Madhyamik Result – মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের আগেই বড় সিদ্ধান্ত নিলো মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়াদের কতটা সুবিধা হবে?

এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর (Madhyamik Result). ইতিমধ্যেই পরীক্ষার্থীদের খাতা দেখা হয়ে গেছে শিক্ষকদের। বোর্ডের কাছে নম্বর পাঠিয়েও দেওয়া হয়েছে। শুধু রেজাল্ট প্রকাশের অপেক্ষা। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে মাধ্যমিকের (Madhyamik Pariksha) খাতা নাকি পুনরায় যাচাই করা হবে। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) পরীক্ষকদের নির্দেশ দিয়েছে সমস্ত পরীক্ষার্থীর খাতা আবার একবার চেক করে নিয়ে নতুন নম্বর বোর্ডে সাবমিট করার জন্য।

Advertisement

WBBSE Madhyamik Result Latest Update.

যাতে কোন রকম নম্বরের গোলমাল রেজাল্টে (Madhyamik Result) না পাওয়া যায়, সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে এতে আখের লাভই হবে পরীক্ষার্থীদের। কারণ যাদের খাতায় ইতিমধ্যেই নম্বর কম দেওয়া হয়েছে, পুন র্মূল্যায়ন হলে সেই নম্বর আরো বেড়ে যাবে। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক এবারে।

Advertisement

WBBSE Madhyamik Result 2024

প্রতিবছর ৩ মাস বাদে বের হয় মাধ্যমিকের রেজাল্ট। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১২ই ফেব্রুয়ারি। হিসাব মতো তিন মাস বাদে হলে রেজাল্ট (Madhyamik Result) বেরোনোর কথা মে মাসে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর আগে তাই জানিয়েছিলেন। কিন্তু এর মধ্যে মে মাসে পড়ে গেছে লোকসভা ভোট। যদিও এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এই ভোট। চলবে একেবারে ২ জুন পর্যন্ত।

তাই যদি এই মাসেই রেজাল্ট (Madhyamik Result) না বের করা হয় তাহলে সেই জুন মাস মানে অনেক দেরি হয়ে যাবে। সে কারণে এবার তিন মাসের আগেই এপ্রিলের তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education). এই বছর মাধ্যমিক পরীক্ষার নম্বর পরীক্ষকরা জমা করেছেন অনলাইনে।

এক্ষেত্রে পর্ষদ একটি বিষয় লক্ষ্য করেছে। অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে দেখা গেছে ৭ টি সাবজেক্টের মধ্যে ৫ টিতে অত্যন্ত ভালো নম্বর করেছে, কিন্তু বাকি দুটিতে সেই পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে যদি রেজাল্ট তৈরি করা হয়, তাহলে সেই ভুল নম্বরই রেজাল্ট (Madhyamik Result 2024) দেওয়া হবে। পরবর্তীকালে সেই রেজাল্ট হাতে পেয়ে পরীক্ষার্থীরা অসন্তুষ্ট হতে পারে।

Advertisement

এমনকি পর্ষদের বিরুদ্ধে RTI ও করতে পারে। এতদিন যাবত প্রায় প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2024) এমন ত্রুটি লক্ষ্য করা গেছে। রেজাল্টে (Madhyamik Result) বিভিন্ন পরীক্ষার্থীর নম্বরে ভুল এসেছে। পরবর্তীকালে পরীক্ষার্থীরা নম্বর বাড়ানোর জন্য রিভিউ এর জন্য আবেদন করেছে। তখন দেখা গেছে অনেকে ভালো নাম্বার পেত, কিন্তু উল্টে নম্বর কমে গেছে রেজাল্টে।

স্কলারশিপের (NSDL Scholarship) আবেদন প্রক্রিয়া

এমনকি এর জেরে অনেকবার রাজ্যের প্রথম দশের মেধা তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে। তাই এবারে যাতে আর সেই সমস্ত ভুল ত্রুটি না হয় সেজন্যই কড়া ব্যবস্থা নিয়েছে পর্ষদ। পরীক্ষকদের আবার নির্দেশ দেওয়া হয়েছে খাতা যাচাইয়ের জন্য। ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দুপুর ২টো পর্যন্ত এই কাজ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো পরীক্ষার্থী (Madhyamik Result) খাতায় নম্বরে গরমিল দেখা যায়।

5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

তবে অবিলম্বে সেই পরীক্ষার্থীকে তার উপযুক্ত নম্বর দিতে বলেছে পর্ষদ পরীক্ষকদের। খাতা রিভিউ করে দেখে পুনরায় অনলাইনেই সেই স্কোর সাবমিট করতে বলা হয়েছে তাদের। এর উপর ভিত্তি করেই ফাইনাল রেজাল্ট (Madhyamik Result) তৈরি করা হবে সমস্ত পরীক্ষার্থীর। আর এই সম্পর্কে আরও আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।
Written by Nabadip Saha.

10 হাজার টাকা পাবে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। মাধ্যমিক পাশ করলেই দেবে সরকার।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment