E Mudra Loan – টাকার দরকার হলেই দেবে কেন্দ্র সরকার। শুধু আধার ব্যাংক লিঙ্ক থাকতে হবে।

ইমারজেন্সি টাকার দরকার? কোথা থেকে পাবেন? চিন্তা নেই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PM E Mudra Loan এর মাধ্যমে সহায় রয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government). এখন থেকে টাকার দরকার হলে আর কারোর কাছে হাত পাততে হবে না। সোজা আবেদন করুন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে। মাত্র ৫ মিনিটের মধ্যে সুবিধা পাবেন। নগদ ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে দেশের মানুষকে। এই কথা ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).

Get Instant PM E Mudra Loan Online Apply.

তাই আপনারা যদি বর্তমানে টাকার দরকার থাকে তবে অবশ্যই জেনে রাখুন কেন্দ্রীয় সরকারের এই বিশেষ E Mudra Loan প্রকল্প সম্পর্কে। আর এই সুবিধা দেশের ৪০ কোটি মানুষকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাহলে স্বাবলম্বী হতে চাইলে আপনারা কিভাবে এই ঋণের সুবিধা পাবেন? কারা পাবেন? কোথা থেকে পাবেন? ইত্যাদি নিচে বুঝিয়ে বলা হলো।

PM E Mudra Loan

মুদ্রা যোজনার পুরো নাম Micro Unit Development and Refinancing Yojana. নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে এটি শুরু করেন। প্রকল্পের প্রধান যে উদ্দেশ্য তা হল দেশের বেকারদের ব্যবসা করার জন্য ঋণ প্রদান করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। ব্যবসার জন্য যাদের কোনো মূলধন জোগানোর ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের এখান থেকে সহজ সুদে ঋণ (E Mudra Loan Interest Rate) প্রদানের সুযোগ দেয় সরকার।

সেই কারণে এটি এই ধরনের ব্যবসায়ীদের ‘লাস্ট মাইল ফিনান্সার’ হিসেবেও পরিচিত। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM E Mudra Loan) আওতায় সুবিধা লাভ করেছেন দেশের প্রচুর বেকার যুবক যুবতী। সম্প্রতি আবারো ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়ার কথা। আপনি যদি ব্যবসা করার স্বপ্ন দেখে থাকেন এবং আপনার আর্থিক অবস্থাও যদি সচ্ছল না হয় তাহলে এই ঋণের সুবিধা পাবেন আপনিও। আরো জানতে হলে পড়তে থাকুন।

E Mudra Loan Benefits

১. শিশু ঋণের আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে আবেদনকারীদের।
২. কিশোর ঋণের আওতায় ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।
৩. তরুণ ঋণের মাধ্যমে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকবে।

How To Get E Mudra Loan

সাধারণত দেশের প্রতিটি রাষ্ট্র ব্যাংকেই আপনি চাইলে মুদ্রা লোন পেতে পারেন। কিন্তু যদি আপনি স্টেট ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তবে মুদ্রা লোনে অনেক সুযোগ-সুবিধা লাভ করবে নাকি। যেমন এক্ষেত্রে আপনি নিতে পারেন ই মুদ্রা লোন অর্থাৎ আপনাকে ব্যাংকে যেতে হবে না। অনলাইনে আবেদন করেও পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত।

E Mudra Loan Interest Rate

ব্যাংক অনুযায়ী মুদ্রা ঋনে সুদের হার বদলায়। তবে দেশের বেশিরভাগ ব্যাংকেই এর সুদ ৯ থেকে ১২ শতাংশ বার্ষিক হারের মধ্যে হয়ে থাকে। তবে যদি আপনার সিবিল স্কোর বেশি থাকে তবে আপনি অনেক কম সুদে এখান থেকে ঋণ পাবেন। এছাড়াও এসবিআই গ্রাহকদের সুদের হার কম হয় (SBI E Mudra Loan). আর আপনারা এই ঋণের জন্য আবেদন পদ্ধতি সম্পর্কে এবারে জেনে নিন।

E Mudra Loan Online Apply

১. SBI একাউন্ট ধারীদের ক্ষেত্রে ই মুদ্রা লোন পাওয়া যায়। এই জন্য প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
২. এরপর MUDRA Loan ক্লিক করে সেই সেকশনে ঢুকুন।
৩. মুদ্রা ঋণের জন্য আবেদনপত্র আসবে স্ক্রিনে। দেখে শুনে তা পূরণ করুন। হয়ে গেলে Save and Next বাটনে ক্লিক করে পরের পেজে চলে আসুন।
৪. নিম্নলিখিত ডকুমেন্ট গুলিকে স্ক্যান করে আপলোড করুন।
৫. সবকিছু হয়ে যাওয়ার পর Final Submit ক্লিক করে আবেদনপত্র পাঠিয়ে দিন।

E Mudra Loan Offline Apply

১. অফলাইনে যেকোনো পাবলিক সেক্টর ব্যাংক থেকে আপনি মুদ্রা লোন পেতে পারেন। সেজন্য প্রথমেই চলে যেতে হবে আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকের শাখায়।
২. তাদেরকে মুদ্রা লোনের কথা জানালে তারা আপনাকে একটি আবেদনপত্র দেবে। সেদিকে সঠিকভাবে নিজের হাতে ফিলাপ করুন।
৩. নিচের ডকুমেন্ট গুলির এক কপি করে জেরক্স আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা করে দিন।
৪. কয়েক ঘন্টার মধ্যেই E Mudra Loan ক্রেডিট হয়ে যাবে আপনার একাউন্টে।

Personal Loan (পার্সোনাল লোন)

E Mudra Loan Online Apply Documents

১. দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. KYC নথি যেমন আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ইউটিলিটি বিল, প্যান কার্ড।
৩. জাতিগত শংসাপত্র।
৪. আবেদনকারীর ব্যবসার ঠিকানা ও প্রমাণ।

গাড়ি কেনার জন্য 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে?

৫. ব্যবসার আয়ের প্রমাণ।
৬. ব্যাংক পাস বুকের প্রথম পাতার জেরক্স।
৭. বিগত এক বছরের ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।
৮. গত 2 বছরের জন্য আপনার আয়কর রিটার্ন (ITR)
৯. ব্যাংক থেকে চাওয়া অন্য কোনো নথি।

বিভিন্ন কারনে যেকোনো ঋণ এর দরকার হলে প্রয়োজন অনুসারে নিচের লিংকে ক্লিক করুন।
বাড়ির লোন বা Home Loan পেতে এখানে ক্লিক করুন।
পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ পেতে এখানে দেখুন।
ব্যবসার লোন বা Business Loan পেতে এখানে দেখুন।
পড়াশোনার লোন বা Student Loan পেতে এখানে দেখুন।
স্বর্ণ ঋণ বা Gold Loan পেতে এখানে ক্লিক করুন।
মুদ্রা লোন বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ পেতে এখানে দেখুন।
Written by Nabadip Saha.

500 টাকার জাল নোট নিয়ে RBI এর সতর্কতা। আপনার কাছে নেই তো? আসল নোট কিভাবে চিনবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment