বিপদ কখন কোথা থেকে আসে বলা যায় না। আর এই বিপদের সময়ে অনেকেই পার্সোনাল লোনের (Bajaj Finserv Personal Loan) জন্য আবেদন করে থাকে। আর বিপদের সময়ে আপনজনের থেকেও টাকা বেশি সাহায্য করে। শুনতে খারাপ লাগলেও এইটাও হল কলিযুগের শাশ্বত সত্য। কিন্তু এই মুহূর্তে যদি হাতে টাকা না থাকে কি করবেন? কোথা থেকে জোগাড় করবেন জরুরী ভিত্তিতে টাকা।
Bajaj Finserv Personal Loan 2024 Online Apply.
এখন আর চিন্তা নেই। যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে লোন দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বাজাজ ফাইন্যান্স (Bajaj Finserv Personal Loan). টাকার দরকার হলে এখানে আবেদন করুন আর মাত্র ৫ মিনিটেই পেয়ে যান লোন (Loan In 5 Minutes) আপনার যত টাকা দরকার তত টাকাই লোন (Bajaj Finserv Loan) নিতে পারেন এখান থেকে। কিভাবে এই লোন পাওয়া যাবে? কত হারে সুদ দিতে হবে? ইত্যাদি বিষয় গুলি দেখে নেয়া যাক।
Know About Bajaj Finserv Personal Loan
বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে যে কোনো প্রয়োজনের জন্য সহজ শর্তে Bajaj Finserv Personal Loan নেওয়া যেতে পারে। তাছাড়া অন্য কোনো ঋণ থাকলেও তাও স্থানান্তর করা যায়। এখান থেকে আপনি পড়াশোনা, ব্যবসা, বিবাহ, গাড়ি কেনা, বাড়ি কেনা বা চিকিৎসা ইত্যাদি যে কোনো ধরনের লোন নিতে পারেন। খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই লোন পাওয়ার জন্য আপনি আবেদন জানাতে পারেন।
সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Personal Loan Upto 35 Lakh) দেওয়া হয় আপনাকে। ১২ মাস থেকে ৬০ মাসের মেয়াদে এই লোন শোধ করতে হয়। তবে ব্যক্তিগত ঋণ (Personal Loan) হোক বা অন্যান্য ঋণ (Loan) সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ Processing Fees সহ GST দিতে হয় গ্রাহকদের। আর এই লোন একটি বেসরকারি সংস্থা মারফত দেওয়া হয়। সেই জন্য সকল নিয়ম আগে জেনে নিয়ে তবেই আবেদন করবেন।
Bajaj Finserv Personal Loan Benefits
১. বাজাজ ফাইন্যান্স থেকে পার্সোনাল লোন পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে ব্যাংকে লাইন দিতে হবে না। ঘরে বসেই অনলাইনে আবেদন করুন আর পেয়ে যান লোন (Bajaj Finserv Personal Loan Online).
২. বাজাজ ফিনসার্ভ অনলাইন পার্সোনাল লোন নিতে গেলে কোনরকম গ্যারেন্টার লাগে না।
৩. গ্রাহকরা নিজের সুবিধা মত সর্বোচ্চ ৬০ মাস ধরে এই ঋণ পরিশোধ করার সুযোগ পান।
৪. গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত লোন অনলাইনে দেয় বাজাজ ফিনসার্ভ।
Bajaj Finserv Personal Loan Interest Rate
১. আপনি যদি কোনো Bajaj Finserv Personal Loan নেন তবে বার্ষিক 11-35% সুদ গুনতে হবে আপনাকে।
২. Marriage Loan বা বিবাহের জন্য লোনের ক্ষেত্রে 13% সুদ নেওয়া হয় বছরে।
৩. যদি বাজাজ ফাইন্যান্স Credit Card থাকে, তবে সেখান থেকে Loan নিলে বার্ষিক 3.99% হারে সুদ ধার্য হবে।
৪. কোনো রকম Medical Emergency বাবদ Loan নিলে 11% প্রতি বছরে জমা করতে হয় সুদ হিসেবে।
Bajaj Finserv Personal Loan Apply Criteria
১. বাজাজ ফাইন্যান্স অনলাইন লোন পেতে গেলে প্রথমেই আপনাকে হতে হবে ভারতের একজন স্থায়ী নাগরিক।
২. কেবল বাজাজ কোম্পানির কাস্টমাররাই এই লোন নিতে পারবেন।
৩. ঋন গ্রহীতার অবশ্যই নিজস্ব একটি স্থায়ী আয়ের উৎস থাকতে হবে।
৪. ঋণ গ্ৰহীতার বয়স হতে হবে ২৪ থেকে ৭২ বছরের মধ্যে।
Bajaj Finserv Personal Loan Apply Documents
১. পরিচয়ের যে কোন একটি প্রমাণ, Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
২. স্থায়ী ঠিকানার একটি প্রমাণ।
৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. বাজাজ ফাইন্যান্স ব্যাংকের পাস বই।
৫. আয়ের প্রমান হিসেবে কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
How To Apply Bajaj Finserv Personal Loan
১. প্রথমে বাজাজ ফিনসার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোম পেজের উপর Personal Loan অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
৩. যদি Personal Loan এ ক্লিক করেন, তবে তার ভেতর বিভিন্ন সাব ক্যাটাগরী দেখাবে যেমন Home Loan, Car Loan, Gold Loan, Educational Loan, Marraige Loan ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি বাছুন।
৪. এরপর Apply Now বাটনে ক্লিক করুন।
৫. নতুন পেজ খুলবে, যেখানে লোনের জন্য এপ্লিকেশন ফর্ম আসবে। এখানে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি নির্বাচন করুন।
৬. এরপর লোন সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন কোন কারণে লোন নিচ্ছেন, কত সময়ের মেয়াদে তা শোধ করবেন ইত্যাদি লিখতে হবে (Bajaj Finserv Personal Loan Apply).
বন্ধন ব্যাংকের লোন আছে? নতুন লোন নেবেন? বিরাট সুখবর জেনে নিন।
সব কিছু হয়ে গেলে Submit বাটন ক্লিক করুন। তাহলে লোনের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে। লোনের বিষয় যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে আপনার নিকটবর্তী বাজাজ ফিনসার্ভ ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা নিচে দেওয়া হেল্পলাইনেও কানেক্ট হতে পারেন। টোল ফ্রি নম্বর – 029 7157 6064. ইমেল আইডি -investors@bajajfinserv.in.
Written by Nabadip Saha.