আপনি কি ভারতের নাগরিক? ঘরে LPG Cylinder রয়েছে? তাহলে অবশ্যই জেনে রাখা দরকার একটি বিষয়। আজকাল সব কিছুর ওপরই নেওয়া হয় GST. সেই অনুযায়ী, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) কিনলে তার জন্যেও নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নেয় সরকার। কিন্তু কত সেই ট্যাক্স, তা কি কেউ জানেন? কোনোভাবে আপনার কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন না তো ডিলাররা? তাহলে এখনই প্রতিবেদনটি পড়ে নিয়ে দ্রুত সাবধান হয়ে যান।
LPG Cylinder Tax Deduction Information.
যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবন যাত্রা বদলেছে। আগেকার মতো কয়লা ঘুঁটে এখন আর কেউ ব্যবহার করেনা। সবার ঘরেই রয়েছে LPG Cylinder. বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু হওয়ার পর থেকে গরিব দুঃখীদের ঘরেও পৌঁছে গিয়েছে এলপিজি কানেকশন। গ্যাস সিলিন্ডারে ধোঁয়া কম, কষ্ট কম। ফলে সহজ হয়েছে রান্না করা।
একটি গ্যাস ফুরাতে না ফুরাতেই বাড়িতে বসে অর্ডার দিয়ে দিলে আরেকটি সিলিন্ডার হোম ডেলিভারি করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এই পুরো প্রক্রিয়াটা কখনোই বিনামূল্যে হওয়া সম্ভব নয়। সরকার ডিলারদের গ্যাস সিলিন্ডার দিচ্ছে, ডিলাররা তাদের গাড়ি করে সেই LPG Cylinder আপনার বাড়িতে ডেলিভারি পাঠাচ্ছে, আবার ডেলিভারি বয়রা আপনার বাড়িতে এসে সেই গ্যাস রেখে দিয়ে যাচ্ছে।
সব কিছুর পেছনেই একটি খরচ রয়েছে যা আপনার থেকেই নেয় সরকার। এজন্যই গ্যাসের দাম এত বেশি। যদিও সম্প্রতি ১ এপ্রিল থেকে ১৪.২ কেজি LPG Cylinder Price ১০০ টাকা কমিয়েছে কেন্দ্র। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। গ্যাস সিলিন্ডারের দাম বরাবরই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। এর মধ্যে যদি কলকাতার দাম দেখা যায়।
তাহলে আগে একটি সিলিন্ডার কিনতে হতে ১১২৯ টাকা দিয়ে। গত বছর আগস্ট মাসে LPG Cylinder Price ২০০ টাকা কমিয়েছিল কেন্দ্র। যার ফলে নতুন দাম তখন হয় ৯২৯ টাকা। এই এপ্রিল মাসে আবারো ১০০ টাকা কমায় নতুন দাম হয়েছে ৮২৯ টাকা প্রতি সিলিন্ডারে। এবার আসি মূল কথায়, এর মধ্যে কতটা গ্যাসের আসল দাম আর কতটা ট্যাক্স। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল বা PPAC এর তথ্য অনুযায়ী প্রতি এলপিজি সিলিন্ডার কিছু ৫% করে GST কাটে কেন্দ্রীয় সরকার, যা হল ৪৩.৩৫৮ টাকা।
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?
ডিলারের চার্জ হিসেবে কাটা হয় আরো ৬১.৮৪ টাকা। হোম ডেলিভারির জন্য চার্জ কাটা হয় ২৭.৬০ টাকা। আর এস্টাবলিশমেন্ট চার্জ অর্থাৎ LPG Cylinder বাড়িতে ফিট করে দিয়ে আসার জন্য চার্জ নেওয়া হয় ৩৪.২৪ টাকা। আর এই বিপুল পরিমাণে ট্যাক্স নেওয়ার জন্য সাধারণ মানুষকে আসল দামের তুলনায় অনেক বেশি টাকা পকেট থেকে দিতে হয় এবং এই জন্যই অনেকে মনে করছেন যে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) কোনদিনই কমে না।Written by Nabadip Saha.
1 ও 10 টাকার কয়েন বাতিল? আপনার কাছে আছে? RBI এর এই নির্দেশ দেখুন।