Skip to content
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
       
Bank Account Limitation

Bank Account: নিজের নামে সর্বোচ্চ কয়টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যেতে পারে? জানুন RBI-র নিয়ম।

October 18, 2024 by EK24 News Desk
follow icon গুগল নিউজে আমাদের পড়ুন

ব্যাংকিং সেক্টর ও Bank Account বর্তমানে বহু মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রায় প্রতিটি ভারতীয় নাগরিকেরই এখন একটি না একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। অনেকে আবার একটির বেশিও Bank Account খুলে রাখেন বিভিন্ন উদ্দেশ্যে। যেমন, একটি অ্যাকাউন্ট থাকে স্যালারি অ্যাকাউন্ট হিসেবে, আবার অন্যটি সেভিংস বা ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহার করা হয়। তবে প্রশ্ন থেকে যায়, সর্বোচ্চ কটি ব্যাংক অ্যাকাউন্ট রাখা যেতে পারে? এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর কোনো বিশেষ নিয়ম কি আছে?

এক ঝলকে ~
Toggle
    • ব্যাংক অ্যাকাউন্টের প্রকারভেদ
  • How many Bank Accounts can a person have in india
    • একজন ব্যক্তির সর্বোচ্চ কটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে?
    • ব্যাংক অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্সের নিয়ম

ব্যাংক অ্যাকাউন্টের প্রকারভেদ

বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
১. সাধারণত, ব্যক্তিগত লেনদেন বা সঞ্চয়ের জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়। এই ধরনের অ্যাকাউন্ট থেকে টাকা জমা এবং তোলার সুবিধা পাওয়া যায়।
২. অন্যদিকে, কারেন্ট অ্যাকাউন্ট (Current Account) সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। এখানে প্রচুর পরিমাণে লেনদেন করা সম্ভব, কিন্তু সেভিংস অ্যাকাউন্টের মতো সুদ পাওয়া যায় না।

৩. এছাড়া, যদি দুই বা ততোধিক ব্যক্তি মিলে একটি ব্যাংক একাউন্ট পরিচালনা করতে চান, তবে তারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক ব্যক্তি একই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন এবং প্রয়োজনমতো লেনদেন করতে পারেন।
৪. এছাড়াও কিছু ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ ধরনের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও অফার (Zero Balance Bank Account) করে থাকে। প্রধানমন্ত্রী জনধন যোজনার (PMJDY) অধীনে খোলা অ্যাকাউন্টগুলো এই তালিকায় আসে।

How many Bank Accounts can a person have in india

একজন ব্যক্তির সর্বোচ্চ কটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে?

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) অনুযায়ী, একজন ভারতীয় নাগরিক কটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন তার ওপর কোনো নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ, একজন নাগরিক চাইলে একাধিক ব্যাংকে বা একাধিক ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ইত্যাদি সব ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন তিনি। সুতরাং, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি RBI।

ব্যাংক অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্সের নিয়ম

যদিও  ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যার ওপর কোনো সীমা নেই, তবে প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যেমন, ব্যাংকিং সংস্থাগুলি সাধারণত অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ নূন্যতম ব্যালেন্স বজায় রাখার শর্ত দেয়। আর নূন্যতম ব্যালেন্সের পরিমাণ নির্ভর করে গ্রাহকের বাসস্থান বা ব্যাংকের শাখার অবস্থানের ওপর। মেট্রো শহর, শহরতলি বা গ্রামীণ এলাকার ওপর ভিত্তি করে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ ভিন্ন হতে পারে।

আরও পড়ুন, এলআইসি নতুন পলিসি। এককালীন বিনিয়োগে সারাজীবন প্রতিমাসে ১ লাখ টাকা করে পাবেন

যদি কোনো গ্রাহক তার অ্যাকাউন্টে এই নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হন, তবে ব্যাংক সেই গ্রাহককে জরিমানা (fine) আরোপ করতে পারে। সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে এই ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্য এই নূন্যতম ব্যালেন্স রাখার নিয়ম থাকে না। আবার যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তাদের এইধরনের নূন্যতম ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন হয়না।

 

Categories Economic News Today
Post Office Recruitment: ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিমাসে বেতন 30,000 টাকা। অনলাইনে আবেদন করুন
AIIMS Kalyani Recruitment: কল্যাণী এইমসে চাকরির সুযোগ। যোগ্যতা অনুযায়ী আবেদন করুন
শেয়ার করুন: Sharing is Caring!
Google News

সাম্প্রতিক পোস্ট

  • রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve bank of India)
    রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানায় ৩টি ব্যাংক কে কড়া শাস্তি। টাকা তোলায় নিষেধাজ্ঞা। মহা চিন্তায় কোটি কোটি গ্রাহক
  • ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন (Instant Personal Loan)
    সরকারি কর্মীদের ৩০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দিচ্ছে। স্যালারি একাউন্ট থেকে পার্সোনাল লোনের জন্য কিভাবে আবেদন করবেন?
  • লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Scheme)
    লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ছে? কবে টাকা ঢুকবে? নতুন করে কিভাবে আবেদন করবেন?
  • সরকারি কর্মীদের ছুটি (Holidays on strike)
    পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য, নবান্নের জরুরী বিজ্ঞপ্তি। না মানলে বেতন কাটা যাবে
  • 8th Pay Cmmission salary Hike
    Pay Commission: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ ও পে কমিশন নিয়ে বড় খবর দিলেন মলয় মুখোপাধ্যায়

EK24 News is MSME registered popular Bengali News Portal in Bengal Industry with approximately 6M monthly readers. Providing career and finance related authentic information for the people by the people.

Company

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertisement

Follow us

  • WhatsApp
  • Facebook
© Copyright 2023, All Rights Reserved | EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
Join