Gold Price: অনেক হয়েছে। এবার সোনার দাম কমানোর নির্দেশ দিলো কেন্দ্র সরকার। মধ্যবিত্তের জন্য নতুন হলমার্ক সোনা বাজারে এলো

বিগত কয়েক মাস ধরে সোনার দাম (Gold Price) যে হারে বেড়েছে, তাতে সাধারণ মানুষের ভবিষ্যতে সোনা কেনা আর চাঁদে জমি কেনা সমান হওয়ার উপক্রম। যদিও সোনা দর আন্তর্জাতিক বাজার ও ডলারের দাম ওঠা নামার উপর নির্ভরশীল, তবে সরকার চাইলে সবই সম্ভব। আর এবার সাধারণ মধ্যবিত্তের সোনা কেনার স্বাদ অপূর্ণ রাখতে কেন্দ্র সরকারের অভিনব উদ্যোগ। যার জেরে একদিকে সাধারণ মানুষ হলমার্ক সোনা ও কিনতে পারবে। অন্যদিকে দাম ও আয়ত্তের মধ্যে থাকবে।

Modi Government step on Hallmark Gold Price

বর্তমানে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে কেন্দ্র সরকারের চাপে দাম কমলেও সেটা খুব একটা কমবে না একথা সকলেরই জানা। ২০১১ সালে সোনার দাম ১৮০০০ টাকা থেকে বেড়ে ২৬০০০ টাকায় এসে পৌঁছায়। ২০১২ সালে ৩১০০০ টাকা দাম হবার পর ফের ২০১৮ সাল পর্যন্ত দাম কম থাকে। তবে তার পর সোনার দাম বুলেট গতিতে বেড়েই চলেছে। ২০২৪ সালে সোনার দর ৭৭০০০ টাকা ছিল, আর এই ১০ মাসে ১২০০০০ টাকায় এসে পৌঁছেছে। আর এই ট্রেন্ড বজায় থাকলে ২০২৫ সালেই সোনার দাম ১৫০০০০ ছুঁতে পারে। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে, এরই মধ্যে বিকল্প ভাবনা ভেবে নিয়েছে কেন্দ্র সরকার।

১৮ ও ৯ ক্যারেট এর হলমার্ক সোনার প্রচলন

যেহেতু ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে গহনা হয়না, সাধার মানুষের গহনা ২২ ক্যারেট দিয়েই তৈরি হয়। তবে কেন্দ্র সরকার ১৮ ক্যারেট এর গহনা তৈরি করার উপর জোর দিচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের জন্য ৯ ক্যারেট এর সোনা কেনার জন্য উৎসাহ দিচ্ছে খোদ কেন্দ্র সরকার। আর এই সোনায় সরকারী স্ট্যাম্প তথা হলমার্ক করে দেওয়া হচ্ছে, যাতে এর কোয়ালিটি ও নিরাপত্তা নিয়ে সন্দেহ না থাকে।

9 ক্যারেট সোনার দাম কত?

২০ ক্যারেট সোনায় যেমন ৯১.৬০% খাঁটি সোনা থাকে, তেমনি ৯ ক্যারেট সোনায় ৩৭.৫০% খাঁটি সোনা থাকে। আর সোনার রং টা একটু হলদেটে হয়। তবে সাধারণ মানুষ এটা দেখে বুঝতে পারবে না। এই ৯ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পড়বে ৩৮০০০ থেকে ৪০০০০ টাকার কাছাকাছি। তবে সরকারি হলমার্ক চিহ্ন থাকায় এই সোনা কেনা নিরাপদ।

আরও পড়ুন, কেন্দ্র সরকারের এক সিদ্ধান্তে লাফিয়ে বাড়ছে, এই শেয়ার গুলো। বিনিয়োগ করার আগে এগুলো দেখে নিন

২০ ক্যারেট সোনার দাম ও কমলো

সামনেই ধনতেরাস, তাই ধনী থেকে মধ্যবিত্ত সকলেই চাইবেন, এই শুভ সময়ে মা লক্ষ্মীর নামে কিছু সোনার কিছু একটা কিনতে। তবে সোনার যা দাম, (Gold Price) তাতে সাধারণ মানুষ সোনার দোকানে ঢুকতেই ভয় পাচ্ছেন। তাই কেন্দ্র সরকার ৪০০০০ টাকার মধ্যে ৯ ক্যারেট সোনার উপর জোর দিচ্ছেন। এই সোনা একদিকে যেমন শক্ত হবে, অন্যদিকে সাশ্রয়ী ও হবে। তাই যাদের বাজেট কম, তারা এই সোনা কিনে দেখতে পারেন।

আজকের সোনার দাম কতো?

আজ ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম এর দাম রয়েছে ১২ হাজার ২২৯ টাকা। যার ফলে ১০ গ্রাম সোনা দাম ১ লক্ষ ২২ হাজার ২৯০ টাকা। একদিনে ১৮৬০ টাকা দাম কমেছে। ফলে আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসে সোনার মূল্য স্থির হবে। তবে কেন্দ্র সরকার যতই অভয়বানী দিক না কেন, যে দাম একবার বেড়ে গিয়েছে, তা কি ফিরিয়ে আনা যাবে? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন, কেন্দ্র সরকারের এক সিদ্ধান্তে লাফিয়ে বাড়ছে, এই শেয়ার গুলো। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা এই স্টক গুলোতে চোখ রাখুন

উপসংহার

সোনার মূল্য যেভাবে বাড়ছে, তাতে সাধারণ খেটে খাওয়া মানুষ সোনার উপর বিমুখ হয়ে রয়েছেন। যার জেরে জুন মাস থেকে পুজোর মরসুমের আগে পর্যন্ত সোনা কেনার হার ৬০% কমে গেছে। যার জেরে কেন্দ্র সরকার তড়িঘড়ি করে ৯ ক্যারেট সোনার দামের জনপ্রিয়তা বাড়ছে। যারা সোনা কিনতে চান, কিন্তু বাজেট কম, তারা এই সোনা একবার যাচাই করে দেখতে পারেন।

আরও পড়ুন, ঘরে বসে পেন্সিল প্যাকিং এর কাজ করে প্রতি মাসে প্রচুর টাকা রোজগার করুন। সম্পূর্ণ পদ্ধতি দেখে নিন

শেয়ার করুন: Sharing is Caring!