এতদিন পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প (Govt Scheme) ছিল লক্ষ্মীর ভান্ডার। যাতে ১০০০ এবং ১২০০ টাকা করে মাসিক ভাতা পেতেন রাজ্যের মা বোনেরা। আর যার জেরে রাজ্যের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে মা মাটি মানুষ সরকার কে। আর এবার আরও একটি চমকপ্রদ জনমুখী সরকারি প্রকল্প বা Govt Scheme এর নাম সামনে এলো। যাতে নগদ ৫০০০ টাকা করে দেওয়া হবে রাজ্যবাসীর ব্যাংক একাউন্টে। শুধু মহিলাই নন, নারী পুরুষ নির্বিশেষে যেকোনো ব্যাক্তি এখানে আবেদন করে টাকা পেতে পারেন। রাজ্যের জনমুখী প্রকল্পের (Govt Scheme List) তালিকায় এটি এক নতুন সংযোজন। কি এই প্রকল্প? কারা সুবিধা পাবেন এখানে? কিভাবে আবেদন জানাবেন? সবকিছু বলা হল নিচে।
Govt Scheme Samudrasathi Scheme
রাজ্য সরকার মৎস্য জীবিদের উদ্দেশ্যে চালু করেছে এই স্কিম। সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি স্থানে মৎস্য চাষের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে তাদের ৫০০০ টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে। প্রতিবছর মে ও জুন এই দুই মাস ধরে ভাতা দেওয়া হয় তাদের একাউন্টে। যা আর্থিক দিক থেকে বড় ভাবে সাহায্য করে সেই সকল দরিদ্র মানুষদের।
সমুদ্রসাথী প্রকল্প
এবছর রাজ্য বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্র সাথী প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর কথা জানান। এজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের ভান্ডার থেকে। যার মাধ্যমে উপকূলবর্তী এলাকায় মোট ২ লাখ মানুষকে ভাতা দেওয়া হবে।
কারা এই প্রকল্পের যোগ্য?
- আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ব্যক্তির জীবিকা নির্বাহের প্রধান উৎস হতে হবে মৎস্য চাষ এবং সেই সম্পর্কে রাজ্য সরকারের রেজিস্ট্রেশন থাকতে হবে।
- শুধুমাত্র রাজ্যের উপকূলবর্তী এলাকা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি স্থানের বাসিন্দারাই এই প্রকল্পের টাকা পাবেন।
কিভাবে আবেদন করবেন?
১. সমুদ্রসাথী প্রকল্পের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
২. হোমপেজে প্রথমে Apply Here অপশন এ ক্লিক করতে হবে।
৩. তারপর প্রকল্পের জন্য আবেদনপত্র স্ক্রিনে আসবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পূরণ করে ফেলতে হবে।
৪. পরের পেজে গিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. হয়ে গেলে একবার আবেদন Preview করে নিয়ে তা সাবমিট করে দিতে হবে।
৬. ভবিষ্যতে দরকারের জন্য নিজের অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে।
আবেদন করতে কি কি নথিপত্র লাগবে?
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. স্থায়ী বাসস্থানের প্রমাণ।
৪. আধার লিঙ্ক করা মোবাইল নম্বর।
৫. পাসপোর্ট সাইজের ছবি।
৬. ব্যাংকের পাস বই।
৭. মৎস্য চাষের জীবিকার সরকারি রেজিস্ট্রেশনের নথি।
এরপর আপনি এই প্রকল্পের যোগ্য হলে সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন। প্রকল্প সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.