Kotak Suraksha Scholarship – এই স্কলারশিপে আবেদন করলেই পাবেন 10 হাজার থেকে 1 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা এইভাবে আবেদন করুন।

পশ্চিমবঙ্গের পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য দারুন খবর। এবারে আর পড়াশোনার জন্য টাকার দরকার হলে Kotak Suraksha Scholarship বা কোটাক সুরক্ষা স্কলারশিপের মাধ্যমে অনেক সুবিধা হতে চলেছে পড়ুয়াদের। অনেক ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে ভালোভাবে পড়াশোনার সুযোগ পায় না। এবার তাদের পাশে দাঁড়ালো কোটাক গ্রুপ। বার্ষিক ১ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি দেবে তারা এই রাজ্যের পড়ুয়াদের। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের অন্যান্য কয়েকটি রাজ্যের পড়ুয়া ছেলে মেয়েরাও পাবে এই সুবিধা।

Kotak Suraksha Scholarship Online Apply.

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার তরফ থেকে এর আগে একাধিক স্কলারশিপ স্কিম চালু হয়েছে দুস্থ পড়ুয়াদের সাহায্যের জন্য। তার মধ্যে অন্যতম একটি হলো কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship). তবে একটি কথা মাথায় রাখা দরকার, সকলে কিন্তু এই স্কলারশিপের (Scholarship) টাকা পাবে না। কারা কারা পাবেন? এবং টাকা পেতে হলে কি কি করনীয়? সব জানতে হলে নিচে পড়ুন।

Kotak Suraksha Scholarship 2024

Kotak Suraksha Scholarship বেসরকারি স্কলারশিপ (Private Scholarship) স্কিম গুলির মধ্যে বেশ জনপ্রিয়। কোটাক সিকিউরিটিজ লিমিটেড এর পক্ষ থেকে স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর। স্কুল স্তরে নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং কলেজের স্নাতক ডিগ্রী উত্তীর্ণ পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়। যেখানে নগদ ১ লক্ষ টাকা করে বৃত্তি পাওয়ার সুযোগ থাকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে।

এই বছর সম্প্রতি এই Kotak Suraksha Scholarship আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যোগ্য তারা এই ভাবে আবেদন করুন। আর এই স্কলারশিপে (Scholarship 2024) আবেদন করার মাধ্যমে আপনারা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক ৫০ হাজার টাকা বৃদ্ধি দেওয়া হয়। যারা স্নাতক ডিগ্রী উত্তীর্ণ পড়ুয়া তাদের ১ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ স্কলারশিপ দেওয়া হয়।

Who Are Eligible For Apply Kotak Suraksha Scholarship?

১. এই স্কলারশিপ পেতে হলে অবশ্যই ক্লাস 9 থেকে 12, অথবা স্নাতক ডিগ্রী উত্তীর্ণ হতে হবে।
২. আগের ক্লাসের পরীক্ষায় অন্তত পক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
৩. প্রার্থীর পরিবারের বার্ষিক আয় কোন ভাবেই ৩ লক্ষ ২০ হাজারের উপরে থাকা বাঞ্ছনীয় নয়।
৪. কেবল মাত্র শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদেরই এই স্কলারশিপে টাকা দেওয়া হবে।
৫. Kotak Securities Limited এর কর্মীদের ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবেন না।

Kotak Suraksha Scholarship Apply Documents

১. আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।
২. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
৩. একটি ইনকাম সার্টিফিকেট।
৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।

৫. রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৬. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
৭. ব্যাংকের পাস বই।
৮. আর এই আবেদন করার আগে আপনাদের আরও কিছু নথিপত্র প্রয়োজন হতে পারে।

Kotak Suraksha Scholarship Online Apply

১. প্রথমে www.buddy4study.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। রেজিস্ট্রেশন করা না থাকলে নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে তা করে ফেলুন।
৩. লগইনের পর Kotak Suraksha Scholarship Program 2024-25 এ ক্লিক করুন।

৪. Start Application ক্লিক করে আবেদন করা শুরু করুন।
৫. প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে নিন।
৬. Save And Next করে পরের পেজে এসে উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন Kotak Suraksha Scholarship এ আবেদন করার জন্য।

EMPS Scheme Electric Mobility Promotion Scheme (গাড়ি কিনতে টাকা দিচ্ছে সরকার)

৭. আবার Save and Next করে Terms And Conditions’ সেকশনে গিয়ে Accept বাটনে ক্লিক করুন।
৮. এরপর Preview বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন যাচাই করে নিয়ে Submit বাটন প্রেস করুন। আবেদন শেষ। নিজের অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট নিয়ে নিন।

স্কুল কলেজ পড়ুয়াদের টাকা দিচ্ছে PNB ব্যাংক। স্কলারশিপের টাকা পেতে এইভাবে আবেদন করুন।

Kotak Suraksha Scholarship Online Apply Last Date

সংশ্লিষ্ট কোম্পানির তরফ থেকে এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদন করার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর তা চলবে আগামী ৩০ শে জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। তাই যে সমস্ত প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক এবং উপযুক্ত তারা শীঘ্রই নিজেদের আবেদন সম্পূর্ণ করূন।
Written by Nabadip Saha.

হোলি উপলক্ষে পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ শুরু। কারা পাবে? কিভাবে আবেদন করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment