ভারতের অর্থনীতিকে (Indian Economy) মজবুত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন পূর্বেই। তার আমলে ভারত (India) পৌঁছেছে দেশের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ এর তালিকায়। কিন্তু সম্প্রতি এক রিপোর্ট মারফত জানা গেছে ভারতের এই স্থান আরও আগে যেতে চলেছে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে, এরপর থেকে বিশ্বের উন্নত দেশ গুলির তালিকায় থাকতে চলেছে ভারত।
Indian Economy Growth And GDP Latest News.
আর স্বাভাবিকভাবেই দেশের মানুষের জন্য এটি সুখবর। কারণ ভারতের ক্ষেত্রে যদি এমনটা হয় তা অনেক গুলি দিকে উন্নতি ইন্ডিকেট করে। যেমন দেশের জিডিপির হার (GDF Growth Rate) আরো বৃদ্ধি পাবে। নতুন কর্ম সংস্থানের (Employment) সুযোগ তৈরি হবে। বাড়বে গড় মাথা পিছু আয় (Indian Economy). যেমনটা আমরা উন্নত দেশ গুলির ক্ষেত্রে দেখে থাকি সেখানে মানুষের টাকা পয়সার কোন অভাব নেই, রাস্তার এক ভিখারিও সেখানে যথেষ্ট উপার্জন করে থাকে।
সমীক্ষার রিপোর্ট বলছে ভারতের ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে 2034 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা (Indian Economy) পূরণ করার। কিভাবে এটি সম্ভব? জানুন। দেশীয় আর্থিক উপদেষ্টা সংস্থা ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ সম্প্রতি দেশের আর্থিক গতি প্রকৃতি নিয়ে বিস্তর সমীক্ষা চালিয়েছে। আর তারপর যা রিপোর্ট তারা প্রকাশ করেছে সেই ভিত্তিতে দেখা যায় আগামী বছর গুলিতে এই দেশের উন্নতির ছাপ স্পষ্ট।
বিশেষজ্ঞরা বলেছেন এক্ষেত্রে আগে আমাদের দেশ নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর তালিকায় পৌঁছাবে। আর তারপর আস্তে আস্তে যাবে উচ্চ মধ্যবিত্তদের তালিকায় ২০৩৪ সালের মধ্যে। প্রধানত তিনটি দিক যাচাই করে এই ইতিবাচক আভাস দিয়েছেন তারা। প্রথমত, গত কয়েকটি ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী দেখা গেছে এদেশের আর্থিক উন্নতি (Indian Economy) আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থ বছরে আরো ৭ শতাংশ বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ভারত বর্তমানে 3.7 ট্রিলিয়ন ডলারের জিডিপি সহ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি (Indian Economy 5Th Largest In The World) হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি গ্রোথ রেট এরকম ৭ থেকে ৮ শতাংশ ধরে রাখা যায়, তাতেই আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মধ্যবিত্ত ক্যাটাগরিতে ঢুকে পড়বে দেশ।
বেশ কিছু অনুমান দেখায় যে ভারতের জিডিপি 2030 সালের মধ্যে জাপান এবং জার্মানিকে (Germany) ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কানাডার (Canada) রেটিং এজেন্সি S&P অনুমান করেছে যে ভারতের মিনিমাম জিডিপি 2022 সালে $3.4 ট্রিলিয়ন থেকে 2030 সালের মধ্যে $7.3 ট্রিলিয়ন হবে। দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরে সরকার আড়াইশোর বেশি প্রকল্প শুরু করেছে দেশের উন্নতির (Indian Economy) লক্ষ্যে।
এই প্রকল্প গুলি দেশের আর্থ সামাজিক ক্ষেত্রে নতুন পরিকাঠামো তৈরি এবং বর্তমান পরিকাঠামোর উন্নতির উদ্দেশ্যে তৈরি। যাই হোক, এই গুলির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২০২৭ ২৮ সাল পর্যন্ত অর্থাৎ আর তিন থেকে চার বছরের মধ্যে এই প্রকল্প গুলির কাজ শেষ হতে চলেছে। যা দেশের ২ ধাপ অগ্রগতির (Indian Economy) পথে এগিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তৃতীয়ত মাথা পিছু আয়ের নিরিখে ভারত উন্নত দেশের তুলনায় পিছিয়ে থাকলেও একটা ইতিবাচক ছবি লক্ষ্য করা যাচ্ছে। ২০২২ ২৩ সালে দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ লক্ষ ৭২ হাজার টাকা। ২০২১ ২২ সালের তুলনায় ১৫ শতাংশ বেশি। ২০২৯ সালে সেটাই ২ লক্ষ ৩০ হাজার টাকার আশপাশে পৌঁছবে। যা কিনা প্রথমে দেশকে ঠেলে তুলবে মধ্যবিত্ত (Indian Economy) ক্যাটিগরিতে।
তারপরে উচ্চ মধ্যবিত্ত তালিকায়। দেশের গ্রোথ রেট এবং মাথাপিছু গড় আয় বৃদ্ধি ঘটায় বেকারত্ব ঘুঁচবে। তৈরি হবে প্রচুর কর্মসংস্থান অর্থাৎ সব দিক দিয়ে আগে এগিয়ে থাকবে দেশ। তবে এই সকল ইতিবাচক ভবিষ্যৎবাণীর মাঝে একটি সংশয় দেখা গেছে ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চ এর রিপোর্টে। বিশেষজ্ঞরা বলেছেন, দেশের অর্থনীতিতে (Indian Economy) গতি আনতে হলে।
সবার আগে ভারত সরকারকে নিজের ঋণ নীতি ঠিক করতে হবে। মুদ্রাস্ফীতি (Indian Economy Inflamation) ঘটলেও ঘটতে পারে। কিন্তু সে কথা না ভেবেই নীতি বদলের পথে হাঁটতে হবে। বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ কম করতে হবে। সেই সঙ্গে সরকারি এবং সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে লগ্নি বাড়াতে হবে। বিশেষজ্ঞদের অনুমান যদি এমনটা করা যায় তবে ভবিষ্যতে ভারত এতটাই উন্নত হবে যে বিশ্ব অর্থনীতিতে মন্দা গেলেও এ দেশে তার কোন প্রভাব পড়বে না।
টাকার দরকার হলে কোথায় পাবেন? জেনে নিন কোন ব্যাংকে পার্সোনাল লোনের সুদের হার কতো। কোথায় বেশি লাভ?
আর এই কারণের জন্য অনেকেই মনে করছেন যে আগামী কিছু বছরের মধ্যে দেশের অধিকাংশ মানুষের আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হতে চলেছে। Indian Economy বা ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ালে দেশের সকল মানুষদের জন্য খুবই সুবিধা হতে চলেছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.
টাকার দরকার হলেই দেবে SBI. আধার কার্ড থাকলে এখনই আবেদন করুন।