হঠাৎ অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের তড়িঘড়ি টাকার দরকার হয়। এই পরিস্থিতিতে অনেকেই ব্যাংক ঋণ তথা Bank Loan নিয়ে থাকেন। কিন্তু লোন চাইলে কি সহজে পাওয়া যায়? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লোনের আবেদন করেও টাকার জন্য হয়রানি হতে হচ্ছে মানুষকে। তখন অনেকেই ব্যাংক কর্তৃপক্ষকে দোষ দিয়ে থাকেন। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি কেন হয় এমনটা? এর দোষ আসলে আপনারই। আপনার নিম্নমানের সিবিল স্কোরের জন্য (CIBIL Score).
How To Improve CIBIL Score For Apply Bank Loan.
Bank Loan পাওয়ার বিষয়টি অনেকটাই নির্ভর করে এই সিবিল স্কোর এর ওপরই। যার CIBIL Score যত বেশি সে তত সহজে লোন পাযন। এমনকি লোনের ওপর সুদও কম নেওয়া হয় সেই ব্যক্তির থেকে। অপরদিকে যার সিবিল স্কোর কম তার লোন আটকে দেওয়া হয় মাঝে মধ্যে অথবা লোন পেলেও তার ওপর চড়া হারে সুদ দিতে হয় Bank Loan নিলে। যদি আপনি এই অসুবিধা গুলি ভোগ করতে না চান তবে আজই উন্নত করুন নিজের সিবিল স্কোর কে। কিভাবে, সেটা জানতে হলে শেষ পর্যন্ত পড়তে হবে।
Why CIBIL Score Reduce?
সিবিল স্কোর কম হলে যেমন লোনের জন্য ভুগতে হয়, তেমনি সিভিল স্কোর কমার পেছনেও দায়ী এই Bank Loan. মনে করুন কখনো আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন বা Bajaj Finance Card বা অন্য কোন Zero Cost Emi Card থেকে কোনও শপিং করেছেন। কিন্তু সেই লোনের কিস্তির টাকা ঠিক সময় মত পরিশোধ করতে পারেন নি। এই পরিস্থিতিতে লোন শোধ করতে যত দেরি হবে ততই ব্যাংক থেকে চাপ দেওয়া হবে ঋণ গ্রহীতাকে। সাথে ধার্য করা হবে জরিমানা। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে এখানে তা হল আপনার সিবিল স্কোর কমে যাবে। এছাড়া আপনার চেক বাউন্স হলে এবং Bank Loan মঞ্জুর না হলে অথবা বার বার CIBIL Score চেক করলে সিবিল স্কোর কমে যেতে পারে।
লোনের ইএমআই (Bank Loan EMI) যত বাউন্স হতে থাকবে তত বেশি সিবিল স্কোরে এর ওপর প্রভাব পড়বে এবং তা কমতেই থাকবে। এর ফলে ভবিষ্যতে ব্যাংক লোন পেতে আপনার চরম সমস্যা হবে। তবে এখন আর চিন্তা নেই। আপনার যদি কোন কারনে Bank Loan শোধ দিতে অসুবিধা হচ্ছে এবং তার ফলে সিবিল স্কোর কম হয়ে পড়েছে, তাহলেও আপনি এই সমস্যা সহজেই সমাধান করতে পারেন। এই জন্য করতে হবে চারটি কাজ।
How To Increase CIBIL Score For Apply Bank Loan
- EMI নিয়মিত পরিশোধ
- বকেয়া টাকা পরিশোধ
- আগে থেকে EMI এর তারিখ পরিবর্তন
- সমস্যা হলে আগে থেকে জানানো
১. যদি কোনো কারণে আপনি ব্যাংক লোন নিয়ে তা শোধ করতে অক্ষম হন তখন বিষয়টিকে গোপন করলে বেশি সমস্যায় পড়তে হয়। তাই এখন থেকে সেই ব্যাপারটি ব্যাংকে গিয়ে জানান ম্যানেজারের কাছে। ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না, এই নিশ্চয়তা যদি আপনি ব্যাংক কে দেন, তখন জরিমানা (Bank Loan Fine) ধার্য করা হলেও তা কম হতে পারে। ফলে আপনার সিবিল স্কোর অনেকটাই রক্ষা পাবে।
২. যদি কোনো কারণে আপনি লোন পরিশোধ না করতে পারেন, তখন ক্রমশ জরিমানা ধার্য করতে থাকে ব্যাংক। আপনি যত দেরি করবেন জরিমানাও তত বেড়েই চলবে। ফলস্বরূপ লোনের ইএমআইও তত বাউন্স করবে। টানা তিন মাস ইএমআই বাউন্স করলে সিবিল স্কোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে এক মাস বা দু মাস যাওয়ার পরই আপনি যদি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গিয়ে সিবিল স্কোরে নেতিবাচক রিপোর্ট না পাঠাতে বলেন তাহলে তা বেঁচে যাবে। তবে এর জন্য আপনাকে যত শীঘ্র সম্ভব EMI শোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে (Bank Loan EMI Interest Rate).
৩. যদি লোন নিয়ে একান্তই আপনি ইএমআই শোধ করতে অসুবিধা বোধ করেন তখন ব্যাংকের কাছে একটি লিখিত আবেদন জমা দিতে হবে। এখানে আপনি উল্লেখ করবেন যে আপনি লোন পরিশোধ করার জন্য আরও কিছুটা সময় চেয়ে নিচ্ছেন। ব্যাংক যদি আপনাকে সেই সুযোগ দেয় তাহলে আপনার সিবিল স্কোর (Bank Loan CIBIL Score) অক্ষত থাকবে।
LIC তে 10 বছরে 7 গুন রিটার্ন দিয়েছে। দেখে নিন দেশের সেরা 10 টি বিনিয়োগ প্রকল্প।
৪. অনেক সময় Bank Loan দিতে অক্ষম থাকলে ব্যাংক বকেয়া ইএমআই শোধ করার সুযোগ দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ইএমআই (EMI On Loan) না দিতে পারলে মাসের শুরুতেই কিছুটা দিয়ে রাখুন। এতে আপনার সুবিধা হবে আর সিবিল স্কোরও বাঁচবে। আর ব্যাংক থেকে ঋণই (Loan) নয় যে কোন প্রতিষ্ঠানই হোক না কেন আপনাদের এই নিয়োগ গুলি মেনে নিয়ে চলতে হবে।
এছাড়া বিভিন্ন রকম লোনের জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Written by Nabadip Saha.
টাকার দরকার হলেই আবেদন করুন আধার লোন এ।
ব্যবসা করতে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার।
গাড়ি কেনার জন্য 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক।
কম সুদে লোন দিচ্ছে বন্ধন ব্যাংক। কিস্তির টাকা নিয়ে চিন্তা নেই।
টাকার দরকার হলে মাত্র 5 মিনিটে লোন দিচ্ছে বাজাজ ফাইন্যান্স।