SBI Car Loan – গাড়ি কেনার জন্য 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে?

যাদের গাড়ি কেনার শখ রয়েছে, কিন্তু অর্থের অভাবে নিতে পারছেন না। তাদের জন্য গাড়ি ঋণ বা SBI Car Loan এর মাধ্যমে স্বপ্ন পূরণ করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক তথা SBI. এই স্কীমের মাধ্যমে নুন্যতম খরচে স্টেট ব্যাংকের সহায়তায় আপনার স্বপ্নের গাড়ি কিনতে পারেন।

জীবনে অর্থের অভাব কখন হয় বলা যায় না। আর এই জন্যই আমাদের ঋণ (Bank Loan) নেওয়ার প্রয়োজন পড়ে। রোজগার করলেও আমাদের অনেককেই টাকা ধার করতে হয় নানা প্রয়োজনে, আর এটা বাস্তব। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। SBI এর গ্রাহকরা বিভিন্ন সুবিধা জনক শর্তে লোন পান। কিন্তু আপনারা কি জানেন এই ব্যাংকের কিস্তি বা Bank EMI এর হিসাব? আপনি লোন নিচ্ছেন, তার পরিবর্তে ব্যাংক আপনার থেকে মাসিক সুদ কাটছে।

Get Instant SBI Car Loan.

কিন্তু আদৌ কি আপনি জানেন ব্যাংক কত হারে সুদ কাটে আপনার থেকে? কোনভাবে বেশি টাকা কেটে নেওয়া হয় না তো আপনার অ্যাকাউন্ট থেকে? আজ আমরা এসবিআই গ্রাহকদের সুবিধার উদ্দেশ্যেই এই প্রতিবেদন এনেছি। যদি আপনার এসবিআইতে একাউন্ট (SBI Bank Account) থেকে থাকে এবং আপনি লোন নেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে আগে অবশ্যই জেনে রাখুন এই ব্যাংকের ইএমআই রেট (SBI Car Loan EMI Interest Rate).

SBI Car Loan Online Apply

আজ এখানে যে লোনের বিষয়ে আমরা কথা বলবো সেটি হল কার লোন (SBI Car Loan). আমাদের মধ্যে অনেকেই গাড়ি কেনার স্বপ্ন দেখেন। কিন্তু বর্তমানে জিনিসের যা আকাশ ছোঁয়া দাম তাতে একটা ভালো গাড়ি কিনতে গেলেও ৫ লাখ টাকার কমে হবে না। এই পরিস্থিতি অনেক মানুষই গাড়ি কেনার জন্য লোন (Car Loan) নেন তার ব্যাংক থেকে। এসবিআই গ্রাহকরা কার লোন নিলে অনেক আকর্ষণীয় সুবিধা পান। কিন্তু আপনি ৫ লাখ টাকা লোন নিলে সুদে আসলে কত টাকা আপনাকে শোধ করতে হবে সেই হিসাব জানেন কি? না জানলে নিচে দেখে নিন।

Bandhan Bank Loan (বন্ধন ব্যাংক লোন)

SBI Car Loan Online EMI Calculator

মনে করুন আপনি একজন ষ্টেট ব্যাংকের গ্ৰাহক। গাড়ি কেনার জন্য 5 লক্ষ টাকা কার লোন (SBI Car Loan) নিচ্ছেন আপনার ব্যাংক থেকে। লোন পরিশোধ করবেন ৫ বছর ধরে। তাহলে এক্ষেত্রে ব্যাংক আপনাকে প্রতিবছর ৯.৭০ শতাংশ সুদের হার চার্জ করবে। যদি আপনার সিবিল স্কোর (Civil Score) বেশি থাকে তখন আপনি ৮.৮৫ শতাংশ সুদেও এই লোন পেতে পারেন। আপনাকে সেক্ষেত্রে কত টাকা করে শোধ করতে হচ্ছে?

টাকার প্রয়োজন মেটাবে আধার কার্ড। মাত্র 5 মিনিটে সবচেয়ে কম সুদে অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করুন।

SBI Car Loan EMI Calculator

৫ বছর পর সুদ আসল মিলিয়ে কত টাকাই বা হচ্ছে? এসবিআই কার লোন ক্যালকুলেটর (SBI Loan Calculator) অনুযায়ী, যদি সবচেয়ে কম অর্থাৎ ৮.৮৫ শতাংশ সুদ হিসেবেও দেখা হয়, তবে মাসিক আপনাকে ১০,৩৪৩ টাকা সুদ গুনতে হবে ব্যাংকের কাছে অর্থাৎ ১ বছরে এই সুদ হবে ১,২০, ৫৬৯ টাকা। যা ৫ বছর পর হবে ৬,২০,৫৬৯ টাকা। অর্থাৎ ৫ লক্ষ টাকা কার লোনের জন্য এত গুলো টাকা আপনাকে সুদে আসলে শোধ দিতে হবে ৫ বছর পর (SBI Car Loan).
Written by Nabadip Saha.

শুধুমাত্র গাড়ি নয়, বিভিন্ন কারনে লোনের প্রয়োজন হলে নিচের লিংকে ক্লিক করুন।
বাড়ির লোন পেতে এখানে দেখুন।
পার্সোনাল লোন পেতে এখানে দেখুন।
ব্যবসার লোন পেতে এখানে দেখুন।
পড়াশোনার লোন পেতে এখানে দেখুন।
স্বর্ণ ঋণ পেতে এখানে দেখুন।
মুদ্রা লোন পেতে এখানে দেখুন।

ভোটের আগে 40 কোটি জনগন টাকা পাবে। সরকারি ব্যাংকে একাউন্ট থাকলেই আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment