আপনি যদি সরকারি চাকরি খোঁজেন তাহলে SBI Recruitment 2024 বা স্টেট ব্যাংকে নিয়োগে বিজ্ঞপ্তি দেখে সেই খোঁজ আপনার শেষ হতে চলেছে আজকে। আপনি বহুদিন ধরে বসে থাকেন কোন ভাল চাকরির আশায়, তাহলে আপনার জন্য চলে এসেছে একটি সুবর্ণ সুযোগ। সম্প্রতি কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI). এক্ষেত্রে কোন একটি বা দুটি জায়গা থেকে নয় সারা দেশের যে কোন প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে আবেদন জানাতে পারবেন এখানে।
SBI Recruitment 2024.
এমনকি এখানে নিয়োগ পাওয়ার প্রত্যেক প্রার্থীকে তার নিজস্ব জেলাতেই এসবিআই এর শাখায় (SBI Branch) চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে (SBI Recruitment 2024). তবে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই চাকরিতে আবেদন করার প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে। সব কিছু জেনে নিয়ে আপনারা তবেই আবেদন করবেন।
SBI Recruitment 2024 Important Information
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) নিজে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। প্রতি বছরই স্টেট ব্যাংকের তরফ থেকে বিভিন্ন শূন্য পদে পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এবারেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এর বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক। এই মর্মে কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর অফিসিয়াল ওয়েবসাইটে (SBI Recruitment 2024).
SBI Recruitment 2024 Vacancy Post
স্টেট ব্যাংক এর পক্ষ থেকে বলা হয়েছে শীঘ্রই এই নিয়োগের কাজ সম্পূর্ণ করা হবে। প্রধানত যে শূন্য পদ পূরণের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তা হল ম্যানেজারিয়াল পোস্ট। এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। যদিও এই শূন্য পদ সারা দেশ জুড়ে। OBC, SC, ST প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্য পদ সংরক্ষিত। শূন্যপদ সম্পর্কে আরো জানতে হলে বিজ্ঞপ্তি (SBI Recruitment 2024 Notification) দেখুন।
SBI Recruitment 2024 Qualification
১. স্টেট ব্যাংকের এই চাকরির জন্য আবেদন করতে গেলে একজন প্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
২. কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
৩. সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা সম্পন্ন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
SBI Recruitment 2024 Apply Age
এক্ষেত্রে আবেদন করতে গেলে একজন প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন ৩৯ থেকে সর্বোচ্চ ৪২ বছর বয়সের মধ্যে হতে হবে। এক্ষেত্রে বয়স সীমা হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী। সংরক্ষিতদের জন্য বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে। আর আপনারা এই নিয়ম অনুসারে নিজেদের বয়স সম্পর্কে হিসাব করে নিয়ে তবেই SBI Recruitment 2024 এর জন্য আবেদন করবেন।
SBI Recruitment 2024 Online Apply Process
১. সর্বপ্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট – www.sbi.co.in
২. তারপর New Registration বাটনে ক্লিক করে নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
৩. যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করার দরকার নেই।
৪. প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৫. তারপর Career অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট নিয়োগের লিংকে ক্লিক করতে হবে।
৬. এর পর নীচে দুটি অপশন আসবে Interview Schedule এবং Biodata Format.
৭. লিংক গুলির উপর ক্লিক করে বিস্তারিত দেখে নিন।
SBI Recruitment 2024 Apply Documents And Charges
১. নিজে হাতে তৈরি করে পূরণ করা আবেদন পত্র।
২. আলাদা করে দু কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৩. পরিচয় পত্রের এক কপি প্রমাণ যেমন Aadhaar Card, Voter ID Card, PAN Card, Passport.
৪. বয়সের এক কপি ফরম্যাট যেমন Birth Certificate OR Madhyamik Admit Card.
৫. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
৬. একটি হাতে লেখা সেলফ ডিক্লেরেশন।
৭. আবেদনকারীর কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ।
৮. এখানে আবেদন করতে গেলে সাধারণ প্রার্থীদের ৭৫০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। ইন্টারভিউয়ের দিনই এই আবেদন মূল্য চাওয়া হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এই টাকাটি লাগবে না।
SBI Recruitment 2024 Recruitment Process
এখানে প্রার্থী নির্বাচনের জন্য কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা হবে না। কেবল একটি ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। ইন্টারভিউয়ের সময়ে আবেদন পত্র এবং অরিজিনাল ডকুমেন্টসও যাচাই করা হবে। এরপরই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। এই রাউন্ডে যারা কোয়ালিফাই করবেন তাদের নাম থাকবে সেই তালিকায়। সেই সকল প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
SBI Recruitment 2024 Salary Structure
স্টেট ব্যাংকের এই চাকরির ক্ষেত্রে নিয়োগের পর প্রত্যেক কর্মীকে মাসিক ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ বেতন প্রদান করা শুরু হবে। পরে তা ৮৯,৮৯০ – ১,০০,৩৫০ টাকা পর্যন্ত হবে। আর যেহেতু এটি স্থায়ী চাকরি তাই থাকছে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund), ডিএ (Dearness Allowance), ইন্সেন্টিভ (Incentive), ইএসআই (ESI), বোনাস (Bonus), পেনশন (Pension) ইত্যাদি সুবিধা।
পশ্চিমবঙ্গে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। আকর্ষণীয় বেতন সঙ্গে সরকারি সুবিধা।
SBI Recruitment 2024 Apply Last Date
এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সংস্থার তরফে জানানো হয়েছে এই প্রক্রিয়া চলবে আগামী ৪ মার্চ ২০২৪ পর্যন্ত। তাই দেরি না করে আগে থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। আর এই চাকরি সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও চাকরির খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.
নতুন করে পশ্চিমবঙ্গে অ্যাক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ। HS Pass, অনলাইনে আবেদন, পার্মানেন্ট চাকরি।