্ম করছে, এবং কোন কোন স্টকে বিনিয়োগ করলে বাজিমাত হতে পারে।

Stock Market News Today in India

ইরান ইসরায়েল আবহে শেয়ার বাজারের হুহু করে পতন ঘটছিল। বাজারের অনিশ্চয়তার জন্য বিনিয়োগে ঘাটতি দেখা গিয়েছিল। তবে এবারে  বেশ অনেকটাই স্থির হল শেয়ার সূচক। গত মঙ্গলবার Stock Market খোলার সঙ্গে সঙ্গে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এক ঝটকায় বেড়ে গিয়েছে ৮৯০ পয়েন্ট। ঐদিন স্টক মার্কেট খোলার প্রায় সঙ্গে সঙ্গে অর্থাৎ ৯টা ২০ মিনিটে শেয়ার বাজার শুরু হয়েছে ৮২,৭৮৭ পয়েন্টের সাথে।

এমনকি কিছু সময়ের মধ্যেই সেন্সেক্সের সূচক ছাড়িয়েছে ৯০০ এর ঘর। দেশের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নিফটি ৫০ এর সূচকও বেড়েছে ১.০২ শতাংশ। মঙ্গলবার পেরিয়ে আজ বুধবারেও নিফটি ৫০ থেকে শুরু করে সেনসেক্স সবকিছুই রয়েছে সবুজের ঘরে। এক কথায়, বিগত দুইদিন ধরে শেয়ার বাজারে অভূতপূর্ব লাভের সম্মুখীন বিনিয়োগকারীরা।

স্মল ক্যাপ ও মিড ক্যাপে বিনিয়োগ বৃদ্ধি

ইরান ইসরায়েল সংঘর্ষ চলাকালীন স্মল ক্যাপ থেকে শুরু করে লার্জ ক্যাপ, সমস্ত Stock Market এ চলছিল টানাটানি। তবে গত ৩ দিন ধরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের বিক্রি। দেখতে দেখতে প্রায় সবকটি স্টকের সংকেত সরাসরি চলে গিয়েছে লাল থেকে সবুজে। বোম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ৪ লক্ষ কোটি টাকা।

কমেছে সোনার দাম

বিগত বেশ কয়েকদিন ধরে আকাশ ছোঁয়া সোনালী ধাতুর দামে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্ত পরিবার গুলির। তবে এবারে আবারো কমার দিকে সোনার দাম। এই নিয়ে লাগাতার দুই দিন সোনার দামে পতন দেখা গেল। এই ঘটনায় অনেকেই মনে করছেন, আগামী দিনে আরো কমতে পারে সোনার দাম। তাহলে কি এখনই সঠিক সময় সোনায় বিনিয়োগ করার?

বেশিরভাগ মানুষ সোনার দাম কমার ইঙ্গিত পেলেও, অনেকেই বলছেন আগামী দিনে আরো ঊর্ধ্বমুখী হতে চলেছে এটি। তাই বিনিয়োগের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সোনালী ধাতুর দামের ওঠাপড়ার দিকে। সোনালী ধাতুর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম পড়েছে সোনালী তরলেরও। ২৪ শে জুন সকালেই অপরিশোধিত তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে।

আরও পড়ুন, ১ জুলাই থেকে ব্যাংক একাউন্টের ৫ নিয়ম বদল। এই নিয়ম না মানলে একাউন্ট নিষ্ক্রিয় বা ফাইন হতে পারে

কোন কোন স্টকের দাম বাড়লো?

ভারতীয় শেয়ার বাজারে একাধিক শেয়ারে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এরমধ্যে আদানি পোর্টস বেড়েছে ৪.৪৩ শতাংশ, আলট্রাটেক সিমেন্ট বেড়েছে ২.৪২ শতাংশ, লার্শন এন্ড টুব্রো বেড়েছে ২.১৮ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বেড়েছে ২.১১ শতাংশ এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেড়েছে ১.৬৫ শতাংশ। যদিও শেয়ারবাজারে সব সময়ই উত্থানপতন লেগেই রয়েছে। দুর্দান্ত ফলাফল যেমন বেশ কয়েকটি স্টক করছে, তেমনই একাধিক স্ট্রোকের পারফরম্যান্স যথেষ্টই খারাপের দিকে। গত মঙ্গলবার যে সমস্ত স্টকগুলি খারাপ পারফরম্যান্স করেছে, সেগুলি হল- এনটিপিসি, ভারত ইলেকট্রনিক্স ও ট্রেন্ট, যাদের শেয়ার পড়েছে যথাক্রমে ৩.৬০ শতাংশ, ০.৬২ শতাংশ এবং ০.২৮ শতাংশ।

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিটে সর্বাধিক সুদ দিচ্ছে এই পাঁচটি ব্যাঙ্ক। বিনিয়োগ করলে ব্যাপক লাভ

সতর্কতা

শেয়ার বাজারে বিনিয়োগ বাজারের অবস্থা অনুযায়ী ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ করার আগে সমস্ত নিয়ম কানুন ও বিনিয়োগের ঝুঁকি সম্মন্ধে জেনে নিয়ে তারপর বিনিয়োগ করা শ্রেয়। EK24 News কোন নির্দিষ্ট স্টক বিনিয়োগের (Stock to Buy) পরামর্শ দেয় না। এখানে শুধুমাত্র বিগত কয়েকদিনের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে মাত্র। নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করার পরামর্শ রইলো।

শেয়ার করুন: Sharing is Caring!