প্রতিটি বেকার যুবক যুবতীদের জন্য এক বিরাট সুসংবাদের ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে (Rojgar Sangam Yojana). কোন ছেলে মেয়েকে আর বেকার হয়ে কাজের জন্য এই দিক ওই দিক ঘুরতে হবে না। কারণ এবার রোজগারের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার নিজেই। যেখানে প্রতিটি বেকার নিজের কর্মসংস্থান (Employment) খুঁজে পাবেন। শুধু তাই নয় চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে নিশ্চিত ১০০০ থেকে ১৫০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার প্রত্যেককে।
Rojgar Sangam Yojana 2024.
এই Rojgar Sangam Yojana বা রোজগার সঙ্গম যোজনা প্রকল্প সম্পর্কে সকল তথ্য আমরা আজকেই জেনে নিতে চলেছি। আগের থেকে এই সম্পর্কে জেনে নিলে আপনাদের এই আবেদন করার সময় কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। এবারে কারা অসুবিধা পাবেন, জানতে আগ্রহী? তবে নিচে এর যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হলো।
Rojgar Sangam Yojana Important Update
রাজ্যের বেকার সমস্যা দূরীকরণে চালু করা স্কিম গুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল Rojgar Sangam Yojana. এই স্কিমটি উত্তরপ্রদেশ সরকার শুরু করেছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বহুদিন আগেই এনেছেন যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa). যেখানে প্রত্যেক বেকার কে মাসিক দেড় হাজার টাকা করে ভাতা দেয় সরকার।
কিন্তু Rojgar Sangam Yojana শুধু ভাতা নয় তার সঙ্গে দেওয়া হচ্ছে কর্মসংস্থানের (Employment) সুযোগও। সরকারি এবং বেসরকারি উভয় ধরনের চাকরি দেওয়া হবে বেকারদের। তবে যতদিন তারা চাকরি না পাচ্ছেন প্রতিমাসে এক হাজার থেকে ১৫০০ টাকা নিশ্চিত ভাতা অবশ্যই পাবেন নিজেদের ব্যাংক একাউন্টে (Bank Account). ছাত্র ছাত্রীরা যারা বর্তমানে দ্বাদশ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত স্তরে পড়াশোনা করছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
ভোটের আগে ৭২ হাজার ছেলে মেয়েকে এখানে নথিভুক্ত করার কথা বলেছে সরকার। যার মধ্যে চাকরি দেওয়া হবে ৭০ হাজার জনকে। আর এই Rojgar Sangam Yojana প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশের কয়েক হাজার চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটেছে। আর ভবিষ্যতে আরও অনেক রাজ্যেও এই ধরণের প্রকল্প শুরু করার মাধ্যমে শিক্ষিত যুব সমাজদের চাকরি দেওয়া হবে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।
Who Will Apply In Rojgar Sangam Yojana
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
৩. দ্বাদশ শ্রেণী থেকে স্নাতক বা উচ্চস্তরে পড়াশোনা চালাতে হবে বর্তমানে।
৪. আবেদনকারীর নিজস্ব সক্রিয় ব্যাংক একাউন্ট থাকতে হবে।
Rojgar Sangam Yojana Online Apply Process
১. প্রার্থীদেরকে সর্বপ্রথম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.sewayojan.up.nic.in এ যেতে হবে।
২. এরপর হোমপেজে Sign Up বাটনে ক্লিক করে প্রথমে পোর্টালে একাউন্ট তৈরি করে নিতে হবে। নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি দিতে হবে এজন্য।
৩. তারপর Registration অপশনে ক্লিক করলে নতুন পেজ খুলবে।
৪. স্ক্রিনে Rojgar Sangam Yojana প্রকল্পের আবেদন পত্র লোড হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে তা পূরণ করে নিন।
৫. Next বাটনে ক্লিক করে পরের পেজে যান।
৬. নিজের প্রয়োজনীয় নথি পত্র স্ক্যান করে আপলোড করুন।
৭. হয়ে গেলে Submit এ ক্লিক করে আবেদন পত্র পাঠিয়ে দিন। এরপর যদি আপনি সিলেক্টেড হন, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেওয়া হবে।
Rojgar Sangam Yojana Apply Documents
১. নিজের পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
২. ফটো আইডি প্রুফ হিসেবে আধার বা ভোটার বা রেশন কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণাদি।
৪. ব্যাংকের পাস বই।
৫. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড (UIDAI Aadhaar Card).
৬. প্রার্থীর সংশ্লিষ্ট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি প্রদত্ত একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
Rojgar Sangam Yojana Apply Last Date
এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন সময় সীমা ধার্য করা হয়নি। এখানে প্রার্থীরা যখন খুশি আবেদন করতে পারেন। যদি কারোর কোন বিষয় সন্দেহ থাকে তাহলে নিচের হেল্পলাইন গুলি মারফত তা জেনে নিতে পারেন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 10:00 AM থেকে 6:00 PM এরমধ্যে যোগাযোগ করবেন। ফোন নম্বর – 0522-2638995, ইমেইল আইডি – sewayojan-up@gov.in.
Written by Nabadip Saha.
50 হাজার টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে। সরকারি ব্যাংকে একাউন্ট থাকলেই আবেদন করুন।