LIC Career: বেকার ছেলে মেয়েদের মাসে ২১০০০ টাকা দিচ্ছে LIC. অনলাইনে আজই আবেদন করুন

দেশের চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় জীবন বীমা নিগমের তরফে LIC Career and LIC Internship Program বা ইন্টার্নশিপের মাধ্যমে রোজগারের এক দারুণ সুযোগ নিয়ে আসা হয়েছে। বর্তমানে যোগ্যতা থাকলেও সেই অনুসারে ভালো চাকরি পাওয়া বা রোজগার অনেকেই করতে পারছেন না। কিন্তু এবারে দেশের স্বনামধন্য রাষ্ট্রায়ত্ত কোম্পানির তরফে (Life Insurance Corporation of India) কাজ শেখার সঙ্গে সঙ্গে ভালো পরিমাণ টাকা রোজগারের সুযোগ করে দেওয়া হল।

LIC Internship program on LIC Career

যারা নতুন করে ক্যারিয়ার শুরু করছেন, তাঁদের সবার জন্য LIC Internship Program অবশ্যই ভালো সুযোগ। এখান থেকে পরবর্তীকালে ভালো চাকরি পেতে পারবেন। তবে অবশ্যই জেনে নেওয়া দরকার এখানে আবেদন করতে হলে কি যোগ্যতা লাগবে, আবেদনের জন্য নিয়ম গুলি কি কি, ইন্টার্নশিপ চলাকালীন কত মাইনে পাবেন, আবেদনের নিয়মাবলী এবং আবেদন জানানোর সময় ইত্যাদি বিষয়।

LIC of India Internship 2024

রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC সকলের কাছে পরিচিত। ১৯৫৬ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত বীমা সংস্থার প্রধান কার্যালয়টি অবস্থিত ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে। ভারত সরকার পরিচালিত এই জীবন বীমা সংস্থার ব্রাঞ্চ ছড়িয়ে ছিটিয়ে এই দেশের গ্রাম শহর সর্বত্র। দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলে জীবন বীমা পৌঁছে দেওয়া ও মানুষকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা বীমা সংস্থাটির প্রধান লক্ষ্য।

আর তাই এই LIC সংস্থার তরফে বিনামূল্যে আয়োজন করা হয়েছে নতুন ইন্টার্নশিপ ট্রেনিং (LIC Internship 2024). এর দ্বারা চাকরিপ্রার্থীরা যেমন উপকৃত হবেন, ঠিক তেমনভাবেই ভবিষ্যতের জন্য অগ্রসর হতে পারবেন। তাই আর দেরি না করে জেনে নেওয়া জরুরী LIC-র ইন্টার্নশিপে আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারেন, এখানে কিভাবে ইন্টার্নশিপ চলবে, মাসে কত স্টাইপেন্ড দেওয়া হবে, এবং এই ইন্টারশীপ বিষয়ে বিস্তারিত।

ইন্টার্নশিপের ট্রেনিং ও সময়

যেই সকল চাকরিপ্রার্থীরা এই LIC Internship 2024 ট্রেনিং অংশ নেবেন বলে ঠিক করেছেন, তাদের উদ্দেশ্যে বলা জরুরী যে, এলআইসির ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে দিল্লিতে অর্থাৎ আপনাকে ট্রেনিংয়ের জন্য দিল্লিতে যেতে হবে। এলআইসির এই ট্রেনিংটি চলবে ৬ মাস ধরে। যে সকল প্রার্থীরা এখানে ইন্টার্নশিপের ট্রেনিং এর জন্য অংশগ্রহণ করবেন তাঁদের উল্লিখিত সময়ের মধ্যে প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে?

LIC Internship 2024 এ অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতিমাসে নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হবে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, মাসে কত স্টাইপেন্ড দেওয়া হবে? তাহলে জেনে রাখা দরকার, এখানে প্রতিটি ইন্টার্নকে সপ্তাহে ৭০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, যা মাসিক হিসেবে ২১০০০ থেকে ২৮,০০০ টাকা পেতে পারেন। এছাড়াও, আরেকটি বিষয় জেনে নিন ইন্টার্নশিপ শেষে সকল প্রার্থীদের দেওয়া হবে সার্টিফিকেট ও লেটার অফ রিকমেন্ডেশন। যা ভবিষ্যতে তাদের সকলের চাকরির জন্য কাজে লাগবে।

ইন্টার্নশিপে কি কাজ করতে হবে?

  • আপনাদের কাজ হবে গ্রাহকদের কাছে LIC এজেন্সির সুবিধা সম্পর্কে ফোনের মাধ্যমে তথ্য প্রদান করা।
  • পাশাপাশি, গ্রাহকদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে।
  • নতুন কর্মীদের আপনাদের প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের জন্য আয়োজন করতে হবে অরিয়েন্টেশন প্রোগ্রাম।

LIC ইন্টার্নশিপে আবেদন পদ্ধতি

যারা LIC সংস্থার বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এ অংশ নিতে চান তারা কিভাবে আবেদন করবেন? ইন্টার্নশিপ প্রোগ্রামে অনলাইনে LIC Career Protal এর মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে সমস্ত তথ্য পূরণ করে, প্রয়োজনীয় নথি গুলি যুক্ত করে আপনাদের সাবমিট করে দিতে হবে। ‌তাহলেই আপনার আবেদন জমা হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ

LIC Internship 2024 জন্য আবেদন করার শেষ তারিখ হলো ১০ই নভেম্বর, ২০২৪। তাই মনে রাখবেন, যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময় সীমার মধ্যে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। দেরি হলে আবেদন নাও গ্রহণ করা হতে পারে।

শেয়ার করুন: Sharing is Caring!